ETV Bharat / entertainment

জন্মদিনের পোস্টারে মোহময়ী কিয়ারা, রাম চরণের গেম চেঞ্জারে তাঁর কী নাম ? - Kiara Advani Birthday - KIARA ADVANI BIRTHDAY

Kiara Advani Birthday: গেম চেঞ্জারের নির্মাতারা কিয়ারা আদবানির 33তম জন্মদিনে অভিনেত্রীর একটি পোস্টার শেয়ার করেছেন ৷ জানানো হয়েছে যে, তাঁর আসন্ন চলচ্চিত্রে কিয়ারার চরিত্রের নাম জাবিলাম্মা ৷ ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টারটিতে কিয়ারাকে মোহময়ী দেখাচ্ছে ৷

ETV BHARAT
জন্মদিনের পোস্টারে মোহময়ী কিয়ারা (ছবি: ইনস্টাগ্রাম)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 4:59 PM IST

হায়দরাবাদ, 31 জুলাই: আজ কিয়ারা আদবানির জন্মদিন ৷ 33 বছরে পড়লেন বলিউডের অন্যতম প্রিয় অভিনেত্রী ৷ বলিউড ও দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য পরিচিত কিয়ারা তাঁর আসন্ন প্রজেক্ট গেম চেঞ্জারের মুক্তির অপেক্ষায় রয়েছেন ৷ আজ তাঁর বিশেষ দিন উদযাপনে এই ছবিতে অভিনেত্রীর চরিত্রের নাম প্রকাশ করেছেন নির্মাতারা ৷ পাশাপাশি তাঁর চলচ্চিত্রের একটি আকর্ষণীয় নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে ৷

ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে প্রোডাকশন হাউস শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস লিখেছে, "টিম গেমচেঞ্জার আমাদের জাবিলাম্মা ওরফে কিয়ারা আদবানিকে জন্মদিনের শুভেচ্ছা জানায় । তাঁর প্রাণবন্ত শক্তি শীঘ্রই আপনার হৃদয়কে মুগ্ধ করবে ।" এই পোস্টারে কিয়ারাকে মোহময়ী চেহারায় দেখা যাচ্ছে ৷ পোস্টার থেকে যেন চলকে পড়ছে তাঁর গ্ল্যামার ৷

গেম চেঞ্জার হল একটি পলিটিক্যাল ড্রামা থ্রিলার ৷ এই ছবিতে রাম চরণ একজন আইএএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন ৷ তিনি একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ । কিয়ারাও একজন আইএএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন যাঁকে রাম চরণের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে এই ছবিতে ৷ এই ছবিতে শ্রীকান্ত, অঞ্জলি, এসজে সূর্য, নবীন চন্দ্র এবং সামুথিরাকানি উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন । ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ৷ গেম চেঞ্জার বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম ৷

এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, শেরশাহ এবং কবীর সিং-এর মতো হিট ফিল্মে অভিনয় করে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন কিয়ারা আদবানি ৷ এ বছরের শুরুর দিকে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েন ৷ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুখী দম্পতি হিসেবে অনুরাগীদের কাছে পরিচিত সিদ্ধার্থ ও কিয়ারা ৷

হায়দরাবাদ, 31 জুলাই: আজ কিয়ারা আদবানির জন্মদিন ৷ 33 বছরে পড়লেন বলিউডের অন্যতম প্রিয় অভিনেত্রী ৷ বলিউড ও দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য পরিচিত কিয়ারা তাঁর আসন্ন প্রজেক্ট গেম চেঞ্জারের মুক্তির অপেক্ষায় রয়েছেন ৷ আজ তাঁর বিশেষ দিন উদযাপনে এই ছবিতে অভিনেত্রীর চরিত্রের নাম প্রকাশ করেছেন নির্মাতারা ৷ পাশাপাশি তাঁর চলচ্চিত্রের একটি আকর্ষণীয় নতুন পোস্টারও প্রকাশ করা হয়েছে ৷

ইনস্টাগ্রামে পোস্টারটি শেয়ার করে প্রোডাকশন হাউস শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনস লিখেছে, "টিম গেমচেঞ্জার আমাদের জাবিলাম্মা ওরফে কিয়ারা আদবানিকে জন্মদিনের শুভেচ্ছা জানায় । তাঁর প্রাণবন্ত শক্তি শীঘ্রই আপনার হৃদয়কে মুগ্ধ করবে ।" এই পোস্টারে কিয়ারাকে মোহময়ী চেহারায় দেখা যাচ্ছে ৷ পোস্টার থেকে যেন চলকে পড়ছে তাঁর গ্ল্যামার ৷

গেম চেঞ্জার হল একটি পলিটিক্যাল ড্রামা থ্রিলার ৷ এই ছবিতে রাম চরণ একজন আইএএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন ৷ তিনি একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ । কিয়ারাও একজন আইএএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন যাঁকে রাম চরণের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে এই ছবিতে ৷ এই ছবিতে শ্রীকান্ত, অঞ্জলি, এসজে সূর্য, নবীন চন্দ্র এবং সামুথিরাকানি উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছেন । ছবিটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ৷ গেম চেঞ্জার বছরের সবচেয়ে প্রতীক্ষিত চলচ্চিত্রগুলির মধ্যে অন্যতম ৷

এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি, শেরশাহ এবং কবীর সিং-এর মতো হিট ফিল্মে অভিনয় করে দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন কিয়ারা আদবানি ৷ এ বছরের শুরুর দিকে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েন ৷ ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুখী দম্পতি হিসেবে অনুরাগীদের কাছে পরিচিত সিদ্ধার্থ ও কিয়ারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.