ETV Bharat / entertainment

সমুদ্রের দিকে একা এগিয়ে যাচ্ছে মেয়ে মালতি, কী করলেন প্রিয়াঙ্কা! - PRIYANKA CHOPRA INSTA POST - PRIYANKA CHOPRA INSTA POST

Priyanka Chopra with Her Daughter Malti Marie: মেয়ে মালতির সঙ্গে সুন্দর একটি রবিবার কাটালেন প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলি ভিডিয়ো আকারে সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন 'দেশি গার্লস'। দেখুন ভিডিয়ো ৷

Priyanka Chopra
মেয়ে মালতির সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 6:38 PM IST

মুম্বই, 10 জুন: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস কেবল একজন জনপ্রিয় অভিনেত্রীই নন, বরং একজন দায়িত্বশীল মাও। আপাতত তিনি অস্ট্রেলিয়ায় তাঁর আসন্ন ছবি 'দ্য ব্লাফ'-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন । তবে তিনি একা নন, মাতৃত্বের প্রত্যেকটা অধ্যায় চুটিয়ে উপভোগ করতে মেয়ে মালতি ম্যারিকেও অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়েছেন । পিগি চপস তাঁর ব্যস্ত কর্মজীবনের মধ্যে ছোট্ট রাজকুমারীর জন্য সময় ঠিকই বের করে নিচ্ছেন ৷ তারই প্রমাণ মিলল সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা গ্লোবাল আইকনের ভিডিয়ো থেকে ৷

রবিবার সমুদ্র সৈকতে বেশ খানিকটা সময় মেয়ের সঙ্গে কাটিয়েছেন প্রিয়াঙ্গা । তারই টুকরো টুকরো কোলাজ তিনি তুলে ধরেছেন ওই ভিডিয়োতে ৷ ভিডিয়ো শুরুতেই মালতিকে বালি নিয়ে খেলতে দেখা যায় । ছোট ছোট হাতে বিভিন্ন জিনিসে বালি ভরে সমুদ্রের জলে ফেলতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কার মেয়ে। এছাড়া পরক্ষণে তাকে সৈকতে দৌড়তেও দেখা যায় । একা একা দৌড়ে সমুদ্রের দিকে অগ্রসর হয় মালতি ৷ মেয়ের এই কাণ্ডকারখানা নিয়ে ভিডিয়ো করে প্রিয়াঙ্কা ৷ তবে ভিডিয়ো করলেও মালতির দিকে কড়া নজর রাখেন 'সিটাডেল' অভিনেত্রী ৷ মেয়ে সমুদ্রের দিকে এগোতেই অন্যান্য মায়েদের মতো তার জামা ধরে টেনে আনেন তিনি ৷

এই সুন্দর মুহূর্তটি শেয়ার করে দেশি গার্ল ক্যাপশনে লিখেছেন, "এরকম সুন্দর একটি রবিবার কাটাতে পেরে আমি কৃতজ্ঞ ।" প্রিয়াঙ্কা এই পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে সেলেব্রিটিদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। কমেন্ট সেকশনে বিপাশা বসু লিখেছেন, "পুতুল ।" ভূমি পেডনেকরের বোন সমীক্ষা লিখেছেন, "খুব সুন্দর ।" একইসঙ্গে সোনালি বিন্দ্রে পোস্টে ভালোবাসার বর্ষণ করেছেন ।

প্রিয়াঙ্কা চোপড়ার আসন্ন ছবি 'দ্য ব্লাফ' ৷ ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় এই সিনেমার শুটিং শুরু করেছেন তিনি ৷ এই শুটিং আগামী তিন মাস চলবে। 'দ্য ব্লাফ' ফিল্মে প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন কার্ল আরবান, ইসমায়েল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলে-গ্রিন এবং বেদান্তন নাইডু ।

মুম্বই, 10 জুন: প্রিয়াঙ্কা চোপড়া জোনাস কেবল একজন জনপ্রিয় অভিনেত্রীই নন, বরং একজন দায়িত্বশীল মাও। আপাতত তিনি অস্ট্রেলিয়ায় তাঁর আসন্ন ছবি 'দ্য ব্লাফ'-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন । তবে তিনি একা নন, মাতৃত্বের প্রত্যেকটা অধ্যায় চুটিয়ে উপভোগ করতে মেয়ে মালতি ম্যারিকেও অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়েছেন । পিগি চপস তাঁর ব্যস্ত কর্মজীবনের মধ্যে ছোট্ট রাজকুমারীর জন্য সময় ঠিকই বের করে নিচ্ছেন ৷ তারই প্রমাণ মিলল সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করা গ্লোবাল আইকনের ভিডিয়ো থেকে ৷

রবিবার সমুদ্র সৈকতে বেশ খানিকটা সময় মেয়ের সঙ্গে কাটিয়েছেন প্রিয়াঙ্গা । তারই টুকরো টুকরো কোলাজ তিনি তুলে ধরেছেন ওই ভিডিয়োতে ৷ ভিডিয়ো শুরুতেই মালতিকে বালি নিয়ে খেলতে দেখা যায় । ছোট ছোট হাতে বিভিন্ন জিনিসে বালি ভরে সমুদ্রের জলে ফেলতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কার মেয়ে। এছাড়া পরক্ষণে তাকে সৈকতে দৌড়তেও দেখা যায় । একা একা দৌড়ে সমুদ্রের দিকে অগ্রসর হয় মালতি ৷ মেয়ের এই কাণ্ডকারখানা নিয়ে ভিডিয়ো করে প্রিয়াঙ্কা ৷ তবে ভিডিয়ো করলেও মালতির দিকে কড়া নজর রাখেন 'সিটাডেল' অভিনেত্রী ৷ মেয়ে সমুদ্রের দিকে এগোতেই অন্যান্য মায়েদের মতো তার জামা ধরে টেনে আনেন তিনি ৷

এই সুন্দর মুহূর্তটি শেয়ার করে দেশি গার্ল ক্যাপশনে লিখেছেন, "এরকম সুন্দর একটি রবিবার কাটাতে পেরে আমি কৃতজ্ঞ ।" প্রিয়াঙ্কা এই পোস্ট শেয়ার করার সঙ্গে সঙ্গে সেলেব্রিটিদের প্রতিক্রিয়া আসতে শুরু করে। কমেন্ট সেকশনে বিপাশা বসু লিখেছেন, "পুতুল ।" ভূমি পেডনেকরের বোন সমীক্ষা লিখেছেন, "খুব সুন্দর ।" একইসঙ্গে সোনালি বিন্দ্রে পোস্টে ভালোবাসার বর্ষণ করেছেন ।

প্রিয়াঙ্কা চোপড়ার আসন্ন ছবি 'দ্য ব্লাফ' ৷ ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় এই সিনেমার শুটিং শুরু করেছেন তিনি ৷ এই শুটিং আগামী তিন মাস চলবে। 'দ্য ব্লাফ' ফিল্মে প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন কার্ল আরবান, ইসমায়েল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলে-গ্রিন এবং বেদান্তন নাইডু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.