ETV Bharat / entertainment

গল্প চুরির অভিযোগ, অজয়ের ময়দানের মুক্তিতে স্থগিতাদেশ আদালতের - Maidaan Plagiarism Row

Maidaan Plagiarism Row: অজয় দেবগন অভিনীত ময়দান বুধবার সকালে ফের বিতর্কের মুখে পড়ল । চলচ্চিত্রটির গল্প চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন এক গল্পলেখক ৷ মাইসোর আদালত ছবিটি মুক্তিতে স্থগিতাদেশ দিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 12:45 PM IST

হায়দরাবাদ, 10 এপ্রিল: বিরাট ধাক্কা খেল অজয় দেবগন এবং তাঁর ময়দান ফিল্ম ৷ মুক্তির ঠিক আগের দিন এই ছবিতে স্থগিতাদেশ দিয়েছে মাইসোর আদালত । ছবিটির গল্প চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আবদুল রহিমকে ঘিরে আবর্তিত এই ছবি 11 এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৷

অজয় দেবগন অভিনীত ছবি ময়দানের প্রযোজকদের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ ওঠায় বিতর্ক দানা বেঁধেছে ৷ চলচ্চিত্র নির্মাতা অভিজিৎ সিনহার অভিযোগ, তাঁর চিত্রনাট্য চুরি করেছেন ময়দানের চলচ্চিত্র নির্মাতারা । অভিজিৎ দাবি করেছেন যে, 2017 সালে তিনি প্রযোজক বনি কাপুরের কাছে স্ক্রিপ্ট জমা দিয়েছিলেন, যিনি এই ছবির প্রতি প্রথমে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তা তৈরি করতে রাজি হননি ৷ অভিজিৎ সিনহার মতে, তাঁর স্ক্রিপ্টের প্রচুর প্লট ধারণা, চরিত্র এবং ঘটনা ময়দানের ট্রেলারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ।

মিডিয়ার রিপোর্ট অনুসারে, এই অভিযোগ পাওয়ার পর ময়দানের মুক্তিতে স্থগিতাদেশ দিয়েছে মাইসোর আদালত । আদালত চুরির অভিযোগ পেয়ে প্রোডাকশন ব্যানার জি স্টুডিয়োকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে । তবে, বনি কাপুরের প্রযোজনা এই প্রথমবার নয়, এর আগেও নানা সমস্যার সম্মুখীন হয়েছে । দিন দুয়েক আগে, এক বিক্রেতা অনাদায়ী ঋণের অভিযোগ তুলে মুম্বই আদালতের কাছে আবেদন করেছিলেন । তবে সে ক্ষেত্রে বিচারক অজয় দেবগনের স্পোর্টস ড্রামার মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন ।

ক্যামেরা বিক্রেতা মেহেরাফ্রিন ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড (এমআইপিএল) সোমবার দিন্দোশিতে মুম্বই সিটি সিভিল কোর্টে বিয়াভিউ প্রজেক্টস এলএলপি এবং প্রযোজক বনি কাপুরের বিরুদ্ধে বাণিজ্যিক মামলা দায়ের করে । এমআইপিএল দাবি করে যে, বিয়াভিউ প্রজেক্টস এলএলপি এবং প্রযোজক বনি কাপুর চলচ্চিত্রটির মুক্তির আগে সমস্ত বকেয়া অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা পালন করেননি ৷ পারিশ্রমিক না দেওয়ায় ছবিটির মুক্তি আটকে রাখার অনুরোধ করেছিলেন আবেদনকারী । তবে আদালতের হস্তক্ষেপে আইনি লড়াই শুরু হয় এবং স্থগিতাদেশের আর্জি খারিজ হয়ে যায় ।

দীর্ঘদিন পর অমিত শর্মার পরিচালনায় ছবিটি 11 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ৷ যার বিশেষ প্রিভিউ 10 এপ্রিল সন্ধ্যা 6টায় হওয়ার কথা ৷ এই ছবিতে অজয় দেবগন ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করেছেন, যাকে ভারতীয় ফুটবলের প্রতিষ্ঠাতা জনক হিসাবে বিবেচনা করা হয় ৷ অজয় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন প্রিয়মণি, বোমান ইরানি এবং গজরাজ রাও ।

আরও পড়ুন:

  1. 'রিটেক চেয়ে আমায় সরি বলেছিলেন অজয় স্যর', ময়দান নিয়ে আবেগতাড়িত আরিয়ান
  2. জন্মদিনে বিশেষ উপহার, প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার
  3. স্বনামধন্য ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে চৈতি পুত্র অর্মত্য, জানালেন অভিজ্ঞতা

হায়দরাবাদ, 10 এপ্রিল: বিরাট ধাক্কা খেল অজয় দেবগন এবং তাঁর ময়দান ফিল্ম ৷ মুক্তির ঠিক আগের দিন এই ছবিতে স্থগিতাদেশ দিয়েছে মাইসোর আদালত । ছবিটির গল্প চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ ভারতীয় ফুটবল দলের কোচ সৈয়দ আবদুল রহিমকে ঘিরে আবর্তিত এই ছবি 11 এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ৷

অজয় দেবগন অভিনীত ছবি ময়দানের প্রযোজকদের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ ওঠায় বিতর্ক দানা বেঁধেছে ৷ চলচ্চিত্র নির্মাতা অভিজিৎ সিনহার অভিযোগ, তাঁর চিত্রনাট্য চুরি করেছেন ময়দানের চলচ্চিত্র নির্মাতারা । অভিজিৎ দাবি করেছেন যে, 2017 সালে তিনি প্রযোজক বনি কাপুরের কাছে স্ক্রিপ্ট জমা দিয়েছিলেন, যিনি এই ছবির প্রতি প্রথমে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত তা তৈরি করতে রাজি হননি ৷ অভিজিৎ সিনহার মতে, তাঁর স্ক্রিপ্টের প্রচুর প্লট ধারণা, চরিত্র এবং ঘটনা ময়দানের ট্রেলারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ।

মিডিয়ার রিপোর্ট অনুসারে, এই অভিযোগ পাওয়ার পর ময়দানের মুক্তিতে স্থগিতাদেশ দিয়েছে মাইসোর আদালত । আদালত চুরির অভিযোগ পেয়ে প্রোডাকশন ব্যানার জি স্টুডিয়োকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে । তবে, বনি কাপুরের প্রযোজনা এই প্রথমবার নয়, এর আগেও নানা সমস্যার সম্মুখীন হয়েছে । দিন দুয়েক আগে, এক বিক্রেতা অনাদায়ী ঋণের অভিযোগ তুলে মুম্বই আদালতের কাছে আবেদন করেছিলেন । তবে সে ক্ষেত্রে বিচারক অজয় দেবগনের স্পোর্টস ড্রামার মুক্তিতে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেন ।

ক্যামেরা বিক্রেতা মেহেরাফ্রিন ইনভেস্টমেন্টস প্রাইভেট লিমিটেড (এমআইপিএল) সোমবার দিন্দোশিতে মুম্বই সিটি সিভিল কোর্টে বিয়াভিউ প্রজেক্টস এলএলপি এবং প্রযোজক বনি কাপুরের বিরুদ্ধে বাণিজ্যিক মামলা দায়ের করে । এমআইপিএল দাবি করে যে, বিয়াভিউ প্রজেক্টস এলএলপি এবং প্রযোজক বনি কাপুর চলচ্চিত্রটির মুক্তির আগে সমস্ত বকেয়া অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার পরেও তা পালন করেননি ৷ পারিশ্রমিক না দেওয়ায় ছবিটির মুক্তি আটকে রাখার অনুরোধ করেছিলেন আবেদনকারী । তবে আদালতের হস্তক্ষেপে আইনি লড়াই শুরু হয় এবং স্থগিতাদেশের আর্জি খারিজ হয়ে যায় ।

দীর্ঘদিন পর অমিত শর্মার পরিচালনায় ছবিটি 11 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ৷ যার বিশেষ প্রিভিউ 10 এপ্রিল সন্ধ্যা 6টায় হওয়ার কথা ৷ এই ছবিতে অজয় দেবগন ফুটবল কোচ সৈয়দ আবদুল রহিমের চরিত্রে অভিনয় করেছেন, যাকে ভারতীয় ফুটবলের প্রতিষ্ঠাতা জনক হিসাবে বিবেচনা করা হয় ৷ অজয় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন প্রিয়মণি, বোমান ইরানি এবং গজরাজ রাও ।

আরও পড়ুন:

  1. 'রিটেক চেয়ে আমায় সরি বলেছিলেন অজয় স্যর', ময়দান নিয়ে আবেগতাড়িত আরিয়ান
  2. জন্মদিনে বিশেষ উপহার, প্রকাশ্যে অজয়ের 'ময়দান' ফাইনাল ট্রেলার
  3. স্বনামধন্য ফুটবলার চুনী গোস্বামীর চরিত্রে চৈতি পুত্র অর্মত্য, জানালেন অভিজ্ঞতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.