মুম্বই, 21 ফেব্রুয়ারি: সেরা অভিনেতার পুরস্কার পেলেন 'কিং খান' ৷ মঙ্গলবার দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2024-এর মঞ্চে সেরা অভিনেতা নির্বাচিত হন শাহরুখ ৷ অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন বলিউড সুপারস্টার ।
'সেরা অভিনেতা'র পুরস্কার গ্রহণের পর মঞ্চ থেকে জনতার উদ্দেশ্যে বলেন, "সমস্ত জুরি সদস্যদের ধন্যবাদ, যারা আমাকে সেরা অভিনেতার পুরস্কারের যোগ্য বলে মনে করেছেন ৷ অনেক বছর হয়ে গেল আমি সেরা অভিনেতার পুরস্কার পাইনি । তাই মনে হচ্ছিল, এখন আর পাব না । আমি খুব খুশি ৷ আমি পুরস্কার খুব পছন্দ করি । এই বিষয়ে আমি একটু লোভী ৷"
পুরস্কার পাওয়ার পর শাহরুখ 'জওয়ান' ছবির পুরো টিম ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এক মুখ হাসি নিয়ে কিং খান বলেন,"আমি সত্যিই খুশি যে লোকেরা আমার কাজকে স্বীকৃতি দিয়েছে ৷ একজন শিল্পীর কাজ এত সহজ নয় । তার চারপাশের সবাই একসঙ্গে কাজ করে বলেই এই সাফল্য আসে ৷ তাই জওয়ান তৈরি করা এবং আমাকে এই পুরস্কার জিততে সাহায্য করার পিছনে অনেক কঠোর পরিশ্রম জড়িত । আমি অঙ্গীকার করছি যে আমি কঠোর পরিশ্রম চালিয়ে যাব ৷ ভারত এবং বিদেশের মানুষকে বিনোদন দিতে থাকব । আমাকে নাচতে হবে, পড়ে যেতে হবে, উড়তে হবে, রোমান্স করতে হবে, খারাপ লোক বা ভালো লোক হতে হবে । ইনশাআল্লাহ, পরিশ্রম করে যাব ।"
2023 সালের জানুয়ারিতে সিদ্ধার্থ আনন্দের 'পাঠান' ছবির মাধ্যমে সিলভার স্ক্রিনে ফিরে আসেন শাহরুখ । ছবিতে অ্যাকশন অবতারে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছিলেন কিং খান । ছবিটি বক্স অফিসে অনেক রেকর্ড ভেঙেছে এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পে সর্বোচ্চ আয়ের ছবির তালিকায় নাম তুলে নেয় ৷ 'জিরো' এবং 'জব হ্যারি মেট সেজাল'-এর মতো অনেকগুলি ফ্লপ ছবির পর, শাহরুখ পাঠান ও জওয়ান ছবি দু'টি হিট হয়।
'পাঠান'-এর পর সেপ্টেম্বরে 'জওয়ান' দিয়ে প্রেক্ষাগৃহে ফিরে আসেন কিং খান। ছবিতে আরও একবার অ্যাকশন অবতারে দেখা গিয়েছিল শাহরুখকে। ছবিটি বিশ্বব্যাপী বক্স অফিসে 1000 কোটিরও বেশি আয় করেছে । বলাই বাহুল্য, এই বছরটা শাহরুখের জন্য দারুণ ছিল । এখানেই থেমে থাকেননি অভিনেতা । গত ডিসেম্বরে তাঁর 'ডাঙ্কি' ছবিটিও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।
আরও পড়ুন :