হায়দরাবাদ, 14 নভেম্বর: তিন বছর পর পর্দায় ফিরেছেন জয়ভীম খ্যাত অভিনেতা সুরিয়া ৷ মুক্তি পেয়েছে 'কাঙ্গুভা' ৷ অ্যাকশন থ্রিলার পরিচালনা করেছেন শিবা ৷ অন্ধ্রপ্রদেশ ও কেরালাতে ছিল ভোরবেলার শো ৷ সেখানে অনুরাগীদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো ৷
তবে ছবি দেখার পর সোশাল মিডিয়ায় উঠে এল নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া ৷ অন্যদিকে, 'অ্যানিম্যাল' ছবিতে ভিলেনের চরিত্রে ববি দেওলের কামব্যাক মনে রাখার মতো ৷ কাঙ্গুভা ছবির দিয়েই তামিল সিনেমা জগতে পা রাখলেন ববি ৷ সঙ্গে রয়েছেন দিশা পাটানিও ৷ তিনি তামিল সিনেমায় প্রথম অভিনয় করলেন ৷
Suriya gave 200 percentage acting ❤️💯
— YUVARAJ (@SyuvarajSk) November 14, 2024
Normal interval 😑
Music is too noisy 😮💨
Waiting for second half 🙏
Avarage first half #Kanguva pic.twitter.com/VKO4jseUVI
My view on #KANGUVA
— Jai's Cinema World (@JaiCinemaWorld) November 14, 2024
Overall a must watch movie for it's powerful second half, The Showman SURIYA, The Banger Climax & its Thunderbolt Cameo!
RATINGS: 3.5/5@Suriya_offl #Suriya𓃵 #SuriyaSivakumar @directorsiva @StudioGreen @gnanavelraja007 @KanguvaTheMovie @Karthi_Offl #Kanguva2 pic.twitter.com/SreIlPfLX3
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে যোগী বাবু, রেডিন কিংসলে, কেএস রবিকুমারকে ৷ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে সুরিয়াকে ৷ 2ডি'র পাশাপাশি ছবি মুক্তি পেয়েছে 3ডি ও আইম্যাক্স ফরম্যাটে ৷ ছবি তৈরিতে খরচ হয়েছে প্রায় 400 কোটির মতো ৷ ফলে সেই ছবি যদি দর্শকদের ভালো প্রতিক্রিয়া না পায় তাহলে ভবিষ্যৎ অন্ধকার হতে খুব বেশি সময় লাগবে না ৷
#Kanguva - Average (6/10)
— G.O.A.T (@RaiseFanVijay) November 14, 2024
Not the expected level. Suriya's acting was the same, no tough.
নেটিজেনদের প্রতিক্রিয়া
এক্স হ্যান্ডেলে (টুইটার) এক নেটিজেন সিনেমা দেখার পর লিখেছেন, "অভিনয়ের দিক থেকে সুরিয়া 200 শতাংশ দিয়েছেন ৷ সাধারণ ইন্টারভাল ৷ মিউজিক নয়জি ৷ ফার্স্ট হাফ অ্যাভারেজ ৷" আবার এক অনুরাগী লিখেছেন, "মোটের উপর এই সিনেমা দেখা যায় ৷ বিশেষ করে সেকেন্ড হাফের জন্য ৷ শো-ম্যান সুরিয়া ৷ ক্লাইম্যাক্স দুর্ধর্ষ ৷ 5-এ ছবিতে 3.5 রেটিং দেওয়া যায় ৷" আর এক ইউজার লেখেন, "অ্যাভারেজ সিনেমা কাঙ্গুভা ৷ সুরিয়ার অভিনয়ে নতুনত্ব নেই ৷" অনেক অনুরাগী ববি দেওয়ালের অভিনয়ের প্রশংসা করেছেন ৷ পাথুরে চোখে জমজমাট অ্যাকশনে ববির অভিনয় দেখার মতো বলে মত নেটপাড়ায় ৷
#Kanguva review: @Suriya_offl owned the character ! and screenplay was good but but every character in films doesn’t talk but shout , and @ThisIsDSP BGM is a huge con!it felt noisy too, story was good but films noise treatment made unbearable .
— Akhilesh Rajana (@AkhileshRr) November 14, 2024
Rating :2/5 pic.twitter.com/m43bJmLprL
A great experience 💙 especially the second half is banger and the climax sequence is blasttt the way the connect is greattt from past to present 🎧 Thandavam @Suriya_offl 💙 love you @directorsiva sir the emotion connects well ✨️ @StudioGreen2 overall it's wow #Kanguva pic.twitter.com/tmuplshwID
— Ranjith••||ROĹÈX||🦂 (@Ranjith_G_J) November 14, 2024
এখানেই শেষ নয়, প্রখ্যাত শিল্পী দেবী শ্রী প্রসাদ এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন ৷ সেখানেও উঠেছে সমালোচনার ঝড় ৷ অনেক অনুরাগী সিনেমা দেখার পর প্রতিক্রিয়ায় জানিয়েছন, ছবিতে কোনও অভিনেতা কথা বলছেন না যেন চিৎকার করছেন ৷ কারণ ব্যাকগ্রাউন্স স্কোর ঠিক ছিল না ৷ সিনেমার গল্প ভালো কিন্তু নয়েজ প্রচন্ড ৷ তাই ছবি দেখে সুখ নেই ৷
ছবি ঘিরে নানা সমালোচনার পরেও অনেক অনুরাগী ছবির দ্বিতীয় পার্টের প্রশংসা করেছেন ৷ ক্লাইম্যাক্স সিকোয়েন্স দুর্দান্ত হওয়ার জন্য ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার অনুরোধ অনুরাগীদের ৷
বক্সঅফিসে আয়
ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী,অ্যাডভান্স বুকিংয়ে কাঙ্গুভা প্রথম দিন আয় করে নিয়েছে 17.61 কোটি টাকা ৷ ওয়ার্ল্ডওয়াইড 10 হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি ৷ ভারতে আনুমানিক আয় 2.6 কোটি টাকা আগেই আয় হয়ে গিয়েছে ৷ ফলে প্রথম দিন 15 থেকে 20 কোটি ঘরে তুলতে পারে এই ছবি ৷ এই কপি লেখার সময় 'কাঙ্গুভা' ছবির মোট আয় গিয়ে দাঁড়ায় 8.9 কোটি টাকায় ৷