মুম্বই, 7 মার্চ: বড়পর্দায় সাফল্যের পর এবার ওটিটির পর্দায় মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপথ অভিনীত 'মেরি ক্রিসমাস' ৷ বৃহস্পতিবার প্রকাশ্যে এল মুক্তির তারিখ ৷ জেনে নিন কবে কোথায়, দেখতে পাবেন রহস্য-রোমাঞ্চে ভরা এই ছবি ৷ এদিন সোশাল মিডিয়ায় নেটফ্লিক্সের তরফে পোস্ট করা হয় ৷ অনুরাগীদের উদ্দেশ্যে জানানো হয়, "এই বছর ক্রিসমাস অনেক আগে এসে গিয়েছিল ৷ এখন সময় এসে গিয়েছে সেই উপহার খোলার ৷ মেরি ক্রিসমাস আসছে শুক্রবার, নেটফ্লিক্সে ৷" অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের দিনই ওটিটি প্ল্যাটফর্মে অনুরাগীদের জন্য থাকছে বিশেষ উপহার ৷ এই খবরে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷
এক অনুরাগী লিখেছেন, "আশা করি এই ছবি স্ট্রিমিং প্ল্যাটফর্মেও সাফল্য লাভ করবে ৷ দুজন অসাধারণ অভিনেতার দুর্দান্ত অভিনয় দেখতে পাবে দর্শক ৷" আর এক অনুরাগী কমেন্ট সেকশনে লিখেছেন, "অবশেষে এই সিনেমা ওটিটির পর্দায় আসতে চলেছে ৷" ছবির চিত্রনাট্য এগিয়েছে রোমান্স-ক্রাইম সাসপেন্সকে সঙ্গী করে ৷ শ্রীরাম রাঘবন প্রত্যেক বারের মতো এই গল্পেও রেখেছেন নানাবিধ ধূসর চরিত্র, যা প্রতি মুহূর্তে দর্শককে রোমাঞ্চিত করেছে ৷
মেরি ক্রিসমাস ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে 1980 সালের বম্বেকে মাথায় রেখে ৷ অ্যালবার্টের চরিত্রে দেখা যায় বিজয় সেতুপথিকে ৷ যিনি শহরে ফেরেন তারপর তাঁর সঙ্গে দেখা হয় একাকী মা মারিয়ার সঙ্গে ৷ সেই চরিত্রে দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফকে ৷ ক্রিসমাসের রাতে দেখা হয় তাঁদের ৷ তারপর অনেকটা সময় তাঁরা কাটান একে অপরের সঙ্গে ৷
গল্পের মোড় ঘুরিয়ে মারিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ ৷ তারপর কী হয়, তার জন্য ওটিটির পর্দায় দেখতে হবে 'মেরি ক্রিসমাস' ৷ ক্যাটরিনা-বিজয় ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সঞ্জয় কাপুর, বিনয় পাঠক, প্রতিমা কান্নান ও টিন্নু আনন্দ ৷ এই ছবির তামিল ভার্সনে যাঁরা অভিনয় করেছিলেন যেমন, রাধিকা শরথকুমার, সনমুঙ্গারাজা, কেভিন জে বাবু ও রাজেশ উইলিয়ামসকে দেখা গিয়েছে একই চরিত্রে ৷
আরও পড়ুন
1. 'শ্রীরাম রাঘবনের সঙ্গে কাজ করা কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ', স্বীকারোক্তি ক্যাটরিনার
2. 'মেরি ক্রিসমাস' মাস্টারপিস, ক্যাটরিনা-বিজয়ের অভিনয়ে মুগ্ধ নেটিজেনরা
3. ক্যাটরিনার সঙ্গে কাজ এবং 'মেরি ক্রিসমাস' ছবির গল্প নিয়ে মুখ খুললেন বিজয়