ETV Bharat / entertainment

পুজোর আগেই 'দেবীবরণ', ফিরছে অ্যানমেরি-সিদ্ধার্থ জুটি - Debi Boron

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 12, 2024, 1:06 PM IST

New Bengali Serial: পুজোর আগেই 'দেবীবরণ' হতে চলেছে ছোট পর্দায় ৷ আসছে নতুন ধারাবাহিক ৷ ফের একবার জুটিতে দেখা যাবে অ্যানমেরি টম ও সিদ্ধার্থ সেনকে ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

কলকাতা, 12 সেপ্টেম্বর: পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। আরজি কর কাণ্ডের পর 'পুজো' আর 'উৎসব' এই শব্দ দুটি দুই মেরুতে যেন অবস্থান করছে। পুজো হবে পুজোর মতো ৷ তবে তার মধ্যে হারাচ্ছে উৎসবের মেজাজ। যদিও ছোট পর্দায় শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি ৷ আসছে নতুন ধারাবাহিক 'দেবীবরণ'।

'দেবীবরণ'-এ মুখ্য চরিত্রে রয়েছেন অ্যানমেরি টম ও সিদ্ধার্থ সেন। আকাশ সেনের পরিচালনায় খুব শীঘ্রই সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এর আগে 'ফাগুনের মোহনা' ধারাবাহিকেও একসঙ্গে কাজ করেছেন এই জুটি। 'স্টারট্র্যাক সার্ভিসেস এলএলপি'র ব্যানারে প্রদীপ চুড়িওয়াল, স্বর্ণেন্দু সমাদ্দার ও রূপালি বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক।

দেবযানী ওরফে দেবীর চরিত্রে অ্যানমেরি টম ইটিভি ভারতকে জানিয়েছেন, "দেবযানীর 'মা-বাবা নেই, সে মামাবাড়িতে মানুষ। দেবী প্রাণোচ্ছ্বল, খুব হাসিখুশি একইসঙ্গে ডানপিটে গোছের একটি মেয়ে। বাড়ির কাজ না পারলেও পুজোর কাজে সে দারুণ পটু। ঈশ্বরে বিশ্বাসী। সে মনে করে যা যা হচ্ছে তা সবটাই ভগবানের দান।" অ্যানমেরি আরও বলেন, "আমি আর সিদ্ধার্থ আবারও একসঙ্গে কাজ করছি। খুবই উত্তেজিত আমরা।"

অনিকেত অর্থাৎ সিদ্ধার্থ বলেন, "আমার চরিত্রটা খুবই রাগী ধরনের। সে এমন একজন মানুষ যে নিজের আদর্শে চলে। খুব একটা ঠাকুর বিশ্বাস করে না। শহর থেকে গ্রামে এসে মানুষের অন্ধবিশ্বাস দেখে সহ্য করতে পারে না। গ্রামবাসীদের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বোঝাতে শুরু করে নিজের মতো করে। আমার কাকা বিধু বাবু নিজের ক্ষমতার আস্ফালনের জন্য গ্রামবাসীদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকে জোর দেন না। আশা করছি খুব ভাল লাগবে এই ধারাবাহিকটা সবার। অন্যরকমের গল্প রয়েছে এই ধারাবাহিকে।"

গল্পের দিকে তাকালে দেখা যাবে, মধুডিহি বলে এক গ্রামে বিধু বাবু গোপনে নানান ক্রিয়াকলাপ চালান। বলাই বাহুল্য, তিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা যাঁর একটা অন্ধকার অতীত রয়েছে। ওদিকে ঐশ্বরিক শক্তি সম্পন্ন মেয়ে দেবযানী। যে কি না, বিধু বাবুকে চ্যালেঞ্জ জানান। দেবযানীর সঙ্গে কীভাবে গল্পের নায়ক অনিকেতের জীবন জুড়ে যায় সেটাই দেখার এই ধারাবাহিকে।

কলকাতা, 12 সেপ্টেম্বর: পুজোর বাকি আর মাত্র কয়েকটা দিন। আরজি কর কাণ্ডের পর 'পুজো' আর 'উৎসব' এই শব্দ দুটি দুই মেরুতে যেন অবস্থান করছে। পুজো হবে পুজোর মতো ৷ তবে তার মধ্যে হারাচ্ছে উৎসবের মেজাজ। যদিও ছোট পর্দায় শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি ৷ আসছে নতুন ধারাবাহিক 'দেবীবরণ'।

'দেবীবরণ'-এ মুখ্য চরিত্রে রয়েছেন অ্যানমেরি টম ও সিদ্ধার্থ সেন। আকাশ সেনের পরিচালনায় খুব শীঘ্রই সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এর আগে 'ফাগুনের মোহনা' ধারাবাহিকেও একসঙ্গে কাজ করেছেন এই জুটি। 'স্টারট্র্যাক সার্ভিসেস এলএলপি'র ব্যানারে প্রদীপ চুড়িওয়াল, স্বর্ণেন্দু সমাদ্দার ও রূপালি বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় আসছে এই ধারাবাহিক।

দেবযানী ওরফে দেবীর চরিত্রে অ্যানমেরি টম ইটিভি ভারতকে জানিয়েছেন, "দেবযানীর 'মা-বাবা নেই, সে মামাবাড়িতে মানুষ। দেবী প্রাণোচ্ছ্বল, খুব হাসিখুশি একইসঙ্গে ডানপিটে গোছের একটি মেয়ে। বাড়ির কাজ না পারলেও পুজোর কাজে সে দারুণ পটু। ঈশ্বরে বিশ্বাসী। সে মনে করে যা যা হচ্ছে তা সবটাই ভগবানের দান।" অ্যানমেরি আরও বলেন, "আমি আর সিদ্ধার্থ আবারও একসঙ্গে কাজ করছি। খুবই উত্তেজিত আমরা।"

অনিকেত অর্থাৎ সিদ্ধার্থ বলেন, "আমার চরিত্রটা খুবই রাগী ধরনের। সে এমন একজন মানুষ যে নিজের আদর্শে চলে। খুব একটা ঠাকুর বিশ্বাস করে না। শহর থেকে গ্রামে এসে মানুষের অন্ধবিশ্বাস দেখে সহ্য করতে পারে না। গ্রামবাসীদের অন্ধবিশ্বাসের বিরুদ্ধে বোঝাতে শুরু করে নিজের মতো করে। আমার কাকা বিধু বাবু নিজের ক্ষমতার আস্ফালনের জন্য গ্রামবাসীদের শিক্ষা ও স্বাস্থ্যের দিকে জোর দেন না। আশা করছি খুব ভাল লাগবে এই ধারাবাহিকটা সবার। অন্যরকমের গল্প রয়েছে এই ধারাবাহিকে।"

গল্পের দিকে তাকালে দেখা যাবে, মধুডিহি বলে এক গ্রামে বিধু বাবু গোপনে নানান ক্রিয়াকলাপ চালান। বলাই বাহুল্য, তিনি একজন দুর্নীতিগ্রস্ত নেতা যাঁর একটা অন্ধকার অতীত রয়েছে। ওদিকে ঐশ্বরিক শক্তি সম্পন্ন মেয়ে দেবযানী। যে কি না, বিধু বাবুকে চ্যালেঞ্জ জানান। দেবযানীর সঙ্গে কীভাবে গল্পের নায়ক অনিকেতের জীবন জুড়ে যায় সেটাই দেখার এই ধারাবাহিকে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.