হায়দরাবাদ, 19 এপ্রিল: প্রথম দফায় আম জনতার পাশাপাশি একে একে ভোট দিলেন সেলিব্রিটিরাও ৷ আজ সকাল সকাল ভোট দিয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, ধনুশ, বিজয় সেতুপতি ও কমল হাসান-সহ অন্য়ান্যরা ৷ চেন্নাইয়ে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে নাগরিক দায়িত্ব পালন করেন তারকারা ৷
শুক্রবার ভোরবেলায় চেন্নাইয়ের পোয়েস গার্ডেন ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে যান রজনীকান্ত । সকাল আটটার দিকে অভিনেতা ধনুশ আলওয়ারপেটের সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স স্কুলে ভোট দিয়ে নাগরিক দায়িত্ব পালন করেন । প্রবীণ অভিনেতা কমল হাসানকেও আজ সাতসকালে এলডামস রোডে চেন্নাই হাইস্কুলে দেখা গিয়েছে । অভিনেতা তথা মাক্কাল নিধি মাইয়ামের প্রধানকে ভোট দিতে যেতে দেখা গিয়েছে তাঁর কেন্দ্র চেন্নাইয়ের কোয়াম্বেদুতে ৷ উল্লেখ্য, 2024 সালের লোকসভা নির্বাচনে কমল হাসান প্রতিদ্বন্দ্বিতা না-করলেও এবং তাঁর দল ডিএমকে-কে সমর্থন দিচ্ছে ।
আজ বেগুনি রঙের শার্ট পরে ভোট দিতে যান বিজয় সেতুপতি । অভিনেতা ভোট দেওয়ার পর তাঁর আঙুলের কালি দেখিয়ে চিত্রসাংবাদিকদের সামনে পোজ দেন ৷ ভোটকেন্দ্রে রজনীকান্তের সঙ্গে ছিলেন তাঁর দল এবং তাঁর প্রচারকরা ৷ তিনি সকলের উদ্দেশে হাত নেড়ে ভিডিয়োগ্রাফার ও ফটোগ্রাফারদের তাঁর আঙুলের ভোটের কালি দেখিয়ে পোজ দেন ৷ সুপারস্টারের ভোট দেওয়ার ছবি ও ভিডিয়ো বর্তমানে সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং ৷ ভোট দিতে গেলে থ্যালাইভাকে ঘিরে ধরেন তাঁর ভক্তরা ৷
রজনীকান্তকে এ দিনও সাদা পোশাকে দেখা গিয়েছে । ভোট দিতে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি । গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি সবাইকে ভোটদানের আহ্বান জানিয়েছেন ৷ তিনি আরও বলেন যে, ভোট দেওয়া একটি নাগরিক বাধ্যবাধকতা এবং তিনি সবাইকে তা করার আহ্বান জানান ।
তামিলনাড়ুতে সাত দফা লোকসভা নির্বাচনের প্রথম দফা আজ শুরু হয়েছে । 4 জুন দ্রাবিড় মুনেত্র কাজগম (ডিএমকে), ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজগম (এআইএডিএমকে)-এর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফলাফল ঘোষণা করা হবে ৷
আরও পড়ুন: