হায়দরাবাদ, 9 অগস্ট: স্বাধীনতা দিবসে মুক্তি পাবে 'ভেদা' ৷ শুরু হয়ে গিয়েছে ছবির প্রোমোশন ৷ সম্প্রতি ছবির ট্রেলার লঞ্জে বাকবিতণ্ডায় জড়ান অভিনেতা জন আব্রাহাম ৷ এক বিনোদন সাংবাদিকের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে তাঁকে 'মূর্খ' বলে বিতর্কে জড়ান তিনি ৷ সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় কেন এমন কথা বলেছেন, জানান জন ৷
সেই সাক্ষাৎকারে জন জানান, সেই সাংবাদিক তাঁকে বারবার উত্তক্ত করছিলেন ৷ এমন কিছু প্রশ্ন করছিলেন যা তাঁর কাছে ছিল প্ররোচনামূলক ৷ তিনি বলেন, "আমি জানি যে একজন লোককে সেখানে বসানো হয়েছিল আমাকে উত্তেজিত করার জন্য ৷ আমার খারাপ ইমেজ তৈরি করার জন্য ৷ আমাকে উত্তেজিত করার জন্য। আমাকে অবশ্যই বলতে হবে, সে জিতেছে এবং আমি হেরেছি ৷ কারণ আমি রেগে গিয়েছিলাম ৷" অভিনেতা আরও বলেন, " আমার মনে হয়েছে তিনি কোনও উর্ধ্বতনের নির্দেশ মেনে এমনটা করেছেন ৷ কনটেন্ট তৈরির নামে আমাকে উত্তেজিত করাই মূল লক্ষ্য ছিল ৷ বারবার একই জিনিস করার পরেই সেই প্ররোচনায় পা দিয়ে ফেলি ৷ তারপরেই এই প্রতিক্রিয়া আসে আমার ৷"
জন জানান, দীর্ঘ সময় ধরে তিনি এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি ৷ ফলে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা কীভাবে করতে হয় তা অভ্যাসের বাইরে চলে গিয়েছে ৷ পাশাপাশি তিনি জানান, এই ধরনের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান তিনি একদম পছন্দ করেন না ৷ অভিনেতা বলেন, "আমি ট্রেলার লঞ্চ অনুষ্ঠান একদম পছন্দ করি না ৷ কারণ সাংবাদিকরা সেই একই, বোকা বোকা প্রশ্ন করেন ৷ আমার মনে হয় বিনোদন জগত নিয়ে সাংবাদিকতা ভারতে নষ্ট হয়ে গিয়েছে ৷ কেউ আর বুদ্ধিমত্তার প্রশ্ন করেন না ৷"
প্রসঙ্গত, এক সাংবাদিক জনের সিনেমা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন ৷ অ্যাকশন জোনের সিনেমা কেন জন বেছে নেন বারবার সেই নিয়ে প্রশ্ন তোলেন ৷ এরপরেই জন উত্তর দেন, "আপনি কি বেদা দেখেছেন? আমি এই প্রশ্নকে অবান্তর বলতে পারি? মূর্খের মতো প্রশ্ন বলতে পারি? যখন আপনি ছবিটি দেখেননি তখন কি করে নিজের মতামত প্রকাশ করছেন ৷ যান আগে গিয়ে সিনেমাটা দেখুন ৷ তারপর আমি আপনার সব কথা শুনব ৷" এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় ওঠে ৷ তবে সেই সবকিছুকে পাত্তা দিতে নারাজ জন ৷ তিনি তার ছবি নিয়েই ব্যস্ত থাকতে চান ৷ 15 অগস্ট মুক্তির অপেক্ষায় 'ভেদা' ৷ তার বক্সঅফিস ফল কী হয় এখন সেই দিকে তাকিয়ে সকলে ৷