ETV Bharat / entertainment

মার্ভেল সিরিজের ছবিকে টক্কর প্রভাসের, প্রেক্ষাগৃহে দর্শক টানছে 'কল্কি' - Kalki 2898 AD box office collection

author img

By ETV Bharat Entertainment Team

Published : Jul 30, 2024, 1:11 PM IST

Kalki 2898 AD vs Deadpool and Wolverine: সামনে প্রতিযোগিতায় রয়েছে হলিউডের বড় সিনেমা 'ডেডপুল অ্যান্ড উলভারিন' ৷ তারপরেই প্রভাসের 'কল্কি 2898 এডি' দৌড়চ্ছে সিনেপর্দায় ৷ ভারতে ও গ্লোবালি ছবির বক্সঅফিস কালেকশন দুর্দান্ত ৷ তেলুগু ও হিন্দি ভার্সনে এখনও ভালো আয় করছে নাগ অশ্বিনের ছবি ৷

Kalki 2898 AD
33তম দিনেও প্রেক্ষাগৃহে দর্শক টানছে 'কল্কি' (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 30 জুলাই: মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবি 'কল্কি 2898 এডি' বক্সঅফিসে থামার নাম নিচ্ছে না ৷ ইতিমধ্যেই গ্লোবালি ছবির কালেকশন অতিক্রম করেছে 1000 কোটির ক্লাব ৷ 27 জুন মুক্তি পাওয়া 600 কোটি টাকা বাজেটের ছবি প্রতিযোগিতায় পাল্লা দিচ্ছে হলিউড ছবির সঙ্গেও ৷ বলা যায়, নাগ অশ্বিনের এই ছবির স্টোরিটেলিং, ভিএফএক্স, সিনেমাটোগ্রাফির দিক থেকে জোর টক্কর দিচ্ছে মুক্তি পাওয়া হলিউড ছবি 'ডেডপুল অ্যান্ড উলভারিন'কে ৷

ভারতে 'কল্কি'র বক্সঅফিস রিপোর্ট

স্যাকনিল্ক অনুযায়ী ভারতে এই ছবি আয় করেছে 633.05 কোটি টাকা ৷ তার মধ্যে তেলুগু ভাষায় ছবির কালেকশন হিন্দির থেকে বেশি ৷ বরং সেই তালিকায় পিছনে রয়েছে তামিল, মালয়লম ও কন্নড় ভাষায় ছবির কালেকশন ৷

Kalki 2898 AD vs Deadpool and Wolverine
'কল্কি'র সঙ্গে অন্যান্য ছবির প্রতিযোগিতা (ইটিভি ভারত)

'কল্কি'র উপর নতুন ছবির প্রভাব

ভারতে মুক্তি পেয়েছে হলিউডের মার্ভেল সিরিজের ছবি 'ডেডপুল অ্যান্ড উলভারিন' ৷ প্রথমদিনেই ছবির বক্সঅফিসে এসেছে 64.55 কোটি টাকা ৷ ফলে কল্কির বক্সঅফিসে প্রভাব তো একটু পড়েইছে ৷ শন লেভি পরিচালিত এই ছবিতে রয়েছেন রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান, লেসলি উগামস, এমা করিন, মোরেনা ব্যাকারিন এবং ব্রায়ানা হিলডেব্র্যান্ড ৷ মার্ভেল সিরিজের ছবি এমনিতেই দর্শকরা পছন্দ করেন ৷ ফলত, 'কল্কি'র বক্সঅফিস রয়েছে প্রতিযোগিতায় ৷ অন্যদিকে রয়েছে ভিকি কৌশল-তৃপ্তি দামরি অভিনীত 'ব্যাড নিউজ' ও অক্ষয় কুমারের 'সরফিরা' ৷ তা সত্ত্বেও প্রেক্ষাগৃহে ভালো দর্শক টনতে সক্ষম প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত 'কল্কি' ৷

Kalki 2898 AD vs Deadpool and Wolverine
প্রভাসের কল্কির বক্সঅফিস রিপোর্ট (ইটিভি ভারত)

শাহরুখ খানের জওয়ান ছবিকে টেক্কা 'কল্কি'র

পাশাপাশি ভারতে শাহরুখ খানের 'জওয়ান' ছবির বক্সঅফিস কালেকশনকে মাত দিতে প্রস্তুত 'কল্কি' ৷ আর মাত্র 7 কোটি টাকা ঘরে এলেই 'জওয়ান' ছবির 640.25 কোটি টাকা কালেকশনকে পিছনে ফেলবে প্রভাসের ছবি ৷ এখন দেখা যাক, ভারতের ইতিহাসে অন্যতম এই ছবি বক্সঅফিসে কোন কোন রেকর্ড ব্রেক করে ৷

হায়দরাবাদ, 30 জুলাই: মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবি 'কল্কি 2898 এডি' বক্সঅফিসে থামার নাম নিচ্ছে না ৷ ইতিমধ্যেই গ্লোবালি ছবির কালেকশন অতিক্রম করেছে 1000 কোটির ক্লাব ৷ 27 জুন মুক্তি পাওয়া 600 কোটি টাকা বাজেটের ছবি প্রতিযোগিতায় পাল্লা দিচ্ছে হলিউড ছবির সঙ্গেও ৷ বলা যায়, নাগ অশ্বিনের এই ছবির স্টোরিটেলিং, ভিএফএক্স, সিনেমাটোগ্রাফির দিক থেকে জোর টক্কর দিচ্ছে মুক্তি পাওয়া হলিউড ছবি 'ডেডপুল অ্যান্ড উলভারিন'কে ৷

ভারতে 'কল্কি'র বক্সঅফিস রিপোর্ট

স্যাকনিল্ক অনুযায়ী ভারতে এই ছবি আয় করেছে 633.05 কোটি টাকা ৷ তার মধ্যে তেলুগু ভাষায় ছবির কালেকশন হিন্দির থেকে বেশি ৷ বরং সেই তালিকায় পিছনে রয়েছে তামিল, মালয়লম ও কন্নড় ভাষায় ছবির কালেকশন ৷

Kalki 2898 AD vs Deadpool and Wolverine
'কল্কি'র সঙ্গে অন্যান্য ছবির প্রতিযোগিতা (ইটিভি ভারত)

'কল্কি'র উপর নতুন ছবির প্রভাব

ভারতে মুক্তি পেয়েছে হলিউডের মার্ভেল সিরিজের ছবি 'ডেডপুল অ্যান্ড উলভারিন' ৷ প্রথমদিনেই ছবির বক্সঅফিসে এসেছে 64.55 কোটি টাকা ৷ ফলে কল্কির বক্সঅফিসে প্রভাব তো একটু পড়েইছে ৷ শন লেভি পরিচালিত এই ছবিতে রয়েছেন রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান, লেসলি উগামস, এমা করিন, মোরেনা ব্যাকারিন এবং ব্রায়ানা হিলডেব্র্যান্ড ৷ মার্ভেল সিরিজের ছবি এমনিতেই দর্শকরা পছন্দ করেন ৷ ফলত, 'কল্কি'র বক্সঅফিস রয়েছে প্রতিযোগিতায় ৷ অন্যদিকে রয়েছে ভিকি কৌশল-তৃপ্তি দামরি অভিনীত 'ব্যাড নিউজ' ও অক্ষয় কুমারের 'সরফিরা' ৷ তা সত্ত্বেও প্রেক্ষাগৃহে ভালো দর্শক টনতে সক্ষম প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত 'কল্কি' ৷

Kalki 2898 AD vs Deadpool and Wolverine
প্রভাসের কল্কির বক্সঅফিস রিপোর্ট (ইটিভি ভারত)

শাহরুখ খানের জওয়ান ছবিকে টেক্কা 'কল্কি'র

পাশাপাশি ভারতে শাহরুখ খানের 'জওয়ান' ছবির বক্সঅফিস কালেকশনকে মাত দিতে প্রস্তুত 'কল্কি' ৷ আর মাত্র 7 কোটি টাকা ঘরে এলেই 'জওয়ান' ছবির 640.25 কোটি টাকা কালেকশনকে পিছনে ফেলবে প্রভাসের ছবি ৷ এখন দেখা যাক, ভারতের ইতিহাসে অন্যতম এই ছবি বক্সঅফিসে কোন কোন রেকর্ড ব্রেক করে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.