কলকাতা, 4 জানুয়ারি: বছর শুরুতে মুক্তির অপেক্ষায় নতুন বাংলা সিনেমা ৷ 10 জানুয়ারি বড় পর্দায় আসছে 'পাটালিগঞ্জের পুতুলখেলা'। শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালিত ছবিতে জুটিতে রয়েছেন সোহম মজুমদার এবং দিতিপ্রিয়া রায়।
সামনে এসেছে ছবির ট্রেলার ৷ কমেড়ির মোড়কে এই ছবি যে বড় বার্তা দিতে এসেছে, তা ট্রেলার যাঁরা দেখে নিয়েছেন তাঁরা বুঝতেই পারবেন ৷ অভিনেত্রী দিতিপ্রিয়া ইটিভি ভারতকে বলেন, "দারুণ একটা জার্নি। এতদিন যাঁদের শো দেখেছি এখন তাঁদের সঙ্গেই কাজ। সোহম দা ভীষণ এনার্জেটিক। আমরা দুজনেই ওয়ার্কশপ করেছি। শুভঙ্কর দা আমাদের কাজের স্বাধীনতা দিয়েছেন। ফলে, কাজটা নিজেদের মতো করে করতে পেরেছি। খুব মজার একটা ছবি। তবে, মজার মোড়কে আমরা অনেক কঠিন কথা বলে দিয়েছি এই ছবিতে। "
সোহম-দিতিপ্রিয়া ছাড়াও মুখ্য চরিত্রে দেখা যাবে দীপঙ্কর দে, পরাণ বন্দ্যোপাধ্যায়, তনিমা সেন, মানসী সিনহা, রজতাভ দত্ত, সুমিত সমাদ্দার, মীরকে ৷ ট্রেলারে সোহমকে দেখা যাচ্ছে একজন পুতুল নাচিয়ের চরিত্রে। দিতিপ্রিয়া তার স্ত্রী। পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সোহমের বাবার চরিত্রে। বাবা ও ছেলের কেমিস্ট্রি এখানে দেখার মতো। আর দিতিপ্রিয়াও এখানে বেশ অন্যরকম। কখনও দারুণ প্রাণখোলা আবার কখনও ভীষণ সিরিয়াস।
প্রসঙ্গত, 2010 সালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে 'হাঁদা অ্যান্ড ভোঁদা' বানানোর এত বছর পর ফের সিনেমা বানালেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। রিয়ালিটি শো, গেম শো, অ্যাওয়ার্ড শো নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন তিনি। 'দাদাগিরি' থেকে শুরু করে 'ডান্স বাংলা ডান্স', 'বিন্দাস ডান্স', 'রান্নাঘরে রকস্টার', 'সুপার সিঙ্গার জুনিয়র', 'ডান্স ডান্স জুনিয়র'-সহ একাধিক ট্যালেন্ট হান্ট শো পরিচালনা করেছেন তিনি। বলতে গেলে, 14 বছরের বনবাস কাটিয়েই ফের ছবি বানালেন টলিপাড়ার ব্যস্ত পরিচালক শুভঙ্কর। এই মুহূর্তে 'লাখ টাকায় লক্ষ্মীলাভ'-এরও পরিচালক তিনিই ।