হায়দরাবাদ, 28 অক্টোবর: ওটিটির দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজ 'মির্জাপুর' দেখার মজা এবার আরও বড় হতে চলেছে ৷ এতদিন মির্জাপুর এসেছিল দর্শকদের কাছে ৷ এবার দর্শকদের যেতে হবে মির্জাপুরে ৷ প্রেক্ষাগৃহে সিনেমার আকারে মুক্তি পাচ্ছে 'মির্জাপুর দ্য ফিল্ম' ৷ সোমবার এক্সেল মুভিজের তরফে সোশাল মিডিয়ায় দর্শকদের এমন বার্তাই দেওয়া হয়েছে ৷ প্রকাশ্যে এসেছে ছবির টিজারও ৷ ফের একবার বন্দুক নিয়ে ক্ষমতা দখলের লড়াইয়ে মুখোমুখি হতে চলেছেন কালিন ভাইয়া, গুড্ডু ভাইয়া ও মুন্না ৷
'মির্জাপুর' সিরিজ নয় সিনেমা
মির্জাপুর দ্য ফিল্ম কবে প্রেক্ষাগৃহে আসবে তার দিনও ঘোষণা করা হয়েছে ৷ মুক্তি পাওয়া টিজারের শুরুতেই শোনা গিয়েছে পঙ্কজ ত্রিপাঠী অর্থাৎ কালিন ভাইয়ার স্বর ৷ এরপর একে একে পর্দায় এন্ট্রি নেন গুড্ডু পণ্ডিত (আলি ফজল), মুন্না ভাইয়া (দীবেন্দু শর্মা) ও কমপাউন্ডার (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ৷
কালিন ভাইয়ার হুঁশিয়ারি
টিজারের শুরুতেই পঙ্কজ ত্রিপাঠীকে স্বরে শোনা যায় হুঁশিয়ারি ৷ তিনি বলেন, "গদির মাহাত্ম্য সকলেই জানেন ৷ সম্মান, ক্ষমতা, কন্ট্রোল করা এই সবকিছু নিয়ে মির্জাপুর যে যার গদিতে বসে দেখেছেন ৷ কিন্তু এবার গদি থেকে যদি না ওঠেন তাহলে রিস্ক রয়েছে ৷"
গুড্ডু পণ্ডিতের এন্ট্রি
এরপরেই এন্ট্রি হয় গুড্ডুর ৷ আলি ফজলকে বলতে শোনা যায়, "ঠিক বলেছেন কালিন ভাইয়া ৷ রিস্ক নেওয়া আমার ইউএসপি ৷ এখন পুরো খেলা বদলে গিয়েছে ৷ আসলে মির্জাপুর এখন আপনার কাছে আসবে না ৷ আপনাকে মির্জাপুর আসতে হবে ৷"
মুন্না ভাইয়ার জবাব
আলি ফজলের পর সামনে আসেন দীবেন্দু শর্মা অর্থাৎ মুন্না ভাইয়া ৷ তিনি বলেন, "হিন্দি সিনেমার আমি হিরো ৷ আর হিন্দি সিনেমা প্রেক্ষাগৃহে বসেই দেখতে হয় ৷ বলেছিলাম আমি অমর ৷ এবার মির্জাপুরের গদিতে এখানে বসেই রাজ করব ৷" এরপরেই ছুঁড়ি হাতে হাজির হন কমপাউন্ডার অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে উদ্দেশ্য করে মুন্না বলে ওঠেন, "ধার আছে তো কমপাউন্ডার? এবার আওহাজও বেশি হবে, বড় হবে পর্দাও ৷"
মির্জাপুর দ্য ফিল্ম-এর মুক্তি
জানা গিয়েছে, রিতেশ সিধবানী ও ফারহান আখতর প্রযোজনা করছেন ৷ পুনীত কৃষ্ণা ছবির চিত্রনাট্য লিখেছেন ৷ 'মির্জাপুর দ্য ফিল্ম' পরিচালনা করবেন গুরমীত সিং ৷ 2026 সালে বড়পর্দায় মুক্তি পাবে মির্জাপুর দ্য ফিল্ম ৷