ETV Bharat / entertainment

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, কতদিন বিশ্রামের পরামর্শ পরিচালককে? - Shiboprosad Mukherjee - SHIBOPROSAD MUKHERJEE

Shiboprosad Mukherjee: হাসপাতাল থেকে বাড়িতে এলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ৷ 'বহুরূপী'র শুটিং ফ্লোরে গুরুতর চোট পেয়েছিলেন তিনি ৷ এতদিন বাইপাসের ধারে একটি হাসপাতালে ভরতি ছিলেন ৷ তবে আপাতত তাঁকে ছয় সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসক ৷

Shiboprosad Mukherjee
Shiboprosad Mukherjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 1:38 PM IST

কলকাতা, 8 এপ্রিল: বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরি শিবপ্রসাদ মুখোপাধ্যায় । আজ সকালে নিজেই এই সুখবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন তিনি । পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ লিখেছেন, "শুভ সকাল। 'বহুরূপী'র সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম । অসংখ্য ধন্যবাদ হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল স্টাফ এবং ডাক্তারদের। এ কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশা করি আপনাদের ভালোবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত শুটিং কিছুদিনের জন্য বন্ধ ৷ কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।"

গত শুক্রবার ব্যারাকপুরে তাঁর আসন্ন বাংলা ছবি 'বহুরূপী'র শুটিং করতে গিয়ে কোমরে চোট পান শিবপ্রসাদ মুখোপাধ্যায়। একটি অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা । এরপর দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি । হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন । তবে আপাতত কদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে । তাই আপাতত বন্ধ রাখা হয়েছে 'বহুরূপী'র শুটিং। শিবপ্রসাদ-জায়া জিনিয়া সেনের কাছে পরিচালকের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, "ডাক্তার ছয় সপ্তাহের বিশ্রাম বলেছেন । কিন্তু তিনি তো নেবেন চার সপ্তাহ ।"

'বহুরূপী' ছবিতে অভিনেতার ভূমিকায় পাওয়া যাবে শিবপ্রসাদকে। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । চলতি বছর মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনা ও পরিচালনায় 'আমার বস'। এই ছবিতে অভিনয় করছেন রাখী গুলজার । মুক্তির পথে তাঁদের ছবি 'দাবাড়ু'। এই ছবির পরিচালক অবশ্য পথিকৃৎ বসু ।

আরও পড়ুন:

  1. সেটে গুরুতর চোট পেয়ে হাসপাতালে শিবপ্রসাদ, কেমন আছেন ?
  2. পুজো দিয়ে সক্টলেকে শুরু শিবপ্রসাদ-নন্দিতা জুটির 'আমার বস' ছবির শুটিং
  3. প্রথম কোনও ভারতীয় ছবির প্রধান চরিত্রে ট্রান্সজেন্ডার অভিনেত্রী, চিনুন বনিতাকে

কলকাতা, 8 এপ্রিল: বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পরি শিবপ্রসাদ মুখোপাধ্যায় । আজ সকালে নিজেই এই সুখবর সোশাল মিডিয়ায় জানিয়েছেন তিনি । পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ লিখেছেন, "শুভ সকাল। 'বহুরূপী'র সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম । অসংখ্য ধন্যবাদ হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন, মেডিক্যাল স্টাফ এবং ডাক্তারদের। এ কদিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছা বার্তা। আশা করি আপনাদের ভালোবাসায় ও মঙ্গল কামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব। আপাতত শুটিং কিছুদিনের জন্য বন্ধ ৷ কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।"

গত শুক্রবার ব্যারাকপুরে তাঁর আসন্ন বাংলা ছবি 'বহুরূপী'র শুটিং করতে গিয়ে কোমরে চোট পান শিবপ্রসাদ মুখোপাধ্যায়। একটি অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই ঘটে এই দুর্ঘটনা । এরপর দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি । হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন । তবে আপাতত কদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে । তাই আপাতত বন্ধ রাখা হয়েছে 'বহুরূপী'র শুটিং। শিবপ্রসাদ-জায়া জিনিয়া সেনের কাছে পরিচালকের শারীরিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, "ডাক্তার ছয় সপ্তাহের বিশ্রাম বলেছেন । কিন্তু তিনি তো নেবেন চার সপ্তাহ ।"

'বহুরূপী' ছবিতে অভিনেতার ভূমিকায় পাওয়া যাবে শিবপ্রসাদকে। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । চলতি বছর মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনা ও পরিচালনায় 'আমার বস'। এই ছবিতে অভিনয় করছেন রাখী গুলজার । মুক্তির পথে তাঁদের ছবি 'দাবাড়ু'। এই ছবির পরিচালক অবশ্য পথিকৃৎ বসু ।

আরও পড়ুন:

  1. সেটে গুরুতর চোট পেয়ে হাসপাতালে শিবপ্রসাদ, কেমন আছেন ?
  2. পুজো দিয়ে সক্টলেকে শুরু শিবপ্রসাদ-নন্দিতা জুটির 'আমার বস' ছবির শুটিং
  3. প্রথম কোনও ভারতীয় ছবির প্রধান চরিত্রে ট্রান্সজেন্ডার অভিনেত্রী, চিনুন বনিতাকে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.