ETV Bharat / entertainment

ভাগ্য খুলেছে কার্তিকের! সিংঘমের থেকে কতটা এগিয়ে রুহবাবা? - SINGHAM AGAIN VS BHOOL BHULAIYAA 3

আনিজ বাজমির হরর-কমেডি ছবি ধীরে ধীরে বক্সঅফিসে আয়ের গতি বাড়াচ্ছে ৷ কিছুটা বিপাকে রোহিত শেঠ্ঠীর ছবি ৷

Singham Again Vs Bhool Bhulaiyaa 3 Box Office Day 8
সিংঘমের থেকে কতটা এগিয়ে রুহবাবা? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 9, 2024, 12:37 PM IST

হায়দরাবাদ, 9 নভেম্বর: যখনই বক্সঅফিস যুদ্ধের কথা আসে তখন বিগ বাজাটে দুই ছবির ব্যবসা নিয়ে আগ্রহ বাড়তেই থাকে ৷ দিওয়ালিতে মুক্তি পাওয়া অজয় দেবগণ অভিনীত 'সিংঘম এগেইন' ও কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3' সেই উত্তেজনা শুরু থেকেই শুরু করেছে ৷ প্রথম থেকে বক্সঅফিস দৌড়ে লাগাম ছিল রোহিত শেঠ্ঠীর হাতে ৷ এবার তা আসতে আসতে হচ্ছে হাতছাড়া ৷

অষ্টম দিনের মাথায় প্রেক্ষাগৃহে ঘুরে দাঁড়াচ্ছে রুহ বাবা-মঞ্জুলিকার জুটি ৷ মাল্টি-স্টারার অ্যাকশন ছবির তুলনায় ফের একবার দর্শকদের হলে টানছে হরর-কমেডি ছবি ৷ দেখে নেওয়া কার ভাগ্যে কতটা লক্ষ্মীলাভ হল?

ভুল ভুলাইয়া 3 ও সিংঘম এগেইন বক্সঅফিস কালেকশন (অষ্টম দিন)

ছবি মুক্তির প্রথম দিন থেকেই ট্রেন্ডিংয়ে ছিল অজয় দেবগণের সিংঘম এগেইন ৷ আয়ও বাড়ছিল জোর গতিতে ৷ তবে জোর টক্কর দিয়েছে ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজির ছবিও ৷ ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, অষ্টম দিনে রুহবাবার ঝুলিতে এসেছে 9 কোটি টাকা ৷ ছবির নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 167.25 কোটি টাকা তাও আবার এক সপ্তাহের মধ্যে ৷

অন্যদিকে, একই দিনে 'সিংঘম এগেইন' আয় করেছে 7.50 কোটি টাকা ৷ ছবির নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 180.50 কোটি টাকায় ৷ নেট কালেকশনের দিক থেকে রোহিতের ছবি এগিয়ে থাকলেও আনিজ বাজমির হরর-কমেডি লড়ছে ভালোই ৷

বক্সঅফিস ব্রেকডাউন

সিংঘম এগেইনভারতে নেট কালেকশন ভুল ভুলাইয়া 3ভারতে নেট কালেকশন
প্রথম দিনRs 43.5 কোটি প্রথম দিনRs 35.5 কোটি
দ্বিতীয় দিনRs 42.5 কোটি দ্বিতীয় দিনRs 37 কোটি
তৃতীয় দিনRs 35.75 কোটি তৃতীয় দিনRs 33.5 কোটি
চতুর্থ দিনRs 18 কোটি চতুর্থ দিনRs 18 কোটি
পঞ্চম দিনRs 14 কোটি পঞ্চম দিনRs 14 কোটি
ষষ্ঠ দিনRs 10.5 কোটি ষষ্ঠ দিনRs 10.75 কোটি
সপ্তম দিনRs 8.75 কোটি সপ্তম দিনRs 9.50 কোটি
অষ্টম দিনRs 7.50 কোটি (অনুমান অনুসারে) অষ্টম দিনRs 9 কোটি (অনুমান অনুসারে)
মোটRs 180.50 কোটি মোটRs 167.25 কোটি

(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক)

হায়দরাবাদ, 9 নভেম্বর: যখনই বক্সঅফিস যুদ্ধের কথা আসে তখন বিগ বাজাটে দুই ছবির ব্যবসা নিয়ে আগ্রহ বাড়তেই থাকে ৷ দিওয়ালিতে মুক্তি পাওয়া অজয় দেবগণ অভিনীত 'সিংঘম এগেইন' ও কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 3' সেই উত্তেজনা শুরু থেকেই শুরু করেছে ৷ প্রথম থেকে বক্সঅফিস দৌড়ে লাগাম ছিল রোহিত শেঠ্ঠীর হাতে ৷ এবার তা আসতে আসতে হচ্ছে হাতছাড়া ৷

অষ্টম দিনের মাথায় প্রেক্ষাগৃহে ঘুরে দাঁড়াচ্ছে রুহ বাবা-মঞ্জুলিকার জুটি ৷ মাল্টি-স্টারার অ্যাকশন ছবির তুলনায় ফের একবার দর্শকদের হলে টানছে হরর-কমেডি ছবি ৷ দেখে নেওয়া কার ভাগ্যে কতটা লক্ষ্মীলাভ হল?

ভুল ভুলাইয়া 3 ও সিংঘম এগেইন বক্সঅফিস কালেকশন (অষ্টম দিন)

ছবি মুক্তির প্রথম দিন থেকেই ট্রেন্ডিংয়ে ছিল অজয় দেবগণের সিংঘম এগেইন ৷ আয়ও বাড়ছিল জোর গতিতে ৷ তবে জোর টক্কর দিয়েছে ভুল ভুলাইয়া ফ্রাঞ্চাইজির ছবিও ৷ ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক অনুযায়ী, অষ্টম দিনে রুহবাবার ঝুলিতে এসেছে 9 কোটি টাকা ৷ ছবির নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 167.25 কোটি টাকা তাও আবার এক সপ্তাহের মধ্যে ৷

অন্যদিকে, একই দিনে 'সিংঘম এগেইন' আয় করেছে 7.50 কোটি টাকা ৷ ছবির নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 180.50 কোটি টাকায় ৷ নেট কালেকশনের দিক থেকে রোহিতের ছবি এগিয়ে থাকলেও আনিজ বাজমির হরর-কমেডি লড়ছে ভালোই ৷

বক্সঅফিস ব্রেকডাউন

সিংঘম এগেইনভারতে নেট কালেকশন ভুল ভুলাইয়া 3ভারতে নেট কালেকশন
প্রথম দিনRs 43.5 কোটি প্রথম দিনRs 35.5 কোটি
দ্বিতীয় দিনRs 42.5 কোটি দ্বিতীয় দিনRs 37 কোটি
তৃতীয় দিনRs 35.75 কোটি তৃতীয় দিনRs 33.5 কোটি
চতুর্থ দিনRs 18 কোটি চতুর্থ দিনRs 18 কোটি
পঞ্চম দিনRs 14 কোটি পঞ্চম দিনRs 14 কোটি
ষষ্ঠ দিনRs 10.5 কোটি ষষ্ঠ দিনRs 10.75 কোটি
সপ্তম দিনRs 8.75 কোটি সপ্তম দিনRs 9.50 কোটি
অষ্টম দিনRs 7.50 কোটি (অনুমান অনুসারে) অষ্টম দিনRs 9 কোটি (অনুমান অনুসারে)
মোটRs 180.50 কোটি মোটRs 167.25 কোটি

(বক্সঅফিস ডেটা সোর্স: স্যাকনিল্ক)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.