ETV Bharat / entertainment

অল আইজ অন রাফা, ইজরায়েলি হামলার বিরুদ্ধে আওয়াজ ভারতীয় সেলেবিট্রিদের - Indian Celebs - INDIAN CELEBS

All Eyes On Rafah Movement: প্যালেস্তাইনের রাফায় ইজরায়েলি হামলার বিরুদ্ধে সরব হলেন ভারতীয় সেলেবিট্রিরা ৷ শিশু-সহ সাধারণ নাগরিকদের প্রাণহানিতে তীব্র নিন্দার ঝড় উঠেছে সিনেমহলে। হামলার আগে ও পরে বেশ কিছু ছবি এবং ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন ইলিয়ানা ডি'ক্রুজ থেকে আথিয়া শেট্টিরা ৷

All Eyes On Rafah Movement
প্যালেস্তাইনের পাশে ভারতীয় সেলিবেট্রিরা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 12:42 PM IST

হায়দরাবাদ, 29 মে: 'অল আইজ অন রাফা' মুভমেন্টে এবার যোগ দিলেন প্রিয়াঙ্কা চোপড়া, রশ্মিকা মন্দানা, অনুরাগ কাশ্যপ, ইলিয়ানা ডি'ক্রুজ, আথিয়া শেট্টি, কীরথি সুরেশের মতো আরও ভারতীয় সেলেব্রিটিরা ৷ সম্প্রতি দক্ষিণ গাজার রাফা শহরে হামলা চালিয়েছে ইজরায়েল ৷ এই হামলায় কমপক্ষে 45 জনের মৃত্যু হয়েছে ৷ বাস্তুচ্যুত প্যালেস্তাইনের নাগরিকদের একটি তাঁবু ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয় । যেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয় শিশুদের ।

All Eyes On Rafah Movement
প্যালেস্তাইনের সমর্থনে কীরথি সুরেশের সোশাল মিডিয়া পোস্ট (নিজস্ব ছবি)

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সোমবার এই হামলা চালানো ভুল হয়েছে বলে স্বীকার করে নেন । এরপরেই রাফায় ইজরায়েলের হামলায় শিশু মৃত্যুর ঘটনায় সরব হয় দেশ-বিদেশের সেলিব্রেটিরা ৷ হিনা খান থেকে বরুণ ধাওয়ানের মতো বেশ কিছু ভারতীয় সেলিব্রিটিও হতাহতের ঘটনায় তাদের ক্ষোভপ্রকাশ করেছেন ৷ সেই তালিকায় এবার যোগ হল প্রিয়াঙ্কা চোপড়া, রশ্মিকা মন্দানা, অনুরাগ কাশ্যপ, ইলিয়ানা ডি'ক্রুজ, আথিয়া শেঠি, কীর্তি সুরেশ ৷

All Eyes On Rafah Movement
শিশুদের কষ্টের ছবি শেয়ার ইলিয়ানা ডি'ক্রুজের (নিজস্ব ছবি)

আরও পড়ুন: প্যালেস্তাইন রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য হলে বিপদে পড়বে ইজরায়েল ?

ইউনিসেফের গ্লোবাল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রামে স্টোরিতে 'অল আইজ অন রাফা' টেমপ্লেটটি পোস্ট করেন । ইলিয়ানা ডি'ক্রুজও তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্যালেস্তাইনের সমর্থনে তিনটি স্টোরি শেয়ার করেছেন ৷ প্রথমটিতে ছিল, 'অল আইজ অন রাফা' ৷ দ্বিতীয় স্টোরিতে তিনি লেখেন, "বর্তমানে আমরা যে বিশ্বের মধ্যে বাস করছি তার পরিস্থিতি দেখে আমার হৃদয় ব্যথিত ।" তৃতীয় স্টোরিতে অভিনেত্রী, রাফা শহরের সাফের স্ট্রিপে শিশুদের কষ্টের ছবি শেয়ার করেছেন ৷ যেখানে ইজরায়েলের তরফে আক্রমণ করা হয়েছে ।

অভিনেত্রী আথিয়া শেট্টি প্যালেস্তাইনের পক্ষে ইনস্টাগ্রামে পোস্ট করেন ৷ 'অল আইজ অন রাফা' স্ট্যাটাসের সঙ্গে তিনি বোমা হামলার আগে শিশুদের একটি ভিডিয়ো শেয়ার করেছেন । সঙ্গে আথিয়া লেখেন, "পৃথিবীকে ভালো রাখতে গেলে আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে।" 'অল আইজ অন রাফা' মুভমেন্টে যোগ দিয়ে একইভাবে পোস্ট করেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ ও দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ ৷

আরও পড়ুন: রাফায় ইজরায়েলি হামলায় মৃত রাষ্ট্রসংঘের এক ভারতীয় কর্মী

হায়দরাবাদ, 29 মে: 'অল আইজ অন রাফা' মুভমেন্টে এবার যোগ দিলেন প্রিয়াঙ্কা চোপড়া, রশ্মিকা মন্দানা, অনুরাগ কাশ্যপ, ইলিয়ানা ডি'ক্রুজ, আথিয়া শেট্টি, কীরথি সুরেশের মতো আরও ভারতীয় সেলেব্রিটিরা ৷ সম্প্রতি দক্ষিণ গাজার রাফা শহরে হামলা চালিয়েছে ইজরায়েল ৷ এই হামলায় কমপক্ষে 45 জনের মৃত্যু হয়েছে ৷ বাস্তুচ্যুত প্যালেস্তাইনের নাগরিকদের একটি তাঁবু ক্যাম্পে আগুন ধরিয়ে দেওয়া হয় । যেখানে জীবন্ত পুড়িয়ে মারা হয় শিশুদের ।

All Eyes On Rafah Movement
প্যালেস্তাইনের সমর্থনে কীরথি সুরেশের সোশাল মিডিয়া পোস্ট (নিজস্ব ছবি)

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সোমবার এই হামলা চালানো ভুল হয়েছে বলে স্বীকার করে নেন । এরপরেই রাফায় ইজরায়েলের হামলায় শিশু মৃত্যুর ঘটনায় সরব হয় দেশ-বিদেশের সেলিব্রেটিরা ৷ হিনা খান থেকে বরুণ ধাওয়ানের মতো বেশ কিছু ভারতীয় সেলিব্রিটিও হতাহতের ঘটনায় তাদের ক্ষোভপ্রকাশ করেছেন ৷ সেই তালিকায় এবার যোগ হল প্রিয়াঙ্কা চোপড়া, রশ্মিকা মন্দানা, অনুরাগ কাশ্যপ, ইলিয়ানা ডি'ক্রুজ, আথিয়া শেঠি, কীর্তি সুরেশ ৷

All Eyes On Rafah Movement
শিশুদের কষ্টের ছবি শেয়ার ইলিয়ানা ডি'ক্রুজের (নিজস্ব ছবি)

আরও পড়ুন: প্যালেস্তাইন রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য হলে বিপদে পড়বে ইজরায়েল ?

ইউনিসেফের গ্লোবাল অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রামে স্টোরিতে 'অল আইজ অন রাফা' টেমপ্লেটটি পোস্ট করেন । ইলিয়ানা ডি'ক্রুজও তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্যালেস্তাইনের সমর্থনে তিনটি স্টোরি শেয়ার করেছেন ৷ প্রথমটিতে ছিল, 'অল আইজ অন রাফা' ৷ দ্বিতীয় স্টোরিতে তিনি লেখেন, "বর্তমানে আমরা যে বিশ্বের মধ্যে বাস করছি তার পরিস্থিতি দেখে আমার হৃদয় ব্যথিত ।" তৃতীয় স্টোরিতে অভিনেত্রী, রাফা শহরের সাফের স্ট্রিপে শিশুদের কষ্টের ছবি শেয়ার করেছেন ৷ যেখানে ইজরায়েলের তরফে আক্রমণ করা হয়েছে ।

অভিনেত্রী আথিয়া শেট্টি প্যালেস্তাইনের পক্ষে ইনস্টাগ্রামে পোস্ট করেন ৷ 'অল আইজ অন রাফা' স্ট্যাটাসের সঙ্গে তিনি বোমা হামলার আগে শিশুদের একটি ভিডিয়ো শেয়ার করেছেন । সঙ্গে আথিয়া লেখেন, "পৃথিবীকে ভালো রাখতে গেলে আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে।" 'অল আইজ অন রাফা' মুভমেন্টে যোগ দিয়ে একইভাবে পোস্ট করেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ ও দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ ৷

আরও পড়ুন: রাফায় ইজরায়েলি হামলায় মৃত রাষ্ট্রসংঘের এক ভারতীয় কর্মী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.