কলকাতা, 30 জুন: অভিনেত্রী তথা কাঞ্চন-ঘরণী শ্রীময়ী চট্টরাজ মল্লিকের আজ জন্মদিন । বিয়ের পর এটাই প্রথম জন্মদিন শ্রীময়ীর । স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আবেগী পোস্ট করেছেন কাঞ্চন ৷ তবে সেই পোস্টে মন্তব্য করার কোনও অপশন নেই ৷ কারণ সেই পোস্টের কমেন্ট সেকশনে তালা ঝুলিয়েছেন শ্রীময়ীর হাবি ৷ তবে এই বিশেষ দিনটা কীভাবে কাটাচ্ছেন, তা ইটিভি ভারতের সঙ্গে শেয়ার করলেন বার্থ ডে গার্ল ৷
স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে কাঞ্চন লিখেছেন, "শুভ জন্মদিন । ঈশ্বর তোর মনের সব ইচ্ছা পূরণ করুন । আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখব । আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব । হ্যাঁ, আমি বলতে পারি, আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুন ভাবে জীবনে পথ চলা শুরু করেছি । এই ভাবেই সব সময় আমার পাশে থাকিস । আমি তোকে খুব খুব খুব ভালবাসি ।"
তবে এই পোস্টে কারও সাধ্যি নেই কমেন্ট করার । শ্রীময়ীর জন্মদিনের পোস্টের কমেন্ট বাক্স লক করে রেখেছেন কাঞ্চন । অতীতের অভিজ্ঞতা থেকে ঠেকে শিখেছেন তিনি । বিয়ের সময় থেকে জামাইষষ্ঠী পর্যন্ত নানা পোস্টে নানা ভাবে ট্রোলড হয়েছেন এই দম্পতি ।
শ্রীময়ীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যোগাযোগ করা হলে ইটিভি ভারতকে অভিনেত্রী বলেন, "বাড়িতে দুপুরে মা রেঁধেছে । আর কাঞ্চন সব জোগাড় করেছে । আর রাতে বাইরে থেকে একজন খাবার বানিয়ে পাঠাবেন । শ্বশুরবাড়ির অনেক আত্মীয়-স্বজন আসবেন । এটুকুই । ঘরোয়াভাবেই পালন করছি জন্মদিন ।"
স্ত্রীকে প্রথম জন্মদিনে হাতঘড়ি উপহার দিয়েছেন কাঞ্চন । সঙ্গে কেক তো আছেই । রাত 12টায় মা-বাবা এবং কাঞ্চনকে পাশে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন শ্রীময়ী । সেই ছবিও ঘুরছে সামাজিক মাধ্যমে । বিয়ের পরে হানিমুনে না-গেলেও পরে তাজপুরে বেড়িয়ে এসেছেন কাঞ্চন ও শ্রীময়ী ৷