হায়দরাবাদ, 29 অগস্ট: ইন্ডাষ্ট্রিতে এখনও মেয়েদের কাজ করা নিয়ে অনেক বাধা-নিষেধ রয়েছে ৷ একজন মেয়ের সিনেমাটোগ্রাফার হওয়া, এডিটর হওয়া ইত্যাদি নিয়ে অনেক প্রশ্ন থাকে ৷ একই ভাবে একজন মেয়ে মেকআপ আর্টিস্ট প্রস্থ্যেটিকের কাজ করবেন, এমন সুযোগ দেওয়া নিয়ে টলিউডে হয়তো খুম কম লোকই ভাবেন ৷ ব্যতিক্রমী শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় জুটি ৷ তাঁরা এমন এক মেকআপ আর্টিস্টকে দলে রাখলেন যিনি শিবপ্রসাদের ভোল ম্যাজিকের মতো বদলে দিয়েছেন 'বহুরূপী' ছবিতে ৷
এদিন সোশাল মিডিয়ায় শিবপ্রসাদ দুটি পোস্ট করেন ৷ একটিতে 'বহুরূপী' ছবিতে তাঁর চরিত্রের লুক তৈরিতে নেপথ্যের শিল্পী কে, তা জানিয়েছেন অভিনেতা ৷ এদিন তিনি লেখেন, "পাপিয়ার গল্পটা একটু অন্যরকম। পাপিয়া ফ্যাশন শুট করতো প্রথমে, পরে ও সিনেমায় মেকআপ করতে আসে। মহিলা মেকআপ আর্টিস্ট পুরুষদের মেকআপ করবে, মহিলা মেকআপ আর্টিস্ট প্রস্থ্যাটিকের কাজ করবে সেই সুযোগই তো কেউ দেবে না।"
অভিনেতা আরও লেখেন, "বহু পুরুষ টেকনিশিয়ান, পুরুষ মেকআপ আর্টিস্ট কিন্তু পাপিয়াকে জায়গা দেয়নি। এইসবই শোনা কথা, পাপিয়া নিশ্চয়ই ওর মনের কথা কোনওদিন বলবে। আমাকে যে অন্যরকম লেগেছে, আমার বহুরূপীর রূপ যে দর্শকদের ভালো লেগেছে তার নেপথ্যে যে ম্যাজিশিয়ান সে হল, পাপিয়া চন্দ।" অভিনেতার পোস্টের পর তাঁকে ধন্যবাদ জানিয়েছেন পাপিয়াও ৷
গত বছর পুজোয় 'রক্তবীজ' দর্শকদের মন জয় করে নিয়েছিল ৷ এবার নন্দিতা রায়-শিবপ্রসাদ জুটি আনছেন বহুরূপী ৷ ইতিমধ্যেই সামনে এসেছে টিজার ৷ পুলিশের ভূমিকায় আবির চট্টোপাধ্যায় ৷ টুইস্ট রয়েছে শিবপ্রসাদের চরিত্রে ৷ মেকআপের সাহায্যে শিবপ্রসাদের লুক এককথায় অনবদ্য ৷ ইতিমধ্যেই একমাস আগেই প্রেক্ষাগৃহে পড়ে গিয়েছে ছবির ব্যানার ৷ এদিন অভিনেতা পোস্ট করে বলেন, "প্রথমবার কোন হিন্দি ছবির পোস্টার নামিয়ে বাংলা ছবিকে জায়গা দেওয়া হয়েছে ৷" এই বিষয়ে ধন্যবাদও জানিয়েছেন শিবপ্রসাদ ৷