ETV Bharat / entertainment

ঢাকায় ভারতীয় হাইকমিশনকে সক্রিয় রেখেছেন অপরিহার্য কর্মীরা, সপরিবারে ফিরছেন বাকিরা - Indian High Commission in Dhaka

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 2:00 PM IST

Indian High Commission in Dhaka: ঢাকায় ভারতীয় হাইকমিশনকে সক্রিয় রেখেছেন অপরিহার্য কূটনীতিকরা ৷ অপরিহার্য নন, এমন কর্মীরা সপরিবারে ভারতে ফিরে আসছেন ৷ একটি সরকারি সূত্র একথা জানিয়েছে ৷

ETV BHARAT
ঢাকায় ভারতীয় হাইকমিশনকে সক্রিয় রেখেছেন অপরিহার্য কর্মীরা (ছবি: এপি)

নয়াদিল্লি, 7 অগস্ট: ঢাকায় ভারতীয় হাইকমিশনে অপরিহার্য নয় এমন কর্মীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমানে স্বেচ্ছায় ভারতে ফিরছেন ৷ বুধবার সরকারি একটি সূত্র একথা জানিয়েছে । তবে সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশের রাজধানী থেকেই কাজ করছেন বলে জানিয়েছে সূত্র ৷ সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন সক্রিয় রয়েছে ।

কয়েকদিনের মধ্যেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ দ্রুত রাজনৈতিক পালাবদলের সাক্ষী ৷ নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন ৷ বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমান তাঁকে নিয়ে দিল্লির কাছে হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে । পরে সেই বিমান ফিরে গেলেও, যাননি হাসিনা ৷ তিনি দিল্লিতেই কোনও গোপন আস্তানায় রয়েছেন বলে খবর ৷ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর গতকাল জানিয়েছেন, হাসিনাকে সাহায্য করবে দিল্লি ৷ তিনি পরবর্তীতে কী করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সময় দিয়েছে ভারত সরকার ৷

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার সংসদ ভেঙে দিয়ে নোবেল বিজয়ী মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছেন । মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব মহম্মদ জয়নাল আবেদিন বলেন, বঙ্গভবনে (রাষ্ট্রপতির সরকারি বাসভবন) তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের অন্যান্য সদস্যদের চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ৷ (পিটিআই)

নয়াদিল্লি, 7 অগস্ট: ঢাকায় ভারতীয় হাইকমিশনে অপরিহার্য নয় এমন কর্মীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমানে স্বেচ্ছায় ভারতে ফিরছেন ৷ বুধবার সরকারি একটি সূত্র একথা জানিয়েছে । তবে সেখানে কর্মরত ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশের রাজধানী থেকেই কাজ করছেন বলে জানিয়েছে সূত্র ৷ সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন সক্রিয় রয়েছে ।

কয়েকদিনের মধ্যেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ দ্রুত রাজনৈতিক পালাবদলের সাক্ষী ৷ নজিরবিহীন সরকারবিরোধী বিক্ষোভের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন ৷ বাংলাদেশের সেনাবাহিনীর বিশেষ বিমান তাঁকে নিয়ে দিল্লির কাছে হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে । পরে সেই বিমান ফিরে গেলেও, যাননি হাসিনা ৷ তিনি দিল্লিতেই কোনও গোপন আস্তানায় রয়েছেন বলে খবর ৷ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর গতকাল জানিয়েছেন, হাসিনাকে সাহায্য করবে দিল্লি ৷ তিনি পরবর্তীতে কী করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সময় দিয়েছে ভারত সরকার ৷

বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহাবুদ্দিন মঙ্গলবার সংসদ ভেঙে দিয়ে নোবেল বিজয়ী মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ করেছেন । মঙ্গলবার গভীর রাতে রাষ্ট্রপতির প্রেস সচিব মহম্মদ জয়নাল আবেদিন বলেন, বঙ্গভবনে (রাষ্ট্রপতির সরকারি বাসভবন) তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় । বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তী সরকারের অন্যান্য সদস্যদের চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব ৷ (পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.