ETV Bharat / entertainment

ফের পিছল তারিখ, প্রভাস-দীপিকার কালকি'র মুক্তি কবে? বড় ঘোষণা নির্মাতাদের - Kalki 2898 AD Release

Sci-Fi Drama kalki 2898: ভোটের কারণে পিছিয়ে গেল প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'কালকি 2898 এডি' ছবির মুক্তির তারিখ ৷ শনিবার নতুন একটি পোস্টার সামনে এনে নতুন তারিখ জানালেন নির্মাতা সংস্থা ৷

kalki 2898
প্রভাস-দীপিকার কালকি'র মুক্তি কবে?
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 10:56 PM IST

হায়দরাবাদ, 27 এপ্রিল: ছবি ঘোষণার পর শুটিং শেষের পরবর্তী সময়, বারবার বদলেছে 'কালকি 2898 এডি' ছবি মুক্তির তারিখ ৷ সাইন্স-ফিকশন এই ছবি মে আসে নয়, পেল নতুন মুক্তির তারিখ ৷ শনিবার ছবির নতুন একটি পোস্টার সামনে এনে তারিখ জানালেন নির্মাতা সংস্থা ৷ 9 মে নয়, 27 জুন মুক্তি পেতে চলেছে 'কালকি 2898 এডি' ৷

প্রভাসের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানিকে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নাগ অশ্বিন ৷ জানা গিয়েছে, মাইথোলজিক্যাল কাহিনীর সঙ্গে কল্পবিজ্ঞানকে মেলানো হয়েছে এই ছবিতে ৷ এদিন সকালেই ঘোষণা করা হয়েছিল সন্ধ্যার দিকে প্রভাসের 'কালকি'-র নতুন কোনও খবর আসতে চলেছে ৷

এরপরেই সোশাল মিডিয়ায় 'কালকি 2898 এডি' ছবির নতুন তারিখ আনা হয় সামনে ৷ ক্যাপশনে লেখা হয়, "সকল বাহিনী একসঙ্গে আসছে নতুন ভবিষ্যৎ তৈরি করতে 27 জুন ৷" নতুন এই পোস্টারে দেখা গিয়েছে প্রভাস, অমিতা বচ্চন ও দীপিকা পাড়ুকোনকে ৷ জানা গিয়েছে, মে মাসের 13 তারিখ তেলেঙ্গনা ও অন্ধ্রপ্রদেশের লোকসভা নির্বাচনের কারণে পিছিয়েছে কালকি ছবির মুক্তির তারিখ ৷

এর আগে অমিতাভ বচ্চনের লুক প্রকাশ্য়ে আনে নির্মাতা সংস্থা ৷ মুখে-হাতে ব্যান্ডেজ বাঁধা অমিতাভের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ তারপরই আসে টিজার যেখানে গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা অর্থাৎ অমিতাভের ছবির লুক আনা হয় টিজার প্রকাশের মাধ্যমে ৷ চরিত্রের ঝলক শেয়ার করে অমিতাভ সোশাল মিডিয়ায় লেখেন, "এই ছবির কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা আগে কখনও হয়নি ৷ এই ধরনের কাজ করার জন্য অন্য ধরনের চিন্তাভাবনা রাখতে হয় ৷ আধুনিক প্রযুক্তিকে যেভাবে এই ছবিতে ব্যবহার করা হয়েছে তা অসাধারণ ৷" এর আগে শাহেনশার যে লুক সামনে আসে তা দেখে অবাক হন অনুরাগীরা ৷ এখন দেখার নতুন এই তারিখে 'কালকি 2898 এডি' মুক্তি পায় কি না?

আরও পড়ুন

1. উপস্থিত 'গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা', 'কালকি' ছবিতে অমিতাভকে দেখে চেনা দায়

2. সলমনের বাড়ির বাইরে গুলি, লরেন্সের ভাইয়ের নামে লুকআউট সার্কুলার জারি

3. 14 বছর পর জুটি বাঁধছেন অক্ষয়-প্রিয়দর্শন, আসছে ফ্যান্টাসি হরর ফিল্ম

হায়দরাবাদ, 27 এপ্রিল: ছবি ঘোষণার পর শুটিং শেষের পরবর্তী সময়, বারবার বদলেছে 'কালকি 2898 এডি' ছবি মুক্তির তারিখ ৷ সাইন্স-ফিকশন এই ছবি মে আসে নয়, পেল নতুন মুক্তির তারিখ ৷ শনিবার ছবির নতুন একটি পোস্টার সামনে এনে তারিখ জানালেন নির্মাতা সংস্থা ৷ 9 মে নয়, 27 জুন মুক্তি পেতে চলেছে 'কালকি 2898 এডি' ৷

প্রভাসের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন ও দিশা পাটানিকে ৷ ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক নাগ অশ্বিন ৷ জানা গিয়েছে, মাইথোলজিক্যাল কাহিনীর সঙ্গে কল্পবিজ্ঞানকে মেলানো হয়েছে এই ছবিতে ৷ এদিন সকালেই ঘোষণা করা হয়েছিল সন্ধ্যার দিকে প্রভাসের 'কালকি'-র নতুন কোনও খবর আসতে চলেছে ৷

এরপরেই সোশাল মিডিয়ায় 'কালকি 2898 এডি' ছবির নতুন তারিখ আনা হয় সামনে ৷ ক্যাপশনে লেখা হয়, "সকল বাহিনী একসঙ্গে আসছে নতুন ভবিষ্যৎ তৈরি করতে 27 জুন ৷" নতুন এই পোস্টারে দেখা গিয়েছে প্রভাস, অমিতা বচ্চন ও দীপিকা পাড়ুকোনকে ৷ জানা গিয়েছে, মে মাসের 13 তারিখ তেলেঙ্গনা ও অন্ধ্রপ্রদেশের লোকসভা নির্বাচনের কারণে পিছিয়েছে কালকি ছবির মুক্তির তারিখ ৷

এর আগে অমিতাভ বচ্চনের লুক প্রকাশ্য়ে আনে নির্মাতা সংস্থা ৷ মুখে-হাতে ব্যান্ডেজ বাঁধা অমিতাভের ছবি ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ তারপরই আসে টিজার যেখানে গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা অর্থাৎ অমিতাভের ছবির লুক আনা হয় টিজার প্রকাশের মাধ্যমে ৷ চরিত্রের ঝলক শেয়ার করে অমিতাভ সোশাল মিডিয়ায় লেখেন, "এই ছবির কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা আগে কখনও হয়নি ৷ এই ধরনের কাজ করার জন্য অন্য ধরনের চিন্তাভাবনা রাখতে হয় ৷ আধুনিক প্রযুক্তিকে যেভাবে এই ছবিতে ব্যবহার করা হয়েছে তা অসাধারণ ৷" এর আগে শাহেনশার যে লুক সামনে আসে তা দেখে অবাক হন অনুরাগীরা ৷ এখন দেখার নতুন এই তারিখে 'কালকি 2898 এডি' মুক্তি পায় কি না?

আরও পড়ুন

1. উপস্থিত 'গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা', 'কালকি' ছবিতে অমিতাভকে দেখে চেনা দায়

2. সলমনের বাড়ির বাইরে গুলি, লরেন্সের ভাইয়ের নামে লুকআউট সার্কুলার জারি

3. 14 বছর পর জুটি বাঁধছেন অক্ষয়-প্রিয়দর্শন, আসছে ফ্যান্টাসি হরর ফিল্ম

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.