হায়দরাবাদ, 13 ডিসেম্বর: রেহাই মিলল না ৷ অভিনেতা আল্লু অর্জুনকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ নামপল্লি আদালতের ৷ এরপরেই অভিনেতাকে চঞ্চলগুড়া জেলে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ ৷ আগামী 27 ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে নামপল্লি আদালত ৷
এদিন নামপল্লি আদালতে বিকেল সাড়ে চারটের সময় মামলার শুনানি শুরু হয় ৷ সন্ধ্যা হলে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ ৷ এরপরেই শুক্রবার বেলায় অভিনেতার বাড়িতে গিয়ে তাঁকে আটক করে তেলেঙ্গনা পুলিশ ৷ তারপর নিয়ে যাওয়া হয় চিক্করপল্লী পুলিশ স্টেশনে ৷ সেখান থেকে তোলা হয় নামপল্লি আদালতে ৷
অন্যদিকে, মৃত মহিলা রেবথীর স্বামী ভাস্কর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পদপিষ্টের ঘটনায় তাঁর স্ত্রীর মৃত্যুতে দোষ নেই অভিনেতা আল্লু অর্জুনের ৷ মৃতার স্বামী জানান, তাঁর স্ত্রী 'পুষ্পা 2: দ্য রুল' দেখতে চেয়েছিলেন ৷ সেই কারণে তাঁরা সন্ধ্যা প্রেক্ষাগৃহে গিয়েছিলেন ৷ এর পাশাপাশি তিনি অভিযোগ তুলে নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন ৷ পাশাপাশি, ভাস্কর আরও জানিয়েছেন, পুলিশ তদন্তের আপডেট নিয়ে কিছু জানায়নি ৷ তিনি আল্লু অর্জুনের গ্রেফতারি হওয়ার ঘটনা খবরে জানতে পেরেছেন ৷
আসলে একদিকে নামপল্লি আদালত অন্যদিকে হাইকোর্টে একই বিষয়ে মামলা দায়ের হয়েছে ৷ নামপল্লিতে পুলিশ যে অভিযোগ দায়ের করেছে সেই মামলার শুনানিতে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, হাইকোর্টে আল্লু অর্জুনের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজের মামলা দায়ের হয়েছে ৷
উল্লেখ্য, আল্লু অর্জুনকে আটক করে চিক্করপল্লী থানা থেকে নিয়ে যাওয়া হয় গান্ধি হাসপাতালে ৷ সেখানে অভিনেতার শারীরিক পরীক্ষা হয় ৷ সেকেন্দ্রাবাদ গান্ধি হাসপাতালে ডেপুটি সুপারিনটেনডেন্ট সুনিল বলেন, "আমরা অভিনেতার ব্লাড প্রেশার টেস্ট করেছি ৷ পাশাপাশি কোভিড টেস্টও করা হয়েছে ৷ প্রতিটা পরীক্ষাতেই অভিনেতার রিপোর্ট নর্মাল এসেছে ৷ পাশাপাশি ইসিজি-ও করা হয়েছে ৷ নিরাপত্তার কারণে তাঁর শারীরিক পরীক্ষা সুপারিনটেনডেন্ট অফিসে করা হয়েছে চিকিৎসকদের উপস্থিতিতে ৷"
শারীরিক পরীক্ষার পর অভিনেতাকে নিয়ে যাওয়া হয় নামপল্লি আদালতে ৷ অন্যদিকে, চঞ্চলগুড়া সংশোধনাগারে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় ৷ 2 নম্বর গেটের কাছে দুপুর 2টো থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নজরে এসেছে ৷ পাশাপাশি চঞ্চলগুড়া রোড ও ডাবিরপুরা রোডে পুলিশি গাড়ি পেট্রোলিং করছে বলে জানা গিয়েছে ৷ জানা গিয়েছে, ন্যায় সংহিতা অনুসারে পুলিশ 105 ও 118 নম্বর ধারায় অভিনেতা আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷
পাশাপাশি, 4 তারিখ সন্ধ্যা হলের পক্ষ থেকে যে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছিল সেই কাগজও সামনে এসেছে ৷ যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, অভিনেতা আল্লু অর্জুন ও পুষ্পা টিম হল পরিদর্শনে আসবেন ৷ ফলে প্রেক্ষাগৃহে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা দিতে হবে ৷ তারপরও হলে কেন নিরাপত্তা কঠোর করা হয়নি, তা নিয়ে উঠেছে প্রশ্ন ৷
ঘটনার সূত্রপাত গত বুধবার অর্থাৎ 4 তারিখ ৷ এদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা 2 ছবির প্রিমিয়ার ছিল ৷ ছবির প্রথম শো দেখার জন্য অনুরাগীদের ভিড় ছিল মারাত্মক ৷ সেই সময় দর্শকদের প্রতিক্রিয়া দেখতে প্রেক্ষাগৃহে আচমকাই পৌঁছে যান আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানা ৷ আল্লু অর্জুনকে এক ঝলক দেখতে বাঁধভাঙা উত্তেজনায় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ দেখতে দেখতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ৷ এই হুড়োহুড়ির মধ্যে ওই থিয়েটারে রেবথী নামে এক মহিলা পদপিষ্ট হন ৷ গুরুতর আহত অবস্থায় দিলসুখ নগরের বাসিন্দা রেবথীকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷