ETV Bharat / entertainment

জীবনের শুভ সূচনা, নাগা-শোভিতার গায়ে হলুদের ছবি ভাইরাল - NAGA SOBHITA HALDI CEREMONY

শুরু হয়ে গিয়েছে নাগা চৈতন্য ও শোভিতার প্রি-ওয়েডিং সেরেমনি ৷ লাভ বার্ডের গায়ের হলুদের ছবি ভাইরাল নেটপাড়ায় ৷

Naga Chaitanya And Sobhita Dhulipala's Pre-Wedding Bliss
নাগা চৈতন্য-শোভিতা ধুলিপালা (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 29, 2024, 4:08 PM IST

হায়দরাবাদ, 29 নভেম্বর: অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালের প্রাক-বিবাহের উৎসব শুরু হয়ে গিয়েছে ৷ হায়দরাবাদে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে হলদি সেরেমনি ৷ পরিবারের ঘনিষ্ঠ মানুষজন ও কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে জীবনের বিশেষ দিনের যাত্রা শুরু করলেন দ্য় নাইট ম্যানেজার অভিনেত্রী ৷ ঐতিহ্যবাহী পোশাকে হবু বর-কনের ছবি ভাইরাল নেটপাড়ায় ৷

বিশেষ দিনে শোভিতা স্টানিং লুক দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ শোভিতাকে এদিন দেখা গিয়েছে দুবার পোশাক পরিবর্তন করে অনুষ্ঠানে সামিল হতে ৷ হলদি সেরেমনি মানেই হলুদ রঙের পোশাক পরতে হবে ৷ এমন ধারনার ধারকাছ দিয়েও যাননি শোভিতা ৷ বরং তিনি বেছে নেন টুকটুকে লাল রঙের শাড়ি ৷ ফুল-স্লিভ ব্লাউজের সঙ্গে চাঙ্কি চোকার ও মাঙ্গ টিকা ৷ দ্বিতীয়বার অভিনেত্রীকে দেখা যায় হলুদ রঙের পোশাকে ৷ সঙ্গে অবশ্যই ম্যাচিং জাঙ্ক জুয়েলারি ৷ অন্যদিকে, নাাকে দেখা যায় ঐতিহ্যবাহী কুর্তা-পাজামায় ৷

হলদি সেরেমনির সেই ভিডিয়ো সামনে আসতেই মন জয় করে নিয়েছে নেটপাবলিকদের ৷ এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে নাগা-শোভিতার ৷ জানা গিয়েছে, হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োতে 4 ডিসেম্বর চার হাত এক হবে দুই তারকার ৷

Naga Chaitanya And Sobhita Dhulipala's Pre-Wedding Bliss
পরিবারের সঙ্গে শোভিতা (আইজি স্টোরি)
Naga Chaitanya And Sobhita Dhulipala's Pre-Wedding Bliss
গায়ে হলুদ (আইজি স্টোরি)

সম্প্রতি শোনা গিয়েছে, নাগা-শোভিতার বিয়ের ভিডিয়োর সত্ত্ব কিনেছে নেটফ্লিক্স ৷ ফলে তাঁদের বিয়ের কোনও ছবি বা ভিডিয়ো আগেভাগে প্রকাশ্যে আসবে না ৷ 50 কোটি টাকায় নেটফ্লিক্সের সঙ্গে বিয়ের এক্সক্লুসিভ ছবি-ভিডিয়ো দেখানোর চুক্তি হয়েছে ৷ যদিও এই দাবি অস্বীকার করেছেন নাগা চৈতন্য ৷ 2022 সাল থেকে নাগা-শোভিতা ডেটিং শুরু করেন ৷ এরপর 2024 সালের 8 অগস্ট বাগদান সারেন দুই তারকা ৷

হায়দরাবাদ, 29 নভেম্বর: অভিনেতা নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালের প্রাক-বিবাহের উৎসব শুরু হয়ে গিয়েছে ৷ হায়দরাবাদে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে হলদি সেরেমনি ৷ পরিবারের ঘনিষ্ঠ মানুষজন ও কাছের বন্ধুদের সঙ্গে নিয়ে জীবনের বিশেষ দিনের যাত্রা শুরু করলেন দ্য় নাইট ম্যানেজার অভিনেত্রী ৷ ঐতিহ্যবাহী পোশাকে হবু বর-কনের ছবি ভাইরাল নেটপাড়ায় ৷

বিশেষ দিনে শোভিতা স্টানিং লুক দেখে মুগ্ধ অনুরাগীরা ৷ শোভিতাকে এদিন দেখা গিয়েছে দুবার পোশাক পরিবর্তন করে অনুষ্ঠানে সামিল হতে ৷ হলদি সেরেমনি মানেই হলুদ রঙের পোশাক পরতে হবে ৷ এমন ধারনার ধারকাছ দিয়েও যাননি শোভিতা ৷ বরং তিনি বেছে নেন টুকটুকে লাল রঙের শাড়ি ৷ ফুল-স্লিভ ব্লাউজের সঙ্গে চাঙ্কি চোকার ও মাঙ্গ টিকা ৷ দ্বিতীয়বার অভিনেত্রীকে দেখা যায় হলুদ রঙের পোশাকে ৷ সঙ্গে অবশ্যই ম্যাচিং জাঙ্ক জুয়েলারি ৷ অন্যদিকে, নাাকে দেখা যায় ঐতিহ্যবাহী কুর্তা-পাজামায় ৷

হলদি সেরেমনির সেই ভিডিয়ো সামনে আসতেই মন জয় করে নিয়েছে নেটপাবলিকদের ৷ এই অনুষ্ঠানের মধ্য দিয়েই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে নাগা-শোভিতার ৷ জানা গিয়েছে, হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োতে 4 ডিসেম্বর চার হাত এক হবে দুই তারকার ৷

Naga Chaitanya And Sobhita Dhulipala's Pre-Wedding Bliss
পরিবারের সঙ্গে শোভিতা (আইজি স্টোরি)
Naga Chaitanya And Sobhita Dhulipala's Pre-Wedding Bliss
গায়ে হলুদ (আইজি স্টোরি)

সম্প্রতি শোনা গিয়েছে, নাগা-শোভিতার বিয়ের ভিডিয়োর সত্ত্ব কিনেছে নেটফ্লিক্স ৷ ফলে তাঁদের বিয়ের কোনও ছবি বা ভিডিয়ো আগেভাগে প্রকাশ্যে আসবে না ৷ 50 কোটি টাকায় নেটফ্লিক্সের সঙ্গে বিয়ের এক্সক্লুসিভ ছবি-ভিডিয়ো দেখানোর চুক্তি হয়েছে ৷ যদিও এই দাবি অস্বীকার করেছেন নাগা চৈতন্য ৷ 2022 সাল থেকে নাগা-শোভিতা ডেটিং শুরু করেন ৷ এরপর 2024 সালের 8 অগস্ট বাগদান সারেন দুই তারকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.