কলকাতা,30 অগস্ট: সারেগামাপা'র সঙ্গে তাঁর জার্নি শুরুর দিন থেকে। তিনি শান্তনু মৈত্র। 2007 সালের প্রথম সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পীকে ৷ এবারও তার ব্যতিক্রম হয়নি ৷ পাশাপাশি, এদিন শহরের নিরাপত্তা ও সুরক্ষা নিয়েও মতামত ব্যক্ত করেন সঙ্গীত শিল্পী শান্তনু ৷
তিনি বলেন, "সেফটি আর সিকিউরিটি ছাড়া কোনও কিছুই এগোয় না ৷ সমাজে নিরাপত্তা ও সুরক্ষা না থাকলে তা এগোতে পারে না ৷ এটা একটা বেসিক ডিমান্ড ৷ তাই যা হচ্ছে, সেখানে সাধারণ বিষয়টা মাথায় রাখতে হবে মানুষ যেন নিরাপদ অনুভব করেন ৷" সেদিনের 'সারেগামাপা'র সঙ্গে আজকের 'সারেগামাপা'র পার্থক্য কী ইটিভি ভারতকে জানালেন তিনি বলেন, "একটা বিরাট পরিবর্তন এসেছে ৷ আগে যখন আসতাম তখন দেখতাম ছেলেরা জানত না কী করতে হয় আর কী করতে হয় না ৷ এখন তাঁরা অনেক তৈরি হয়ে আসছেন। তাই আমাদের খাটুনিটা অনেক কম।"
চলতি বছরের আটটি মাস কেটে গেলেও এখনও পর্যন্ত নতুন কোনও গানের খবর সামনে আনেননি শান্তনু মৈত্র ৷ এর কারণ জানতে চাইলে হেসে শিল্পী বলেন, "ভালো গল্প তো সবসময় আসে না। সবসময় হয় না ৷ হাতে এলে নিশ্চয়ই করব। তবে, আমি বেশ কিছু অন্য কাজে ব্যস্ত আছি এখন। সেই কারণেও গান খানিকটা কম পাচ্ছেন।" তবে, কী সেই কারণ খোলসা করলেন না জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র।
অন্যদিকে, গানের জগতে শান্তনু মৈত্র উপহার দিয়েছেন 'পরিণীতা', 'পিকে', 'খোয়া খোয়া চাঁদ', 'থ্রি ইডিয়টস', 'লগে রহো মুন্না ভাই', 'গুলাবো সিতাবো'-র মতো সিনেমাতে একের পর এক হিট ছবির গান। তাঁর সঙ্গীত পরিচালনায় বাংলা ছবির গানের সংখ্যাও কম নয়। 'অপরাজিতা তুমি', 'অন্তহীন'-এর পর 2023 সালে 'প্রধান' ছবিরও সঙ্গীত পরিচালনা করেন তিনি। 2023-এ হিন্দি ছবি 'কড়ক সিং', 'টুয়েলভথ ফেইল', 'লস্ট'-এর সঙ্গীত পরিচালনা করেন শান্তনু মৈত্র।