ETV Bharat / entertainment

সিংঘম এগেইন ভার্সেস ভুল ভুলাইয়া 3! অ্যাডভান্স বুকিংয়ে কার পাল্লা ভারী?

দিওয়ালিতে সবচেয়ে বড় বক্সঅফিস ক্ল্যাশ হতে চলেছে ভুল ভুলাইয়া 3 ও সিংঘম এগেইন ছবির সঙ্গে ৷ কার পাল্লা কত ভারী?

Singham Again Vs Bhool Bhulaiyaa 3 Advance Booking
সিংঘম এগেইন ভার্সেস ভুল ভুলাইয়া 3! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

হায়দরাবাদ, 31 অক্টোবর: রাত পোহালেই বক্সঅফিস দখলে বড় লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সিনেপ্রেমীরা ৷ 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3' মুক্তি পাচ্ছে পয়লা নভেম্বর ৷ একদিকে অজয় দেবগণের পুলিশ টিম অন্যদিকে কার্তিক আরিয়ানের কমেডি স্কিল, সব মিলিয়ে মনোরঞ্জনের রসদ আসছে প্রেক্ষাগৃহে ৷ দুটি সিনেমারই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ কার পাল্লা ভারী দেখে নেওয়া যাক একনজরে ৷

স্যাকনিল্ক রিপোর্ট

কোন সিনেমার বক্সঅফিস কালেকশন কি রকম বা অগ্রিম টিকিট বুকিংয়ে কে কতটা এগিয়ে সেই বিষয়ে আপডেট দিয়ে থাকে স্যাকনিল্ক ৷ রিপোর্টে জানানো হয়েছে, 'সিংঘম এগেইন' ছবির এই মুহূর্তে ভারতে মোট টিকিট বিক্রি হয়েছে 1 লাখ 87 হাজার 747টি টিকিট ৷ ঘরে তুলেছে 6.51 কোটি টাকা ৷ তবে এক্ষেত্রে ব্লক সিটস ধরা হয়নি ৷ তুলনায় অন্যদিকে 'ভুল ভুলাইয়া 3' ছবির টিকিট বিক্রি হয়েছে 2 লাখ 32 হাজার 957টি ৷ আয় হয়েছে 7.49 কোটি টাকা ৷ এখানে ব্লক সিটস ধরা হয়েছে ৷

সিংঘম ভার্সেস ভুল ভুলাইয়া

বক্সঅফিসে দুটি ছবিই ভালো ব্যবসা করতে পারে বলে সম্ভাবনা দেখা দিচ্ছে ৷ বাজিরও সিংঘম হিসাবে পর্দায় অজয় দেবগণকে ফের একবার শত্রুর মোকবিলা করতে দেখা যাবে ৷ এবার সঙ্গে রয়েছে করীনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, রবি কিষাণ, রণবীর সিং ও অক্ষয় কুমার ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন মিলাপ জাভেরি ৷ ছবির টিমের আশা, নতুন গল্পের সঙ্গে পাওয়ার প্যাকড অ্যাকশন মন জয় করবে দর্শকদের ৷

অন্যদিকে, 'ভুল ভুলাইয়া 3' ঘিরেও দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ লক্ষ্য করা গিয়েছে ৷ হরর-কমেডি এই ছবি পরিচালনা করেছেন আনিজ বাজমি ৷ মুখ্য চরিত্রে কার্তিক আরিয়ানের রয়েছেন বিদ্যা বালান, মাধুরূ দীক্ষিত, তৃপ্তি দিমরি ও বিজয় রাজকে ৷ একদিকে ভয়, অন্যদিকে হাসির খোরাক নিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে প্রস্তুত এই সিনেমা ৷ এখন দেখার পয়লা নভেম্বর কোন ছবি বক্সঅফিস রেসে এগিয়ে থাকে ৷

হায়দরাবাদ, 31 অক্টোবর: রাত পোহালেই বক্সঅফিস দখলে বড় লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে সিনেপ্রেমীরা ৷ 'সিংঘম এগেইন' ও 'ভুল ভুলাইয়া 3' মুক্তি পাচ্ছে পয়লা নভেম্বর ৷ একদিকে অজয় দেবগণের পুলিশ টিম অন্যদিকে কার্তিক আরিয়ানের কমেডি স্কিল, সব মিলিয়ে মনোরঞ্জনের রসদ আসছে প্রেক্ষাগৃহে ৷ দুটি সিনেমারই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ কার পাল্লা ভারী দেখে নেওয়া যাক একনজরে ৷

স্যাকনিল্ক রিপোর্ট

কোন সিনেমার বক্সঅফিস কালেকশন কি রকম বা অগ্রিম টিকিট বুকিংয়ে কে কতটা এগিয়ে সেই বিষয়ে আপডেট দিয়ে থাকে স্যাকনিল্ক ৷ রিপোর্টে জানানো হয়েছে, 'সিংঘম এগেইন' ছবির এই মুহূর্তে ভারতে মোট টিকিট বিক্রি হয়েছে 1 লাখ 87 হাজার 747টি টিকিট ৷ ঘরে তুলেছে 6.51 কোটি টাকা ৷ তবে এক্ষেত্রে ব্লক সিটস ধরা হয়নি ৷ তুলনায় অন্যদিকে 'ভুল ভুলাইয়া 3' ছবির টিকিট বিক্রি হয়েছে 2 লাখ 32 হাজার 957টি ৷ আয় হয়েছে 7.49 কোটি টাকা ৷ এখানে ব্লক সিটস ধরা হয়েছে ৷

সিংঘম ভার্সেস ভুল ভুলাইয়া

বক্সঅফিসে দুটি ছবিই ভালো ব্যবসা করতে পারে বলে সম্ভাবনা দেখা দিচ্ছে ৷ বাজিরও সিংঘম হিসাবে পর্দায় অজয় দেবগণকে ফের একবার শত্রুর মোকবিলা করতে দেখা যাবে ৷ এবার সঙ্গে রয়েছে করীনা কাপুর খান, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, অর্জুন কাপুর, রবি কিষাণ, রণবীর সিং ও অক্ষয় কুমার ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন মিলাপ জাভেরি ৷ ছবির টিমের আশা, নতুন গল্পের সঙ্গে পাওয়ার প্যাকড অ্যাকশন মন জয় করবে দর্শকদের ৷

অন্যদিকে, 'ভুল ভুলাইয়া 3' ঘিরেও দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ লক্ষ্য করা গিয়েছে ৷ হরর-কমেডি এই ছবি পরিচালনা করেছেন আনিজ বাজমি ৷ মুখ্য চরিত্রে কার্তিক আরিয়ানের রয়েছেন বিদ্যা বালান, মাধুরূ দীক্ষিত, তৃপ্তি দিমরি ও বিজয় রাজকে ৷ একদিকে ভয়, অন্যদিকে হাসির খোরাক নিয়ে দর্শকদের মনোরঞ্জন করতে প্রস্তুত এই সিনেমা ৷ এখন দেখার পয়লা নভেম্বর কোন ছবি বক্সঅফিস রেসে এগিয়ে থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.