হায়দরাবাদ, 5 মার্চ: যেখানে গ্ল্যামার রয়েছে সেখানে কন্ট্রোভার্সি থাকবে না, তা কী করে হয় ! অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনিতে দক্ষিণী তারকা রাম চরণকে অপমান করেছেন শাহরুখ খান ৷ এমনই বিস্ফোরক মন্তব্য উপাসনার মেক-আপ আর্টিস্ট জেবা হাসানের ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো সামনে আসতেই ক্ষোভে ফুঁসছে নেটিজেনরা ৷
জেবা বলেন, "ভেন্ড ইডলি ভড়া রামচরণ কোথায় তুমি? যেভাবে শাহরুখ খান রামচরণকে মঞ্চে ডেকেছেন, তাতে দুঃখ পেয়েছি ৷ এরপরেই আমি অনুষ্ঠান ছেড়ে চলে এসেছি ৷ অসম্মানজনক মন্তব্য রামচরণের মতো অভিনেতার প্রতি ৷" যদিও এই পোস্ট তিনি ডিলিট করে দেন ৷ তার পরিবর্তে তিনি এই বিষয়ে দীর্ঘ একটি পোস্ট করেন ৷
সোশাল মিডিয়ায় লেখেন, "এটা সত্যিই দুঃখজনক দক্ষিণ ভারতীয় তারকাদের সেই সম্মান দেওয়া হয় না যেটা আমাদের প্রাপ্য ৷ এটা অবাক করার মতো বিষয় যে, প্রত্যেকে দিল্লি ও মুম্বইয়ের শিল্পীদের যে পারিশ্রমিক দেন তার থেকে দক্ষিণ ভারতীয় তারকাদের কম পারিশ্রমিক দিতে চান ৷ তবে আমি কৃতজ্ঞ দক্ষিণ ভারতীয় কমিউনিটি আমাকে সেই সুযোগ দিয়েছে নিজের কেরিয়ার আরও সুন্দরভাবে তৈরি করার জন্য ৷" এরপর তিনি অভিযোগ করে জানান, মুম্বই বা দিল্লির যে সকল মেক-আপ আর্টিস্ট রয়েছেন তাঁরা হায়দরাবাদ থেকে যাওয়া আর্টিস্টদের কাজ পেতে দিচ্ছেন না ৷
এরপরেই সোশাল মিডিয়ায় রামচরণ অনুরাগীরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন ৷ এক অনুরাগী বলেন, "রামচরণকে ইডলি মন্তব্য করে শাহরুখ খান বর্ণ বিদ্বেষকে প্রকাশ্যে এনেছেন ৷ অথচ দক্ষিণ ভারতের এই তারকা কেরিয়ারের বিগেস্ট হিট ছবি উপহার দিয়েছেন ৷" আর এক অনুরাগী লেখেন, "যখন শাহরুখ খানের মতো অভিনেতার মধ্যে ইগো কাজ করে তখন এমনটাই হয় ৷ তাঁর বেশিরভাগ ছবি অনুরাগীদের জন্য হিট হয়েছে ৷ তবে সেই অনুরাগীদের মধ্যে আমি পড়ি না ৷"
পুরো ঘটনাটি ঘটেছে অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিন ৷ সেদিন ছিল মিউজিক্যাল ইভেন্ট ৷ যেখানে বলিউড তারকাদের দেখা যায় মঞ্চে নাচে-গানে মাতিয়ে রাখতে অতিথিদের ৷ সেখানেই বলিউডের তিন খান শাহরুখ, সলমন ও আমিরকে দেখা যায় 'নাতু নাতু' গানে পা মেলাতে ৷ এরপরেই শাহরুখ খান মঞ্চে ডাকেন আসলে এই গানে যিনি পারফর্ম করেছেন সেই রাম চরণকে ৷
'আরআরআর' ছবির অস্কারজয়ী গান 'নাতু নাতু' গানে দেখা গিয়েছে রামচরণ ও জুনিয়র এনটিআরকে ৷ সেই গানে পা মেলানোর জন্য রামচরণকে মঞ্চে ডাকেন কিং খান ৷ তিনি বলেন, "রামচরণ তুমি কোথায়?" এরপরই এসআরকে তেলুগু ভাষায় বলতে শুরু করেন, যার মধ্যে 'ইডলি' শব্দটি অন্তর্ভুক্ত ছিল ৷ নেট দুনিয়ায় এসআরকের এই মন্তব্যকে অনেকেই 'বর্ণবাদী' বলে অভিযোগ করেছেন ৷ এরপরেই সোশাল মিডিয়ায় সোচ্চার হন মেক-আপ আর্টিস্ট জেবা হাসান ৷
আরও পড়ুন:
1. 'এক পল কা জিনা' থেকে 'ফির লে আয়া দিল'; অরিজিৎ-লাকি আলির সুরে মাতল জামনগর
2. অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং মিলিয়ে দিল খান ত্রয়ীকে, অস্কারজয়ী গানে পা মেলালেন শাহরুখ-সলমন-আমির
3. জামনগর জমজমাট! রণবীরের সঙ্গে 'গল্লা গোরিয়া'য় পা মেলালেন 'মম টু বি' দীপিকা, দেখুন ভিডিয়ো