মুম্বই, 28 জুলাই: সোশাল মিডিয়ার কোনও রকম হ্যান্ডেলে নেই অভিনেতা রণবীর কাপুর ৷ অথচ সেই সোশাল মিডিয়াতেই বারবার সমালোচনার শিকার হন তিনি ৷ এমনকী, ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা মুখ খোলেন না ঋষি পুত্র ৷ তবে এবার এক পডকাস্টে 'অ্যানিম্যাল' অভিনেতা এমন কিছু সত্যি প্রকাশ্যে আনলেন যা নিয়ে নিন্দার ঝড় নেটপাড়ায় ৷
ইউটিউবে পডকাস্টার নিখিল কামাথের সঙ্গে রণবীর কাপুরের সাক্ষাৎকারের ভিডিয়ো সামনে আসে ৷ সেখানো খোলামেলা আলোচনায় অংশ নেন অভিনেতা ৷ সেখানে তিনি কথা বলেন স্ত্রী আলিয়া ভাট, মেয়ে রাহা, বাবা প্রয়াত ঋষি কাপুর-সহ আরও নানান বিষয় নিয়ে ৷ তারমধ্যে বিয়ে নিয়েও কথা বলেন রণবীর ৷ যেখানে তিনি জানান, বিয়ের পর স্বামী-স্ত্রীর নিজের ব্যক্তিত্বে বদল আনা উচিত বা পালটানো উচিত ৷ স্ত্রী আলিয়া ভাটও নাকি, বিয়ের পর বেশ কিছু অভ্যাসে পরিবর্তন এনেছেন ৷ রণবীরের এমন মন্তব্য সামনে আসতেই ধেয়ে আসেন নেটিজেনরা ৷ অভিনেতাকে লক্ষ্য করে সোশাল মিডিয়ায় আসতে থাকে তীর্যক মন্তব্য ৷
আলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে রণবীর বলেন, "যখন তুমি বিয়ের মতো সম্পর্কে জড়িয়ে পড়েছো তখন তোমাকে তোমার ব্যক্তিত্ব ছাড়তে হবে ৷ যদি আমি আমাদের কথা বলি, আলিয়াও তাঁর ব্যক্তিত্বে বদল এনেছে ৷ আমরা একে অপরের সঙ্গে অ্যাডজাস্ট করে চলি ৷ যাতে একে অন্যের সঙ্গে ভালোভাবে থাকা যায় সেই চেষ্টাই থাকে ৷ প্রত্যেক বিয়েতেই এমন হয় ৷ তোমাকে অনেক কিছু ত্যাগ করতে হয় ৷ তোমাকে অ্যাডজাস্ট করতেই হবে ৷ কারণ এটা কখনই সম্ভব নয়, দুটো মানুষ একই ছাদের তলায় থেকে নিজেরা যেমন, তেমনভাবেই ভালো থাকবে ৷"
এমন মন্তব্য সামনে আসার পরেই নেটপাড়ায় ট্রলড হন রণবীর কাপুর ৷ এক নেটিজেন লেখেন, "ব্যক্তিত্ব ছাড়া কেউ বাঁচতে পারেন না ৷ নিজের ব্যক্তিত্ব বদলে নেওয়া দুঃখের বিষয় ৷" আবার কেউ লিখেছেন, "আমি এটাই শিখলাম, একসঙ্গে থাকতে গেলে অন্যের মতো করে বাঁচতে হবে ৷ তোমার সন্তানের বাবা চান তোমার ব্যক্তিত্ব বদলে দিতে ৷ দয়া করে আলিয়া এদের থেকে দূরে থাকুন ৷" আবার এক নেটিজেন লিখেছেন, "যখন আলিয়ার জীবনে রণবীর ছিলেন না তখন তিনি আরও বাবলি ও মজাদার ছিলেন ৷ কিন্তু যেদিন থেকে রণবীর আলিয়ার জীবনে এসে তিনি পরিণত হয়ে গিয়েছেন ৷ আমার মনে হয় তুমি যেমন, তোমার পার্টনারের সেইভাবেই গ্রহণ করা উচিত ৷"
2022 সালের 14 এপ্রিল বিয়ের বন্ধনে আবদ্ধ হন আলিয়া-রণবীর ৷ খুব কাছের বন্ধু ও পরিবার-পরিজনদের সঙ্গে নিয়ে বিশেষ দিন উদযাপন করেন তাঁরা ৷ সেই বছরই 6 নভেম্বর আলিয়া-রণবীরের জীবনে আসে কন্যা সন্তান রাহা কাপুর ৷ সন্তানকে নিয়ে তারকা জুটি প্রথম সামনে আসেন 2023 সালের ক্রিসমাসের দিন ৷