হায়দরাবাদ, 30 জুলাই: মাইথোলজিক্যাল সাইন্স-ফিকশন ছবি 'কল্কি 2898 এডি' বক্সঅফিসে থামার নাম নিচ্ছে না ৷ ইতিমধ্যেই গ্লোবালি ছবির কালেকশন অতিক্রম করেছে 1000 কোটির ক্লাব ৷ 27 জুন মুক্তি পাওয়া 600 কোটি টাকা বাজেটের ছবি প্রতিযোগিতায় পাল্লা দিচ্ছে হলিউড ছবির সঙ্গেও ৷ বলা যায়, নাগ অশ্বিনের এই ছবির স্টোরিটেলিং, ভিএফএক্স, সিনেমাটোগ্রাফির দিক থেকে জোর টক্কর দিচ্ছে মুক্তি পাওয়া হলিউড ছবি 'ডেডপুল অ্যান্ড উলভারিন'কে ৷
ভারতে 'কল্কি'র বক্সঅফিস রিপোর্ট
স্যাকনিল্ক অনুযায়ী ভারতে এই ছবি আয় করেছে 633.05 কোটি টাকা ৷ তার মধ্যে তেলুগু ভাষায় ছবির কালেকশন হিন্দির থেকে বেশি ৷ বরং সেই তালিকায় পিছনে রয়েছে তামিল, মালয়লম ও কন্নড় ভাষায় ছবির কালেকশন ৷
'কল্কি'র উপর নতুন ছবির প্রভাব
ভারতে মুক্তি পেয়েছে হলিউডের মার্ভেল সিরিজের ছবি 'ডেডপুল অ্যান্ড উলভারিন' ৷ প্রথমদিনেই ছবির বক্সঅফিসে এসেছে 64.55 কোটি টাকা ৷ ফলে কল্কির বক্সঅফিসে প্রভাব তো একটু পড়েইছে ৷ শন লেভি পরিচালিত এই ছবিতে রয়েছেন রায়ান রেনল্ডস এবং হিউ জ্যাকম্যান, লেসলি উগামস, এমা করিন, মোরেনা ব্যাকারিন এবং ব্রায়ানা হিলডেব্র্যান্ড ৷ মার্ভেল সিরিজের ছবি এমনিতেই দর্শকরা পছন্দ করেন ৷ ফলত, 'কল্কি'র বক্সঅফিস রয়েছে প্রতিযোগিতায় ৷ অন্যদিকে রয়েছে ভিকি কৌশল-তৃপ্তি দামরি অভিনীত 'ব্যাড নিউজ' ও অক্ষয় কুমারের 'সরফিরা' ৷ তা সত্ত্বেও প্রেক্ষাগৃহে ভালো দর্শক টনতে সক্ষম প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত 'কল্কি' ৷
শাহরুখ খানের জওয়ান ছবিকে টেক্কা 'কল্কি'র
পাশাপাশি ভারতে শাহরুখ খানের 'জওয়ান' ছবির বক্সঅফিস কালেকশনকে মাত দিতে প্রস্তুত 'কল্কি' ৷ আর মাত্র 7 কোটি টাকা ঘরে এলেই 'জওয়ান' ছবির 640.25 কোটি টাকা কালেকশনকে পিছনে ফেলবে প্রভাসের ছবি ৷ এখন দেখা যাক, ভারতের ইতিহাসে অন্যতম এই ছবি বক্সঅফিসে কোন কোন রেকর্ড ব্রেক করে ৷