ETV Bharat / entertainment

ঢিনচ্যাক পূজার গানের সঙ্গে তুলনায় সলমনের রোম্যান্টিক ট্র্যাক, এ কী করলেন ভাইজান? - Salman Khan song You Are Mine - SALMAN KHAN SONG YOU ARE MINE

Salman Khan New Song with his Nephew: প্রেমে পড়েছেন সলমন খান? গানে গানে কাকে বললেন 'তুমি আমার'? বৃহস্পতিবার ভাইজানের রোমান্টিক ট্র্যাক আসার পরেই নেটপাড়ায় প্রশ্ন নেটিজেনদের ৷ অনেকে আবার প্রশ্ন করছেন এমন গান কেন গাইলেন ভাইজান ৷ গানের তুলনা করা হল ঢিনচ্যাক পূজার গানের সঙ্গেও ৷

Salman Khan New Song with his Nephew
সলমন খানের নতুন গান আসতেই ট্রোলড (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 29, 2024, 7:48 PM IST

Updated : Aug 29, 2024, 9:27 PM IST

হায়দরাবাদ, 29 অগস্ট: 'ম্যায় হু হিরো তেরা...' গান গেয়ে সঙ্গীত দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন সলমন খান ৷ এবার তাঁর গলায় শোনা গেল আরও এক রোমান্টিক গান ৷ তবে এবার তিনি আর একা নন, সঙ্গী হিসাবে পেলেন বোনপো অগ্নিকে ৷ 'ইউ আর মাইন' মুক্তির পরেই ভাইরাল নেটপাড়ায় ৷ গানে ব়্যাপার হিসাবে নিজের প্রতিভা সামনে আনলেন অয়ন অগ্নিহোত্রী ৷

অয়ন অতুল-আলভিরা অগ্নিহোত্রীর ছেলে ৷ মিউজিক ভিডিয়োতে গান গাওয়ার পাশাপাশি লিরিক্স লেখাতেও সহযোগিতা করেছেন সলমন ৷ গানের কথা লিখেছেন সঞ্জীব চতুর্বেদী ৷ মিউজিক ভিডিয়োর শুরুতে দেখা যায়, অয়ন, সলমন খানকে নতুন গান নিয়ে উৎসাহ দিচ্ছেন ৷ যেখানে তিনিও মামার সঙ্গে কাজ করবেন ৷ সলমন উত্তরে জানান একদিন সেটা নিশ্চই হবে ৷ প্রত্যুত্তরে অগ্নি জবাব দেন, 'একদিন আজ নয় কেন ?' এরপরেই শুরু হয় ভাইজানের গান ৷ ইতিমধ্যেই সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়া, অভিনেত্রী স্নেহা উল্লাল প্রতিক্রিয়া জানিয়েছেন কমেন্ট বক্সে ৷

নেটপাড়ায় এই গান আসার পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ কেউ এই গানের যেমন সুনাম করেছেন আবার কেউ গানটা একদম ভালো হয়নি তা স্পষ্ট জানিয়েছেন ৷ এক নেটিজেন লিখেছেন, "ভাই কাকে উদ্দেশ্য করে এই গান গেয়েছেন?" কেউ লিখেছেন, "মনে মনে প্রেমে পড়েছেন ভাইজান ৷" আবার এক নেটিজেনের বক্তব্য, "এ কী বানিয়েছেন! ভীষণ খারাপ ৷" আবার এক নেটিজেন লিখেছেন, "ভাই ঢিনচ্যাক পূজার সঙ্গে থাকা বন্ধ করুন ৷"

কাজের দিকে নজর দিলে দেখা যায়, 2025 সালের ঈদে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'সিকন্দর' ৷ প্রযোজনা করছে সাজিদ নাদিয়াদওয়ালা ৷ পরিচালনা করছেন এআর মুরুগাদোস ৷ সলমন খানের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে ৷

হায়দরাবাদ, 29 অগস্ট: 'ম্যায় হু হিরো তেরা...' গান গেয়ে সঙ্গীত দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন সলমন খান ৷ এবার তাঁর গলায় শোনা গেল আরও এক রোমান্টিক গান ৷ তবে এবার তিনি আর একা নন, সঙ্গী হিসাবে পেলেন বোনপো অগ্নিকে ৷ 'ইউ আর মাইন' মুক্তির পরেই ভাইরাল নেটপাড়ায় ৷ গানে ব়্যাপার হিসাবে নিজের প্রতিভা সামনে আনলেন অয়ন অগ্নিহোত্রী ৷

অয়ন অতুল-আলভিরা অগ্নিহোত্রীর ছেলে ৷ মিউজিক ভিডিয়োতে গান গাওয়ার পাশাপাশি লিরিক্স লেখাতেও সহযোগিতা করেছেন সলমন ৷ গানের কথা লিখেছেন সঞ্জীব চতুর্বেদী ৷ মিউজিক ভিডিয়োর শুরুতে দেখা যায়, অয়ন, সলমন খানকে নতুন গান নিয়ে উৎসাহ দিচ্ছেন ৷ যেখানে তিনিও মামার সঙ্গে কাজ করবেন ৷ সলমন উত্তরে জানান একদিন সেটা নিশ্চই হবে ৷ প্রত্যুত্তরে অগ্নি জবাব দেন, 'একদিন আজ নয় কেন ?' এরপরেই শুরু হয় ভাইজানের গান ৷ ইতিমধ্যেই সঙ্গীত শিল্পী হিমেশ রেশমিয়া, অভিনেত্রী স্নেহা উল্লাল প্রতিক্রিয়া জানিয়েছেন কমেন্ট বক্সে ৷

নেটপাড়ায় এই গান আসার পর নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ৷ কেউ এই গানের যেমন সুনাম করেছেন আবার কেউ গানটা একদম ভালো হয়নি তা স্পষ্ট জানিয়েছেন ৷ এক নেটিজেন লিখেছেন, "ভাই কাকে উদ্দেশ্য করে এই গান গেয়েছেন?" কেউ লিখেছেন, "মনে মনে প্রেমে পড়েছেন ভাইজান ৷" আবার এক নেটিজেনের বক্তব্য, "এ কী বানিয়েছেন! ভীষণ খারাপ ৷" আবার এক নেটিজেন লিখেছেন, "ভাই ঢিনচ্যাক পূজার সঙ্গে থাকা বন্ধ করুন ৷"

কাজের দিকে নজর দিলে দেখা যায়, 2025 সালের ঈদে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ছবি 'সিকন্দর' ৷ প্রযোজনা করছে সাজিদ নাদিয়াদওয়ালা ৷ পরিচালনা করছেন এআর মুরুগাদোস ৷ সলমন খানের বিপরীতে দেখা যাবে রশ্মিকা মন্দানাকে ৷

Last Updated : Aug 29, 2024, 9:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.