ETV Bharat / entertainment

অনন্ত-রাধিকা প্রি-ওয়েডিং সেরেমনিতে ফ্যাশনেবল বলিতারকারা, ক্লাসি-জ্যাজি মুডে দীপিকা-আলিয়া - Ambani wedding

Anant-Radhika pre-wedding bash: কাকে ছেড়ে কাকে দেখবেন? অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং সেরেমনিতে বিনোদন দুনিয়ার নক্ষত্রদের উজ্জ্বল উপস্থিতি ৷ স্টাইল স্টেটমেন্টে এদিনের সন্ধ্যা হয়ে উঠল ড্যাজলিং-হট ৷

Anant-Radhika pre-wedding bash
ক্লাসি-জ্যাজি মুডে দীপিকা-আলিয়া
author img

By ANI

Published : Mar 2, 2024, 2:58 PM IST

জামনগর, 2 মার্চ: অনন্ত অম্বানি ও রাধিকা অম্বানির চোখ ধাঁধানো প্রাক-বিবাহ অনুষ্ঠানে তারকাদের হাট ৷ বলিউডের এমন কোনও তারকা নেই, যাঁদের দেখা যায়নি এই সেরেমনিতে ৷ প্রথমদিন অর্থাৎ পয়লা মার্চ ছিল ককটেল পার্টি ৷ এদিনের অনুষ্ঠানে তারকাদের উজ্জ্বল উপস্থিতি এই মুহূর্তে চর্চায় ৷ তারকাদের পাশাপাশি নীতা অম্বানির স্টাইলিশ এন্ট্রি তাক লাগিয়েছে সকলকে ৷ ভায়োলেট কালারের ওয়ান পিস ও সঙ্গে ম্যাচিং ডায়মন্ড জুয়েলারি কেড়েছে নজর ৷ স্ত্রী-কে মুকেশ অম্বানি সঙ্গত দিয়েছেন কালো রঙের পোশাকে ৷

এদিনের অনুষ্ঠানে মুকেশ-নীতার বড় ছেলে আকাশ অম্বানির স্ত্রী শ্লোকা মেহতা বেছে নিয়েছিলেন রেড গাউন ৷ তবে যাঁদেরকে ঘিরে এই অনুষ্ঠানে সেই রাধিকা ও অনন্ত-ও ফ্যাশনের দিক থেকে নেই পিছিয়ে ৷ বিশেষ এই দিনে রাধিকা নজর কাড়েন গোলাপি অফ-শোল্ডার পোশাকে ৷ সঙ্গে ম্যাচিং হিউড-গ্লভস ৷ মর্ডান ও স্লিক সাজে রাধিকা সেরা ৷ অনন্ত অম্বানি কে দেখা গিয়েছে সাদা রঙের জামার উপরে নীল রঙের ব্লেজার ৷ জামার পকেটে হিরেখচিত ব্রুচ ৷

বিগেস্ট দেশি প্রি-ওয়েডিং-এর প্রথম দিন ছিল ককটেল পার্টি ৷ তার থিম ছিল অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড ৷ এই দিনের অন্দরমহলের একাধিক ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ শাহরুখ খানকে দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ডোয়েন ব্রাভোর সঙ্গে ৷ এদিন শাহরুখের পরনে ছিল পুরো কালো রঙের পোশাক ৷ গলায় হিরের ছোট হার ৷ অন্যদিকে রণবীর সিংকে দেখা যায় পুরো সাদা রঙের পোশাকে ৷

অন্যদিকে, নবাব পরিবারের প্রত্যেক সদস্যদের ডেজলিং লুকে মুগ্ধ নেটপাড়া ৷ করিনা এই দিন বেছে নেন মৌভি শাড়ি ৷ সঙ্গে স্লিভলেস করসেট-স্টাইল ম্যাচিং ব্লাউজ ৷ গলায় হিরের চোকার ও কানে বসা দুল ৷ কালো রঙের সুটে দেখা যায় সইফ আলি খানকে ৷ স্টার স্টাডেড ইভেন্টে অক্ষয় কুমার, অজয় দেবগণকেও দেখা যায় কালো রঙের পোশাকে ৷ অন্যদিকে, সত্যপ্রেম কী কথা অভিনেত্রী কালো ওয়ান পিসে ঝড় তুলেছেন নেটপাড়ায় ৷

স্লিভলেস ডিপ-নেক বডিকোন গাউনে হট কিয়ারা আডবানি ৷ পাশাপাশি বিশেষ দিনে আলিয়া ভাটকে দেখা যায় ব্লু-হিউড করসেট-স্টাইল অফ-শোল্ডার বডি-হাগিং গাউনে ৷ দীপিকা পাড়ুকোনকে দেখা যায় কালো রঙের পোশাকে ৷ মাথায় বাঁধেন কালো রিবন ৷ সব মিলিয়ে তারকাজ্জ্বল অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত বিনোদন জগতের কাছে হট কেকের মতো ৷

আরও পড়ুন

1. রিহানায় মজল জামনগর, ভিডিয়োয় দেখুন অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে বার্বাডিয়ান তারকার পারফরম্যান্স

2. অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে ধোনি, জাহির থেকে সাইনা, দেখুন ভিডিয়ো

3. অনন্ত-রাধিকার প্রাক্ বিয়ের অনুষ্ঠানে 'হবু মা' দীপিকাকে আগলালেন রণবীর

জামনগর, 2 মার্চ: অনন্ত অম্বানি ও রাধিকা অম্বানির চোখ ধাঁধানো প্রাক-বিবাহ অনুষ্ঠানে তারকাদের হাট ৷ বলিউডের এমন কোনও তারকা নেই, যাঁদের দেখা যায়নি এই সেরেমনিতে ৷ প্রথমদিন অর্থাৎ পয়লা মার্চ ছিল ককটেল পার্টি ৷ এদিনের অনুষ্ঠানে তারকাদের উজ্জ্বল উপস্থিতি এই মুহূর্তে চর্চায় ৷ তারকাদের পাশাপাশি নীতা অম্বানির স্টাইলিশ এন্ট্রি তাক লাগিয়েছে সকলকে ৷ ভায়োলেট কালারের ওয়ান পিস ও সঙ্গে ম্যাচিং ডায়মন্ড জুয়েলারি কেড়েছে নজর ৷ স্ত্রী-কে মুকেশ অম্বানি সঙ্গত দিয়েছেন কালো রঙের পোশাকে ৷

এদিনের অনুষ্ঠানে মুকেশ-নীতার বড় ছেলে আকাশ অম্বানির স্ত্রী শ্লোকা মেহতা বেছে নিয়েছিলেন রেড গাউন ৷ তবে যাঁদেরকে ঘিরে এই অনুষ্ঠানে সেই রাধিকা ও অনন্ত-ও ফ্যাশনের দিক থেকে নেই পিছিয়ে ৷ বিশেষ এই দিনে রাধিকা নজর কাড়েন গোলাপি অফ-শোল্ডার পোশাকে ৷ সঙ্গে ম্যাচিং হিউড-গ্লভস ৷ মর্ডান ও স্লিক সাজে রাধিকা সেরা ৷ অনন্ত অম্বানি কে দেখা গিয়েছে সাদা রঙের জামার উপরে নীল রঙের ব্লেজার ৷ জামার পকেটে হিরেখচিত ব্রুচ ৷

বিগেস্ট দেশি প্রি-ওয়েডিং-এর প্রথম দিন ছিল ককটেল পার্টি ৷ তার থিম ছিল অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড ৷ এই দিনের অন্দরমহলের একাধিক ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ শাহরুখ খানকে দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ডোয়েন ব্রাভোর সঙ্গে ৷ এদিন শাহরুখের পরনে ছিল পুরো কালো রঙের পোশাক ৷ গলায় হিরের ছোট হার ৷ অন্যদিকে রণবীর সিংকে দেখা যায় পুরো সাদা রঙের পোশাকে ৷

অন্যদিকে, নবাব পরিবারের প্রত্যেক সদস্যদের ডেজলিং লুকে মুগ্ধ নেটপাড়া ৷ করিনা এই দিন বেছে নেন মৌভি শাড়ি ৷ সঙ্গে স্লিভলেস করসেট-স্টাইল ম্যাচিং ব্লাউজ ৷ গলায় হিরের চোকার ও কানে বসা দুল ৷ কালো রঙের সুটে দেখা যায় সইফ আলি খানকে ৷ স্টার স্টাডেড ইভেন্টে অক্ষয় কুমার, অজয় দেবগণকেও দেখা যায় কালো রঙের পোশাকে ৷ অন্যদিকে, সত্যপ্রেম কী কথা অভিনেত্রী কালো ওয়ান পিসে ঝড় তুলেছেন নেটপাড়ায় ৷

স্লিভলেস ডিপ-নেক বডিকোন গাউনে হট কিয়ারা আডবানি ৷ পাশাপাশি বিশেষ দিনে আলিয়া ভাটকে দেখা যায় ব্লু-হিউড করসেট-স্টাইল অফ-শোল্ডার বডি-হাগিং গাউনে ৷ দীপিকা পাড়ুকোনকে দেখা যায় কালো রঙের পোশাকে ৷ মাথায় বাঁধেন কালো রিবন ৷ সব মিলিয়ে তারকাজ্জ্বল অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত বিনোদন জগতের কাছে হট কেকের মতো ৷

আরও পড়ুন

1. রিহানায় মজল জামনগর, ভিডিয়োয় দেখুন অম্বানি-পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে বার্বাডিয়ান তারকার পারফরম্যান্স

2. অনন্ত-রাধিকার প্রাক বিবাহ অনুষ্ঠানে ধোনি, জাহির থেকে সাইনা, দেখুন ভিডিয়ো

3. অনন্ত-রাধিকার প্রাক্ বিয়ের অনুষ্ঠানে 'হবু মা' দীপিকাকে আগলালেন রণবীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.