ETV Bharat / entertainment

মুফাসার সঙ্গে জীবনের মিল খুঁজে পাচ্ছেন শাহরুখ, ভাইরাল ভিডিয়ো বার্তা - SHAH RUKH KHAN MUFASA THE LION KING

ক্রিসমাসে শুরু হতে চলেছে 'মুফাসা: দ্য লায়ন কিং'-এর জার্নি ৷ তার আগে শাহরুখ খানের নতুন ভিডিয়ো দেখে আপ্লুত অনুরাগীরা ৷

Etv Bharat
মুফাসার সঙ্গে জীবনের মিল খুঁজে পাচ্ছেন শাহরুখ (এএনআই/আইএমডিবি)
author img

By ANI

Published : Nov 28, 2024, 4:49 PM IST

মুম্বই, 27 নভেম্বর: নতুন ছবি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান ৷ মুক্তির অপেক্ষায় 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷ অ্যানিমেটেড এই ছবিতে মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন বাদশা ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, তাঁর জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায় 'মুফাসা'র জার্নি ৷

সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো সামনে এসেছে ৷ যেখানে মুফাসার জার্নির সঙ্গে শাহরুখ নিজের জার্নির প্রসঙ্গ টেনেছেন ৷ সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে (টুইটার) পোস্ট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ৷ ক্যাপশনে তিনি লেখেন, "শাহরুখ খানের থেকে শুনুন মুফাসার কাহিনী ৷ এসআরকে মুফাসার জার্নি খুব সুন্দর করে তুলে ধরেছেন ৷ বাদশা মুফাসার চরিত্র আরও জীবন্ত করে তুলেছেন মুফাসা দ্য লায়ন কিং (Mufasa: The Lion King) ছবিতে ৷"

তরণ জানান, বেরি জেনকিন্স পরিচালিত এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসের আবহে অর্থাৎ 20 ডিসেম্বর ৷ ইংরাজির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই সিনেমা ৷ ভিডিয়ো বার্তায় শাহরুখ বলেন, "এই কাহানি এমন এক রাজার যে ঝলমলে আলো দেখেনি বরং খারাপ সময় দেখেছে ৷ কিন্তু তার জীবনে জেদ ছিল ৷ সেই জেদ থেকেই মাটি থেকে সে আকাশ ছুঁয়েছে ৷ নীচে কোনও বাদশা রাজত্ব করেছে কিন্তু ও সকলের মনে রাজ করেছে ৷"

এরপর বাদশা বলেন, "গল্প শুনে বেশ চেনা চেনা লাগছে ৷ কিন্তু এই গল্প মুফাসার ৷" ছবিতে আরিয়ান খানের কণ্ঠ শোনা গিয়েছে সিম্বা চরিত্রে ৷ খান পরিবারের সবচেয়ে ছোট সদস্য আব্রামও এই ছবিতে কণ্ঠ দিয়েছে ৷ তাকে শোনা গিয়েছে মুফাসা-র ছোটবেলার চরিত্রে ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবির ট্রেলার ৷ ইতিমধ্যেই দর্শক মনে তা জায়গা করে নিয়েছে ৷ ছবিতে অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন সঞ্জয় মিশ্রা (পুম্বা), শ্রেয়স তলপড়ে (টিমন), ও মিয়াং চ্যাংকে শোনা গিয়েছে 'টাকা'র চরিত্রে ৷

মুম্বই, 27 নভেম্বর: নতুন ছবি নিয়ে উচ্ছ্বসিত শাহরুখ খান ৷ মুক্তির অপেক্ষায় 'মুফাসা: দ্য লায়ন কিং' ৷ অ্যানিমেটেড এই ছবিতে মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছেন বাদশা ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, তাঁর জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায় 'মুফাসা'র জার্নি ৷

সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো সামনে এসেছে ৷ যেখানে মুফাসার জার্নির সঙ্গে শাহরুখ নিজের জার্নির প্রসঙ্গ টেনেছেন ৷ সেই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে (টুইটার) পোস্ট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ৷ ক্যাপশনে তিনি লেখেন, "শাহরুখ খানের থেকে শুনুন মুফাসার কাহিনী ৷ এসআরকে মুফাসার জার্নি খুব সুন্দর করে তুলে ধরেছেন ৷ বাদশা মুফাসার চরিত্র আরও জীবন্ত করে তুলেছেন মুফাসা দ্য লায়ন কিং (Mufasa: The Lion King) ছবিতে ৷"

তরণ জানান, বেরি জেনকিন্স পরিচালিত এই ছবি মুক্তি পাবে ক্রিসমাসের আবহে অর্থাৎ 20 ডিসেম্বর ৷ ইংরাজির পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই সিনেমা ৷ ভিডিয়ো বার্তায় শাহরুখ বলেন, "এই কাহানি এমন এক রাজার যে ঝলমলে আলো দেখেনি বরং খারাপ সময় দেখেছে ৷ কিন্তু তার জীবনে জেদ ছিল ৷ সেই জেদ থেকেই মাটি থেকে সে আকাশ ছুঁয়েছে ৷ নীচে কোনও বাদশা রাজত্ব করেছে কিন্তু ও সকলের মনে রাজ করেছে ৷"

এরপর বাদশা বলেন, "গল্প শুনে বেশ চেনা চেনা লাগছে ৷ কিন্তু এই গল্প মুফাসার ৷" ছবিতে আরিয়ান খানের কণ্ঠ শোনা গিয়েছে সিম্বা চরিত্রে ৷ খান পরিবারের সবচেয়ে ছোট সদস্য আব্রামও এই ছবিতে কণ্ঠ দিয়েছে ৷ তাকে শোনা গিয়েছে মুফাসা-র ছোটবেলার চরিত্রে ৷ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে 'মুফাসা: দ্য লায়ন কিং' ছবির ট্রেলার ৷ ইতিমধ্যেই দর্শক মনে তা জায়গা করে নিয়েছে ৷ ছবিতে অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন সঞ্জয় মিশ্রা (পুম্বা), শ্রেয়স তলপড়ে (টিমন), ও মিয়াং চ্যাংকে শোনা গিয়েছে 'টাকা'র চরিত্রে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.