ETV Bharat / entertainment

সিনেমার প্রস্তাব দিতেই 'অ্যানিম্যাল' পরিচালকের ওপর চোটলেন কঙ্গনা

Kangana Ranaut on Sandeep Reddy Vanga: 'অ্যানিম্যাল' ছবির বক্স অফিস সাফল্যের কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ এবার নিজের ছবিতে কঙ্গনা রানাওয়াতকে নিতে চান সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷ তাতেই বেজায় চটেছেন বলিউড কুইন ৷ সোশাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর ৷

Etv Bharat
'অ্যানিম্যাল' পরিচালকের ওপর চোটলেন কঙ্গনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 12:05 PM IST

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: গত বছরের ব্লকব্লাস্টার হিটের তালিকার প্রথম সারিতে রয়েছে সন্দীপ রেড্ডি পরিচালিত অ্যানিম্যাল ৷ ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পেয়েছেন রণবীর কাপুর ৷ ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবিতে রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানা, তৃপ্তি দামরি, ববি দেওল ও অনিল কাপুরকে ৷ ছবির সাফল্য সত্ত্বেও একাধিক সমালোচনার মুখে পড়েছে অ্যানিম্যাল ৷ টক্সিক ছবি বলেও অনেকে আখ্যা দিয়েছেন ৷ তবে এবার নতুন গল্প নিয়ে পর্দায় আসছেন সন্দীপ ৷ যার জন্য তাঁর পছন্দের তালিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত ৷ মুখের উপর সেই ছবির প্রস্তাব ফেরালেন বলিউড কুইন ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সন্দীপ জানিয়েছিলেন, তিনি কঙ্গনা অভিনীত কুইন ছাড়া আরও অনেক ছবি দেখেছেন ৷ কঙ্গনার অভিনয় ভালো লাগে বলে জানান পরিচালক ৷ তিনি আরও জানান, অভিনেত্রী অ্যানিম্যাল ছবির সমালোচনা করে থাকলে তা তিনি খারাপভাবে দেখছেন না ৷ একজন শিল্পী সেই সমালোচনা করতে পারেন ৷ তবে তিনি যদি সুযোগ পান, তাহলে কঙ্গনাকে নিয়ে ছবি করতে রাজি আছেন ৷ সেই ভিডিয়ো নিজের সোশাল প্ল্যাটফর্মে তুলে ধরেন 'তনু ওয়েডস মনু' অভিনেত্রী ৷

তিনি লেখেন, "রিভিউ ও ক্রিটিসিজম একই বিষয় নয় ৷ প্রত্যেক ধরনের শিল্পের রিভিউ ও তার সমালোচনা হওয়া দরকার ৷ এটা একটা সাধারণ বিষয় ৷ যেভাবে সন্দীপজি রিভিউ নিয়ে আমার প্রতি সম্মান জানিয়েছেন, সেটা দেখে বলা যেতে পারে তিনি শুধু পুরুষকেন্দ্রিক ছবি বানান না, তাঁর অ্যাটিটিউডও ওই মানসিকতার ৷ ধন্যবাদ স্যার ৷" কঙ্গনা আরও লেখেন, "দয়া করে আমাকে আপনার ছবিতে কোনও চরিত্রের প্রস্তাব দেবেন না ৷ তাহলে আপনার আলফা মেল হিরো ফেমিনিস্ট হয়ে উঠবে ৷ আর আপনার ছবিও বক্সঅফিসে মার খাবে ৷ আপনি ব্লকব্লাস্টার ছবি বানান, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে আপনাকে ৷"

মিষ্টিভাবে সন্দীপের সঙ্গে কাজের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন অভিনেত্রী কঙ্গনা ৷ শুধু তাই নয়, কঙ্গনা এক্স (টুইটার) প্ল্যাটফর্মে বলেন, "'টাকা দিয়ে আমার ছবির নেতিবাচক প্রচার হয় ৷ আমি এই ইন্ডাষ্ট্রিতে যথেষ্ট লড়াই করে চলেছি ৷ তবে যেভাবে দর্শক এই ছবিতে মহিলাদের প্রতি অসম্মান দেখে আনন্দ পেয়েছে, তা খুবই বেদনাদায়ক ৷ আমি সারাজীবন নারীশক্তির জন্য লড়াই করে গিয়েছি ৷ হয়তো আগামী দিনে আমি আমার কেরিয়ার অন্য পথে নিয়ে যেতে পারি ৷ আমি আগামী দিনে জীবনে আরও ভালো কিছু করতে চাই ৷" উল্লেখ্য, অ্যানিম্যাল মুক্তির পর শুধু কঙ্গনা রানাওয়াত নয়, নাম না করে ছবির সমালোচনা করেন গীতিকার জাভেদ আখতারও ৷

আরও পড়ুন:

1. 'মন কিঁউ বহেকা রে বহেকা...' সুরের ভুবনে লতা-আশার যুগলবন্দি আলোড়ন তোলে আজও

2. 'নাম গুম জায়েগা...', লতার কণ্ঠে মুগ্ধ আপামর দেশবাসী; মৃত্যুবার্ষিকীতে সুরসম্রাজ্ঞীকে প্রণাম

3. জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ মহাদেবনের, অভিনন্দন মোদির

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: গত বছরের ব্লকব্লাস্টার হিটের তালিকার প্রথম সারিতে রয়েছে সন্দীপ রেড্ডি পরিচালিত অ্যানিম্যাল ৷ ছবির জন্য সেরা অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পেয়েছেন রণবীর কাপুর ৷ ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ছবিতে রণবীর ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে রশ্মিকা মন্দানা, তৃপ্তি দামরি, ববি দেওল ও অনিল কাপুরকে ৷ ছবির সাফল্য সত্ত্বেও একাধিক সমালোচনার মুখে পড়েছে অ্যানিম্যাল ৷ টক্সিক ছবি বলেও অনেকে আখ্যা দিয়েছেন ৷ তবে এবার নতুন গল্প নিয়ে পর্দায় আসছেন সন্দীপ ৷ যার জন্য তাঁর পছন্দের তালিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত ৷ মুখের উপর সেই ছবির প্রস্তাব ফেরালেন বলিউড কুইন ৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক সন্দীপ জানিয়েছিলেন, তিনি কঙ্গনা অভিনীত কুইন ছাড়া আরও অনেক ছবি দেখেছেন ৷ কঙ্গনার অভিনয় ভালো লাগে বলে জানান পরিচালক ৷ তিনি আরও জানান, অভিনেত্রী অ্যানিম্যাল ছবির সমালোচনা করে থাকলে তা তিনি খারাপভাবে দেখছেন না ৷ একজন শিল্পী সেই সমালোচনা করতে পারেন ৷ তবে তিনি যদি সুযোগ পান, তাহলে কঙ্গনাকে নিয়ে ছবি করতে রাজি আছেন ৷ সেই ভিডিয়ো নিজের সোশাল প্ল্যাটফর্মে তুলে ধরেন 'তনু ওয়েডস মনু' অভিনেত্রী ৷

তিনি লেখেন, "রিভিউ ও ক্রিটিসিজম একই বিষয় নয় ৷ প্রত্যেক ধরনের শিল্পের রিভিউ ও তার সমালোচনা হওয়া দরকার ৷ এটা একটা সাধারণ বিষয় ৷ যেভাবে সন্দীপজি রিভিউ নিয়ে আমার প্রতি সম্মান জানিয়েছেন, সেটা দেখে বলা যেতে পারে তিনি শুধু পুরুষকেন্দ্রিক ছবি বানান না, তাঁর অ্যাটিটিউডও ওই মানসিকতার ৷ ধন্যবাদ স্যার ৷" কঙ্গনা আরও লেখেন, "দয়া করে আমাকে আপনার ছবিতে কোনও চরিত্রের প্রস্তাব দেবেন না ৷ তাহলে আপনার আলফা মেল হিরো ফেমিনিস্ট হয়ে উঠবে ৷ আর আপনার ছবিও বক্সঅফিসে মার খাবে ৷ আপনি ব্লকব্লাস্টার ছবি বানান, ফিল্ম ইন্ডাস্ট্রির প্রয়োজন আছে আপনাকে ৷"

মিষ্টিভাবে সন্দীপের সঙ্গে কাজের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন অভিনেত্রী কঙ্গনা ৷ শুধু তাই নয়, কঙ্গনা এক্স (টুইটার) প্ল্যাটফর্মে বলেন, "'টাকা দিয়ে আমার ছবির নেতিবাচক প্রচার হয় ৷ আমি এই ইন্ডাষ্ট্রিতে যথেষ্ট লড়াই করে চলেছি ৷ তবে যেভাবে দর্শক এই ছবিতে মহিলাদের প্রতি অসম্মান দেখে আনন্দ পেয়েছে, তা খুবই বেদনাদায়ক ৷ আমি সারাজীবন নারীশক্তির জন্য লড়াই করে গিয়েছি ৷ হয়তো আগামী দিনে আমি আমার কেরিয়ার অন্য পথে নিয়ে যেতে পারি ৷ আমি আগামী দিনে জীবনে আরও ভালো কিছু করতে চাই ৷" উল্লেখ্য, অ্যানিম্যাল মুক্তির পর শুধু কঙ্গনা রানাওয়াত নয়, নাম না করে ছবির সমালোচনা করেন গীতিকার জাভেদ আখতারও ৷

আরও পড়ুন:

1. 'মন কিঁউ বহেকা রে বহেকা...' সুরের ভুবনে লতা-আশার যুগলবন্দি আলোড়ন তোলে আজও

2. 'নাম গুম জায়েগা...', লতার কণ্ঠে মুগ্ধ আপামর দেশবাসী; মৃত্যুবার্ষিকীতে সুরসম্রাজ্ঞীকে প্রণাম

3. জাকির হুসেনের ঝুলিতে তিনটি গ্র্যামি, সঙ্গীতের সর্বোচ্চ সম্মান স্ত্রী'কে উৎসর্গ মহাদেবনের, অভিনন্দন মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.