ETV Bharat / entertainment

লোকসভায় প্রার্থী হয়ে রাজনীতিতে পা 'ঝাঁসির রানি' কঙ্গনার, প্রার্থী তালিকায় রিলের রামচন্দ্রও - Lok Sabha Elections

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 10:45 PM IST

Lok Sabha Election 2024: বহুবার বিজেপি সরকারের নীতি ও আদর্শে তাঁকে আওয়াজ তুলতে দেখা গিয়েছে ৷ বেশ কিছুদিন ধরে জল্পনা চলছিল যে তিনি পাহাড়ি রাজ্যের অন্তর্গত মান্ডি থেকে বিজেপির হয়ে 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী হবেন ৷ নয়াদিল্লির সদর দফতর থেকে রবিবার সন্ধেয় সেই জল্পনায় সিলমোহর পড়ল ৷ বিনোদন দুনিয়া থেকে রাজনীতির দুনিয়ায় পা দিলেন বলিউড কুইন ৷ সেইসঙ্গে ছোট পর্দার রামায়ণ অরুণ গোভিলও প্রার্থী হলেন রামরাজ্য থেকেই ৷

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 24 মার্চ: বরাবারই স্পষ্টভাষী কঙ্গনা রানাওয়াত ৷ বিনো দুনিয়ার তারকা হয়েও তিনি নিজের জীবনকে কিংবা চিন্তাধারাকে রূপোলি পর্দায় সীমাবদ্ধ রাখেননি ৷ বলিউড কন্যে তাই বারংবার জড়িয়েছেন বিতর্কে ৷ কেউ কেউ তাঁর ছবির কথা মাথায় রেখে কঙ্গনাকে বলিউডের 'কন্ট্রোভার্সি ক্যুইন'ও আখ্যা দিয়েছেন ৷ আর রবিবার সরকারিভাবে রাজনীতির অন্দরে পা রাখলেন কঙ্গনা রানাওয়াত ৷ বেশকিছু দিন ধরে জল্পনা চলছিল তিনি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চলেছেন ৷ আর তাতেই এদিন সিলমোহর দিল গেরুয়া শিবির ৷

রবিবার বাংলার 19টি কেন্দ্র-সহ সারা দেশে মোট 111টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে গেরুয়া শিবির। তার মধ্যে অন্যতম চমক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ঘোষিত প্রার্থীতালিকায় জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে পদ্মফুল চিহ্নে লড়তে চলেছেন কঙ্গনা রানাওয়াত ৷ সেইসঙ্গে আরও এক জনপ্রিয় টেলি দুনিয়ার তারকাকে প্রার্থী করল বিজেপি ৷ ছোটপর্দায় 'রামায়ণ' ধারাবাহিকে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল লড়বেন যোগীরাজ্যের মেরঠ লোকসভা আসন থেকে ৷ প্রার্থী ঘোষণা হওয়ার পরই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন কঙ্গনা।

সেখানে বলিউড নায়িকা লিখেছেন, "আমার প্রিয় ভারত এবং ভারতবাসীর নিজস্ব দল, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বদা আমার নিঃশর্ত সমর্থন পেয়ে এসেছে ৷ আজ বিজেপির জাতীয় নেতৃত্ব আমাকে আমার জন্মস্থান হিমাচল প্রদেশ, মান্ডি (নির্বাচনী) থেকে তাদের লোকসভা প্রার্থী হিসাবে ঘোষণা করেছে ৷ আর আমি লোকসভা নির্বাচনে লড়ার বিষয়ে হাইকমান্ডের সিদ্ধান্তকে মেনে চলব ৷" উল্লেখ্য, লোকসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়তে শুরু করেছে ৷ প্রথম দফায় বাংলার 20টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ৷ এরপর পঞ্চম দফায় রবিবার 19টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি ৷ বাকি রয়েছে, ডায়মন্ড হারবার-সহ আরও চার আসনের তালিকা ৷

আরও পড়ুন:

  1. কলকাতা উত্তরে তাপস, ব্যারাকপুরে অর্জুন; বাংলার 19 আসনে প্রার্থী বিজেপির
  2. বামেদের আসন কংগ্রেসকে ছাড়া হবে না, সাফ জানিয়ে দিলেন বিমান বসু
  3. চব্বিশের লোকসভা নির্বাচন গণতন্ত্র বনাম বিজেপির লড়াই

নয়াদিল্লি, 24 মার্চ: বরাবারই স্পষ্টভাষী কঙ্গনা রানাওয়াত ৷ বিনো দুনিয়ার তারকা হয়েও তিনি নিজের জীবনকে কিংবা চিন্তাধারাকে রূপোলি পর্দায় সীমাবদ্ধ রাখেননি ৷ বলিউড কন্যে তাই বারংবার জড়িয়েছেন বিতর্কে ৷ কেউ কেউ তাঁর ছবির কথা মাথায় রেখে কঙ্গনাকে বলিউডের 'কন্ট্রোভার্সি ক্যুইন'ও আখ্যা দিয়েছেন ৷ আর রবিবার সরকারিভাবে রাজনীতির অন্দরে পা রাখলেন কঙ্গনা রানাওয়াত ৷ বেশকিছু দিন ধরে জল্পনা চলছিল তিনি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চলেছেন ৷ আর তাতেই এদিন সিলমোহর দিল গেরুয়া শিবির ৷

রবিবার বাংলার 19টি কেন্দ্র-সহ সারা দেশে মোট 111টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে গেরুয়া শিবির। তার মধ্যে অন্যতম চমক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ঘোষিত প্রার্থীতালিকায় জন্মস্থান হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে পদ্মফুল চিহ্নে লড়তে চলেছেন কঙ্গনা রানাওয়াত ৷ সেইসঙ্গে আরও এক জনপ্রিয় টেলি দুনিয়ার তারকাকে প্রার্থী করল বিজেপি ৷ ছোটপর্দায় 'রামায়ণ' ধারাবাহিকে রামচন্দ্রের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল লড়বেন যোগীরাজ্যের মেরঠ লোকসভা আসন থেকে ৷ প্রার্থী ঘোষণা হওয়ার পরই বিজেপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন কঙ্গনা।

সেখানে বলিউড নায়িকা লিখেছেন, "আমার প্রিয় ভারত এবং ভারতবাসীর নিজস্ব দল, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সর্বদা আমার নিঃশর্ত সমর্থন পেয়ে এসেছে ৷ আজ বিজেপির জাতীয় নেতৃত্ব আমাকে আমার জন্মস্থান হিমাচল প্রদেশ, মান্ডি (নির্বাচনী) থেকে তাদের লোকসভা প্রার্থী হিসাবে ঘোষণা করেছে ৷ আর আমি লোকসভা নির্বাচনে লড়ার বিষয়ে হাইকমান্ডের সিদ্ধান্তকে মেনে চলব ৷" উল্লেখ্য, লোকসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়তে শুরু করেছে ৷ প্রথম দফায় বাংলার 20টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি ৷ এরপর পঞ্চম দফায় রবিবার 19টি আসনে প্রার্থীতালিকা ঘোষণা করল বিজেপি ৷ বাকি রয়েছে, ডায়মন্ড হারবার-সহ আরও চার আসনের তালিকা ৷

আরও পড়ুন:

  1. কলকাতা উত্তরে তাপস, ব্যারাকপুরে অর্জুন; বাংলার 19 আসনে প্রার্থী বিজেপির
  2. বামেদের আসন কংগ্রেসকে ছাড়া হবে না, সাফ জানিয়ে দিলেন বিমান বসু
  3. চব্বিশের লোকসভা নির্বাচন গণতন্ত্র বনাম বিজেপির লড়াই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.