ETV Bharat / entertainment

KIFF 2024: শিশির মঞ্চে সব্যসাচী চৌধুরীর 'নিষ্পত্তি', আর কোথায় কোন সিনেমা? - KIFF 2024

সোমবার সন্ধে সাড়ে 6টায় শিশির মঞ্চে দেখানো হবে সব্যসাচী চৌধুরী পরিচালিত শর্ট ফিল্ম 'নিষ্পত্তি'। আর কোথায়, কোন সিনেমা দেখানো হবে দেখে নিন একনজরে ৷

Etv Bharat
শিশির মঞ্চে সব্যসাচী চৌধুরীর 'নিষ্পত্তি' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Dec 9, 2024, 12:07 PM IST

কলকাতা, 9 ডিসেম্বর: জমজমাট সিনেমার আসর ৷ প্রতিদিনই সিনেপ্রেমীদের আড্ডা ও ভালো ভালো সিনেমা দেখার নেশায় জমে উঠেছে নন্দন-সহ কিফের জন্য নির্বাচিত বিশেষ কিছু প্রেক্ষাগৃহ ৷ সোমবার সন্ধে সাড়ে 6টায় শিশির মঞ্চে দেখানো হবে সব্যসাচী চৌধুরী পরিচালিত শর্ট ফিল্ম 'নিষ্পত্তি'।

'কম্পিটিশন অন ইন্ডিয়ান শর্ট ফিল্ম' বিভাগে রয়েছে এই ছবি। স্বরচিত গল্প এবং পরিচালিত শর্টফিল্ম 'নিষ্পত্তি' নিয়ে এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব্যসাচী চৌধুরী। তিন বন্ধুকে সঙ্গী করেই 19 মিনিটের এই ছবি বানিয়েছেন সব্যসাচী। বন্ধু তালিকায় রয়েছেন পায়েল দে, সোমিশুভ্র গঙ্গোপাধ্যায়, সৌম্য মুখোপাধ্যায়। উল্লেখ্য, 'ন্যাড়া ছাদের গপ্পো' বলে একটি চ্যানেল আছে সব্যসাচীদের। সেখানে মূলত অডিও গল্প শোনাতেন তাঁরা। সেখান থেকেই মনে হয় ভিজ্যুয়াল কিছু বানাবেন। সেই মনে হওয়া থেকেই 'নিষ্পত্তি'।

গল্প এগিয়েছে সত্যপ্রকাশকে কেন্দ্রে রেখে। সত্যপ্রকাশ দাম্ভিক মানুষ। আর ঠিক সেই কারণেই তার পারিবারিক জীবন নয়ছয় হয়েছে। তবে সে যখন মৃত্যু পথযাত্রী, তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। তার কাছের এক বন্ধু তাকে এক মিনিট উপহার দেওয়ার কথা জানায়। এবার সেই সময়ের মধ্যে আত্মদম্ভ সরিয়ে সারা জীবনের ঘটে যাওয়া কোন দিকটির পরিবর্তন সে ঘটাতে চাইবে, সেটাই দেখাবে এই স্বল্প সময়ের ছবি 'নিষ্পত্তি'। ছবিতে অভিনয় করেছেন সুমন্ত মুখোপাধ্যায়, পায়েল দে প্রমুখ।

এবার এক নজরে দেখে নেওয়া যাক আজ কোথায় কোন সিনেমা দেখার সুযোগ রয়েছে ৷

নন্দন 1
দুপুর 2 টো- ইউকিকো
বিকেল সাড়ে 4টে- পার্থেনোপ
সন্ধে 7 টা- দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো

নন্দন 2
দুপুর 1:30টা - হারমোনি
বিকেল 4টে- ফ্যান্টোসমিয়া

নন্দন 3
দুপুর 2টো- সামথিং লাইক
বিকেল 5টা- হৃদয়পুর

শিশির মঞ্চ
সন্ধে 6:30টা- নিষ্পত্তি

রবীন্দ্র সদন
দুপুর 1:30টা- ভানু
বিকেল 4টে- সাবিত্রী ছায়া লেকি
সন্ধে সাড়ে 6টা- দিনভোর আশ্চর্য জীবন

নজরুল তীর্থ
দুপুর 1:30টা- নোটারি অফ সোলস
বিকেল 4টে- ফর নাইট উইল কাম
সন্ধে সাড়ে 6টা- সাসপেন্ডেড টাইম

নিউ এম্পায়ার
দুপুর 1:30টা- ব্লিক সানডে আফটারনুনস

রাধা স্টুডিও
দুপুর 1:30টা- লহরি
বিকেল 4টে- ন মাস ন দিন এবং অন্তহীন
সন্ধে সাড়ে 6টা- দেবদাসু

রবীন্দ্র ওকাকুরা ভবন

দুপুর 1:30টা- জগন
বিকেল 4টে- নুক্কর নাটক
সন্ধে 6:30টা- থ্রু রকস অ্যান্ড ক্লাউডস

নজরুল তীর্থ 2
দুপুর 2টো- ডিপ রাইজিং
বিকেল 5টা- এই রাত তোমার আমার

কলকাতা, 9 ডিসেম্বর: জমজমাট সিনেমার আসর ৷ প্রতিদিনই সিনেপ্রেমীদের আড্ডা ও ভালো ভালো সিনেমা দেখার নেশায় জমে উঠেছে নন্দন-সহ কিফের জন্য নির্বাচিত বিশেষ কিছু প্রেক্ষাগৃহ ৷ সোমবার সন্ধে সাড়ে 6টায় শিশির মঞ্চে দেখানো হবে সব্যসাচী চৌধুরী পরিচালিত শর্ট ফিল্ম 'নিষ্পত্তি'।

'কম্পিটিশন অন ইন্ডিয়ান শর্ট ফিল্ম' বিভাগে রয়েছে এই ছবি। স্বরচিত গল্প এবং পরিচালিত শর্টফিল্ম 'নিষ্পত্তি' নিয়ে এবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিদ্বন্দ্বিতা করবেন সব্যসাচী চৌধুরী। তিন বন্ধুকে সঙ্গী করেই 19 মিনিটের এই ছবি বানিয়েছেন সব্যসাচী। বন্ধু তালিকায় রয়েছেন পায়েল দে, সোমিশুভ্র গঙ্গোপাধ্যায়, সৌম্য মুখোপাধ্যায়। উল্লেখ্য, 'ন্যাড়া ছাদের গপ্পো' বলে একটি চ্যানেল আছে সব্যসাচীদের। সেখানে মূলত অডিও গল্প শোনাতেন তাঁরা। সেখান থেকেই মনে হয় ভিজ্যুয়াল কিছু বানাবেন। সেই মনে হওয়া থেকেই 'নিষ্পত্তি'।

গল্প এগিয়েছে সত্যপ্রকাশকে কেন্দ্রে রেখে। সত্যপ্রকাশ দাম্ভিক মানুষ। আর ঠিক সেই কারণেই তার পারিবারিক জীবন নয়ছয় হয়েছে। তবে সে যখন মৃত্যু পথযাত্রী, তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। তার কাছের এক বন্ধু তাকে এক মিনিট উপহার দেওয়ার কথা জানায়। এবার সেই সময়ের মধ্যে আত্মদম্ভ সরিয়ে সারা জীবনের ঘটে যাওয়া কোন দিকটির পরিবর্তন সে ঘটাতে চাইবে, সেটাই দেখাবে এই স্বল্প সময়ের ছবি 'নিষ্পত্তি'। ছবিতে অভিনয় করেছেন সুমন্ত মুখোপাধ্যায়, পায়েল দে প্রমুখ।

এবার এক নজরে দেখে নেওয়া যাক আজ কোথায় কোন সিনেমা দেখার সুযোগ রয়েছে ৷

নন্দন 1
দুপুর 2 টো- ইউকিকো
বিকেল সাড়ে 4টে- পার্থেনোপ
সন্ধে 7 টা- দ্য কাউন্ট অফ মন্টে ক্রিস্টো

নন্দন 2
দুপুর 1:30টা - হারমোনি
বিকেল 4টে- ফ্যান্টোসমিয়া

নন্দন 3
দুপুর 2টো- সামথিং লাইক
বিকেল 5টা- হৃদয়পুর

শিশির মঞ্চ
সন্ধে 6:30টা- নিষ্পত্তি

রবীন্দ্র সদন
দুপুর 1:30টা- ভানু
বিকেল 4টে- সাবিত্রী ছায়া লেকি
সন্ধে সাড়ে 6টা- দিনভোর আশ্চর্য জীবন

নজরুল তীর্থ
দুপুর 1:30টা- নোটারি অফ সোলস
বিকেল 4টে- ফর নাইট উইল কাম
সন্ধে সাড়ে 6টা- সাসপেন্ডেড টাইম

নিউ এম্পায়ার
দুপুর 1:30টা- ব্লিক সানডে আফটারনুনস

রাধা স্টুডিও
দুপুর 1:30টা- লহরি
বিকেল 4টে- ন মাস ন দিন এবং অন্তহীন
সন্ধে সাড়ে 6টা- দেবদাসু

রবীন্দ্র ওকাকুরা ভবন

দুপুর 1:30টা- জগন
বিকেল 4টে- নুক্কর নাটক
সন্ধে 6:30টা- থ্রু রকস অ্যান্ড ক্লাউডস

নজরুল তীর্থ 2
দুপুর 2টো- ডিপ রাইজিং
বিকেল 5টা- এই রাত তোমার আমার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.