ETV Bharat / entertainment

শুরু হতে চলেছে সিনেমার উৎসব, থাকছে একাধিক চমক - KOLKATA INTERNATIONAL FILM FESTIVAL

4 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ 30তম বছরে পা রাখল সিনেমার উৎসব ৷ প্রতিবছরের মতো এইবারও থাকছে একাধিক চমক ৷

KIFF
শুরু হতে চলেছে সিনেমার উৎসব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 14, 2024, 5:13 PM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: কাউন্টডাউন শুরু ৷ শহর কলকাতায় বসতে চলেছে সিনেমার সবচেয়ে বড় উৎসব ৷ 4 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধনধান্য অডিটোরিয়ামে আগেই দিন ঘোষণা করে দিয়েছেন ৷ এবার শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি ৷ ইতিমধ্য়েই তথ্য ও সংস্কৃতি দফতর থেকে চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলেশন প্রকাশ করা হয়েছে ৷

সেই রেগুলেশনে একাধিক পয়েন্ট করে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিযোগিতায় সিনেমা কীভাবে সাবমিট করা যাবে ৷ কোন কোন সিনেমা নির্বাচিত হয়েছে তার অফিসিয়াল দিন ঘোষণা কবে হবে, সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷

KIFF
নিয়মাবলী 1 (KIFF ওয়েবসাইট)

যার মধ্যে আর্টিকেল চারে বলা হয়েছে এবারের উৎসবেও 15টি বিভাগ থাকছে ৷

1) ইন্টারন্যাশনাল কম্পিটিশন

2) ন্যাশনাল কম্পিটিশন

3) এশিয়ান সেলেক্ট

4) বেঙ্গলি-প্যানোরমা

5) সিনেমা ইন্টারন্যাশনাল

6) স্পেশাল স্ক্রিনিং

7) আনহার্ড ইন্ডিয়া (ইন্ডিয়ান রেয়ার ল্যাঙ্গুয়েজ)

এছাড়াও থাকছে মাস্টার ক্লাস, সেমিনার, ওয়ার্কশপ, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট-সহ বেশ কিছু বিভাগ ৷

KIFF
নিয়মাবলী 2 (KIFF ওয়েবসাইট)

আর্টিকেল 6-এ জানানো হয়েছে, কোন কোন সিনেমা এবার প্রদর্শিত হবে তার অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে 15 নভেম্বর ৷ একবার ছবির নির্বাচন হয়ে গেলে তা আর তুলে নেওয়া যাবে না ৷

এর আগেই জানা গিয়েছিল এই বছর কিফের ডিরেক্টর হিসাবে পদে থাকছেন না রাজ চক্রবর্তী ৷ সেই খবরে সিলমোহরও দিয়েছেন পরিচালক ৷ চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হিসাবে নাম উঠে এসেছে গৌতম ঘোষের ৷ 1995 সাল থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ সিনেমার সবচেয়ে বড় উৎসবে মেতে উঠতে আরও একবার প্রস্তুত হতে চলেছে শহর কলকাতা ৷

হায়দরাবাদ, 14 নভেম্বর: কাউন্টডাউন শুরু ৷ শহর কলকাতায় বসতে চলেছে সিনেমার সবচেয়ে বড় উৎসব ৷ 4 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধনধান্য অডিটোরিয়ামে আগেই দিন ঘোষণা করে দিয়েছেন ৷ এবার শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি ৷ ইতিমধ্য়েই তথ্য ও সংস্কৃতি দফতর থেকে চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলেশন প্রকাশ করা হয়েছে ৷

সেই রেগুলেশনে একাধিক পয়েন্ট করে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিযোগিতায় সিনেমা কীভাবে সাবমিট করা যাবে ৷ কোন কোন সিনেমা নির্বাচিত হয়েছে তার অফিসিয়াল দিন ঘোষণা কবে হবে, সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ৷

KIFF
নিয়মাবলী 1 (KIFF ওয়েবসাইট)

যার মধ্যে আর্টিকেল চারে বলা হয়েছে এবারের উৎসবেও 15টি বিভাগ থাকছে ৷

1) ইন্টারন্যাশনাল কম্পিটিশন

2) ন্যাশনাল কম্পিটিশন

3) এশিয়ান সেলেক্ট

4) বেঙ্গলি-প্যানোরমা

5) সিনেমা ইন্টারন্যাশনাল

6) স্পেশাল স্ক্রিনিং

7) আনহার্ড ইন্ডিয়া (ইন্ডিয়ান রেয়ার ল্যাঙ্গুয়েজ)

এছাড়াও থাকছে মাস্টার ক্লাস, সেমিনার, ওয়ার্কশপ, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট-সহ বেশ কিছু বিভাগ ৷

KIFF
নিয়মাবলী 2 (KIFF ওয়েবসাইট)

আর্টিকেল 6-এ জানানো হয়েছে, কোন কোন সিনেমা এবার প্রদর্শিত হবে তার অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে 15 নভেম্বর ৷ একবার ছবির নির্বাচন হয়ে গেলে তা আর তুলে নেওয়া যাবে না ৷

এর আগেই জানা গিয়েছিল এই বছর কিফের ডিরেক্টর হিসাবে পদে থাকছেন না রাজ চক্রবর্তী ৷ সেই খবরে সিলমোহরও দিয়েছেন পরিচালক ৷ চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হিসাবে নাম উঠে এসেছে গৌতম ঘোষের ৷ 1995 সাল থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ৷ সিনেমার সবচেয়ে বড় উৎসবে মেতে উঠতে আরও একবার প্রস্তুত হতে চলেছে শহর কলকাতা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.