ETV Bharat / entertainment

কমল 'কল্কি'র টিকিটের দাম, প্রেক্ষাগৃহে প্রভাস-দীপিকার মাস্টারপিস দেখুন কম খরচে - Kalki 2898 AD - KALKI 2898 AD

Kalki 2898 AD makers Slash Ticket Prices For Fans: প্রভাস অনুরাগীদের জন্য বিরাট খবর ৷ দর্শকদের জন্য কমল টিকিটের দাম ৷ এবার প্রেক্ষাগৃহে বসে 'কল্কি' দেখুন আরও কম খরচে ৷ ভারতের যে কোনও প্রান্তে এই অফার প্রযোজ্য ৷

Kalki 2898 AD makers Slash Ticket Prices For Fans
কমল 'কল্কি'র টিকিটের দাম (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 2, 2024, 4:39 PM IST

হায়দরাবাদ, 2 অগস্ট: চলতি বছর বক্সঅফিসে সুনামি তুলেছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত 'কল্কি 2898 এডি' ৷ গ্লোবালি নির্মাতাদের ঝুলিতে এসেছে 1300 কোটি টাকা ৷ 27 জুন মুক্তি পাওয়া ছবি এখনও ব্যাট চালাচ্ছে সিনেমা হলে ৷ ছবির তুমুল সাফল্য দেখে নয়া চমক দিলেন নির্মতারা ৷ অনুরাগীদের ভালোবাসায় দিলেন রিটার্ন গিফট ৷ প্রেক্ষাগৃহে এখন মাত্র 100 টাকা খরচেই কল্কি-র টিকিট কাটতে পারবেন দর্শকরা ৷ খবর শুনে উচ্ছসিত দর্শকরা ৷

বৃহস্পতিবার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নির্মাতাদারে তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "ধন্যবাদ শব্দটা খুব ছোট ৷ এই সপ্তাহে আপনাদের ভালোবাসার কারণে সামান্য উপহার ৷ উপভোগ করুন মহা ব্লকব্লাস্টার কল্কি 2898 এডি মাত্র 100 টাকায় ৷ 2 অগস্ট থেকে এক সপ্তাহ পর্যন্ত ভারতের যে কোনও প্রান্তে এই সিনেমা দেখুন মাত্র 100 টাকায় ৷" এমন খবর সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীরা উচ্ছাস প্রকাশ করেছেন ফায়ার ও হার্ট ইমোজি ব্যবহার করে ৷ অনেকে আবার প্রেক্ষাগৃহে এই ছবি দেখবেন বলে কথা দিয়েছেন ৷

উত্তর আমেরিকায় 'কল্কি 2898 এডি' আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছে । সেই খুশি উদযাপন করতে প্রভাস অভিনীত ছবির নির্মাতারা সোশাল মিডিয়ায় একটি নতুন পোস্টার প্রকাশ করেন । ছবিটির সংগ্রহ এখন শাহরুখ খানের 'পাঠান'কে ছাপিয়ে গিয়েছে ৷ এটি উত্তর আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়েছে ।

নাগ অশ্বিনের মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ প্রথম এই ছবির নাম ছিল 'প্রোজেক্ট কে' ৷ তেলুগু ছাড়া 'কল্কি 2898 এডি' মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরাজি ভাষায় ৷

হায়দরাবাদ, 2 অগস্ট: চলতি বছর বক্সঅফিসে সুনামি তুলেছে প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত 'কল্কি 2898 এডি' ৷ গ্লোবালি নির্মাতাদের ঝুলিতে এসেছে 1300 কোটি টাকা ৷ 27 জুন মুক্তি পাওয়া ছবি এখনও ব্যাট চালাচ্ছে সিনেমা হলে ৷ ছবির তুমুল সাফল্য দেখে নয়া চমক দিলেন নির্মতারা ৷ অনুরাগীদের ভালোবাসায় দিলেন রিটার্ন গিফট ৷ প্রেক্ষাগৃহে এখন মাত্র 100 টাকা খরচেই কল্কি-র টিকিট কাটতে পারবেন দর্শকরা ৷ খবর শুনে উচ্ছসিত দর্শকরা ৷

বৃহস্পতিবার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নির্মাতাদারে তরফে এই ঘোষণা করা হয়েছে ৷ ক্যাপশনে লেখা, "ধন্যবাদ শব্দটা খুব ছোট ৷ এই সপ্তাহে আপনাদের ভালোবাসার কারণে সামান্য উপহার ৷ উপভোগ করুন মহা ব্লকব্লাস্টার কল্কি 2898 এডি মাত্র 100 টাকায় ৷ 2 অগস্ট থেকে এক সপ্তাহ পর্যন্ত ভারতের যে কোনও প্রান্তে এই সিনেমা দেখুন মাত্র 100 টাকায় ৷" এমন খবর সামনে আসতেই তা ভাইরাল হয়ে যায় নেটপাড়ায় ৷ সোশাল মিডিয়ায় অনুরাগীরা উচ্ছাস প্রকাশ করেছেন ফায়ার ও হার্ট ইমোজি ব্যবহার করে ৷ অনেকে আবার প্রেক্ষাগৃহে এই ছবি দেখবেন বলে কথা দিয়েছেন ৷

উত্তর আমেরিকায় 'কল্কি 2898 এডি' আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছে । সেই খুশি উদযাপন করতে প্রভাস অভিনীত ছবির নির্মাতারা সোশাল মিডিয়ায় একটি নতুন পোস্টার প্রকাশ করেন । ছবিটির সংগ্রহ এখন শাহরুখ খানের 'পাঠান'কে ছাপিয়ে গিয়েছে ৷ এটি উত্তর আমেরিকায় দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসেবে চিহ্নিত হয়েছে ।

নাগ অশ্বিনের মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি, শাশ্বত চট্টোপাধ্যায়কে ৷ প্রথম এই ছবির নাম ছিল 'প্রোজেক্ট কে' ৷ তেলুগু ছাড়া 'কল্কি 2898 এডি' মুক্তি পেয়েছে তামিল, মালয়লম, কন্নড়, হিন্দি ও ইংরাজি ভাষায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.