ETV Bharat / entertainment

'নারীকে চক্রান্ত করে খুন..' প্রতিবাদের অন্য রূপ দেখাল 'চন্দা বেড়নি' - Ranga Karmee Theatre Group

author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 10, 2024, 3:21 PM IST

Chanda Berni Theatre Show: আরজি কর ঘটনার পর নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মুখর গোটা বাংলা ৷ তেমন এক নারীর গল্প এবার মঞ্চস্থ হল আকাদেমি অফ ফাইন আর্টসে ৷ মঞ্চস্থ হল 'রঙ্গকর্মী'র নতুন নাটক 'চন্দা বেড়নি'।

Chanda Berni Theatre Show
প্রতিবাদের অন্য রূপ দেখাল 'চন্দা বেড়নি' (PR Handout)

কলকাতা, 10 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ড নিয়ে বিগত একমাস ধরে তোলপাড় রাজ্য ৷ তেমনই এক সময়ে নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মঞ্চস্থ হল 'রঙ্গকর্মী'র নতুন নাটক 'চন্দা বেড়নি'। নাটক শুরুর আগে ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় নির্যাতিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত দর্শকমণ্ডলী এবং নাটকের কলাকুশলীরা। সোমবার আকাদেমি অফ ফাইন আর্টসে দর্শক ছিল চোখে পড়ার মতো।

এই মুহূর্তে অনেক অনুষ্ঠান বাতিল হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। কিন্তু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব স্বর্গীয় ঊষা গঙ্গোপাধ্যায়ের ভালোবাসায় গড়া দল বিশ্বাস করে 'শো মাস্ট গো অন'- এই নীতিতে। তাঁদের মতে নাটক মঞ্চস্থ হোক। আর প্রতিবাদ হোক কাজের মধ্যে দিয়ে, শো বন্ধ করে নয়। নতুন নাটক 'চন্দা বেড়নি'র পরিচালক অনিরুদ্ধ সরকার বলেন, "শো বন্ধ করে দিলে কত মানুষের রুটি রুজির প্রসঙ্গ উঠে আসে। শো হলে, হলের বাইরে দাঁড়িয়ে যে লোকটা চা বিক্রি করে তার দুটো পয়সা রোজগার হয়। তাই কোনও ভাবেই সেই শো বন্ধ করার পক্ষে আমরা নই।"

অনিরুদ্ধ সরকার পরিচালিত 'চন্দা বেড়নি' এক নারীকে চক্রান্ত করে খুন করার গল্প। বুন্দেলখন্ডের প্রেক্ষাপটে তৈরি এই নাটক যেমন প্রশ্ন রেখে যায় এক নারীর প্রতি অন্যায়ের, আজকের তিলোত্তমার জন্য হওয়া প্রতিবাদ কোথাও যেন মিলে যায় তার সঙ্গে। সময় যেন মিলিয়ে দিয়েছে গল্পের চন্দার সঙ্গে, বাস্তবের নির্যাতিতাকে।

'চন্দা বেড়নি' বুন্দেলখন্ডের বেড়নি উপজাতির এক গণিকার গল্প। নাচ, গান এবং রাজা রাজরাদের নানারূপ আমোদ-প্রমোদ দিয়ে খুশি রাখা তাঁদের পেশা। চন্দা এই গল্পের মূল চরিত্র। তাঁর জীবনে প্রেম এবং শেষে করুণ পরিণতি এক নারীর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলে। অলখ নন্দন রচিত, নাটকটি দর্শকদের বুন্দেলখন্ডের প্রাণবন্ত সংস্কৃতির স্বাদ পরিবেশন করে। বেড়নি উপজাতির জীবনের কথা বলে, যেখানে মহিলারা প্রাথমিক উপার্জনকারী। আখ্যানটি চন্দাকে কেন্দ্র করে, একজন গণিকার যে রাজকীয় এবং সাধারণ উভয়কেই তাঁর আকর্ষণে মোহিত করে রাখেন। গল্পটি মোড় নেয় যখন একটি ব্রাহ্মণ ছেলে গভীরভাবে এবং নিঃস্বার্থভাবে চন্দার প্রেমে পড়েন।

'চটিচাটা ছিলাম- আছি- থাকব'! কবীর সুমনের পোস্টে 'খোলা চিঠি' শহরের অনিন্দ্যর

'রঙ্গকর্মী'র প্রযোজনা এই গল্পটিকে রহস্যবাদ এবং বাস্তববাদের সংমিশ্রণে জীবন্ত করে তোলে, ধর্মীয় ও সামাজিক বাধার উপর প্রেমের বিজয় প্রদর্শন করে। নাটকে মুখ্য ভূমিকায় রঞ্জিনী ঘোষ ( চন্দা ), অঙ্কিত শর্মা ( লক্ষণ ), ওম তিওয়ারি ( সাধু ), অনিন্দিতা পতি ( মুন্নি ), মনসিজ বিশ্বাস ( রাজা ), শীর্ষেন্দু মাইতি পাল ( মন্ত্রী), গৌরব সিনহা ( কুটনা ), অভিষেক পান্ডে ( রাজ পুরোহিত), মেঘা গুহ রায় ( কাকী), সুভাষ বিশ্বাস ( সুখিয়া মুচি ) এবং মৃদঙ্গ বাদকের ভূমিকায় শুভম। নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন ডা: মিতা সরকার, অনিরুদ্ধ সরকার, শুভম। নাটকের পরের শো হবে আগামী 15 সেপ্টেম্বর, গিরীশ মঞ্চে।

কলকাতা, 10 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ড নিয়ে বিগত একমাস ধরে তোলপাড় রাজ্য ৷ তেমনই এক সময়ে নারীর প্রতি অন্যায়ের প্রতিবাদে মঞ্চস্থ হল 'রঙ্গকর্মী'র নতুন নাটক 'চন্দা বেড়নি'। নাটক শুরুর আগে ডাক্তারি পড়ুয়ার খুনের ঘটনায় নির্যাতিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত দর্শকমণ্ডলী এবং নাটকের কলাকুশলীরা। সোমবার আকাদেমি অফ ফাইন আর্টসে দর্শক ছিল চোখে পড়ার মতো।

এই মুহূর্তে অনেক অনুষ্ঠান বাতিল হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে। কিন্তু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব স্বর্গীয় ঊষা গঙ্গোপাধ্যায়ের ভালোবাসায় গড়া দল বিশ্বাস করে 'শো মাস্ট গো অন'- এই নীতিতে। তাঁদের মতে নাটক মঞ্চস্থ হোক। আর প্রতিবাদ হোক কাজের মধ্যে দিয়ে, শো বন্ধ করে নয়। নতুন নাটক 'চন্দা বেড়নি'র পরিচালক অনিরুদ্ধ সরকার বলেন, "শো বন্ধ করে দিলে কত মানুষের রুটি রুজির প্রসঙ্গ উঠে আসে। শো হলে, হলের বাইরে দাঁড়িয়ে যে লোকটা চা বিক্রি করে তার দুটো পয়সা রোজগার হয়। তাই কোনও ভাবেই সেই শো বন্ধ করার পক্ষে আমরা নই।"

অনিরুদ্ধ সরকার পরিচালিত 'চন্দা বেড়নি' এক নারীকে চক্রান্ত করে খুন করার গল্প। বুন্দেলখন্ডের প্রেক্ষাপটে তৈরি এই নাটক যেমন প্রশ্ন রেখে যায় এক নারীর প্রতি অন্যায়ের, আজকের তিলোত্তমার জন্য হওয়া প্রতিবাদ কোথাও যেন মিলে যায় তার সঙ্গে। সময় যেন মিলিয়ে দিয়েছে গল্পের চন্দার সঙ্গে, বাস্তবের নির্যাতিতাকে।

'চন্দা বেড়নি' বুন্দেলখন্ডের বেড়নি উপজাতির এক গণিকার গল্প। নাচ, গান এবং রাজা রাজরাদের নানারূপ আমোদ-প্রমোদ দিয়ে খুশি রাখা তাঁদের পেশা। চন্দা এই গল্পের মূল চরিত্র। তাঁর জীবনে প্রেম এবং শেষে করুণ পরিণতি এক নারীর সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের কথা বলে। অলখ নন্দন রচিত, নাটকটি দর্শকদের বুন্দেলখন্ডের প্রাণবন্ত সংস্কৃতির স্বাদ পরিবেশন করে। বেড়নি উপজাতির জীবনের কথা বলে, যেখানে মহিলারা প্রাথমিক উপার্জনকারী। আখ্যানটি চন্দাকে কেন্দ্র করে, একজন গণিকার যে রাজকীয় এবং সাধারণ উভয়কেই তাঁর আকর্ষণে মোহিত করে রাখেন। গল্পটি মোড় নেয় যখন একটি ব্রাহ্মণ ছেলে গভীরভাবে এবং নিঃস্বার্থভাবে চন্দার প্রেমে পড়েন।

'চটিচাটা ছিলাম- আছি- থাকব'! কবীর সুমনের পোস্টে 'খোলা চিঠি' শহরের অনিন্দ্যর

'রঙ্গকর্মী'র প্রযোজনা এই গল্পটিকে রহস্যবাদ এবং বাস্তববাদের সংমিশ্রণে জীবন্ত করে তোলে, ধর্মীয় ও সামাজিক বাধার উপর প্রেমের বিজয় প্রদর্শন করে। নাটকে মুখ্য ভূমিকায় রঞ্জিনী ঘোষ ( চন্দা ), অঙ্কিত শর্মা ( লক্ষণ ), ওম তিওয়ারি ( সাধু ), অনিন্দিতা পতি ( মুন্নি ), মনসিজ বিশ্বাস ( রাজা ), শীর্ষেন্দু মাইতি পাল ( মন্ত্রী), গৌরব সিনহা ( কুটনা ), অভিষেক পান্ডে ( রাজ পুরোহিত), মেঘা গুহ রায় ( কাকী), সুভাষ বিশ্বাস ( সুখিয়া মুচি ) এবং মৃদঙ্গ বাদকের ভূমিকায় শুভম। নাটকের সঙ্গীত পরিচালনা করেছেন ডা: মিতা সরকার, অনিরুদ্ধ সরকার, শুভম। নাটকের পরের শো হবে আগামী 15 সেপ্টেম্বর, গিরীশ মঞ্চে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.