হায়দরাবাদ, 29 নভেম্বর: চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর গ্রেফতারির পর থেকে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ ৷ বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে বেশ কিছু জায়গায় ৷ প্রতিবেশী দেশে শান্তি ফেরানোর আবেদন জানিয়েছেন অনেক টলিউডের শিল্পীরা ৷ পাশাপাশি, মহারাজের নিঃশর্ত মুক্তির দাবিও জানান সোশাল মিডিয়ায় ৷ এরমধ্যেই নতুন কিছু ছবি ঘুরে বেড়াচ্ছে নেটপাড়ায় ৷
যেখানে দেখা গিয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে ৷ সেই ছবির সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ তবে ছবিগুলি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা জীতু কমল ৷ তিনি এই ঘটনার প্রতিবাদ করেছেন ৷ এদিন সোশাল মিডিয়ায় তিনটি ছবি শেয়ার করেন জীতু ৷
ক্যাপশনে লেখেন, "যে দেশের সংস্কৃতি,খাদ্য ,বস্ত্র বিপনীর উপমা একসময় সারা বিশ্বব্যাপী বন্দিত হয়েছে/হচ্ছেও বোধ করি। যার জাতীয় সংগীত হাঁ করে শুনি। ক্রিকেট মাঠে নিজের দেশ কোন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলে, পরবর্তীতে মন থেকে তোমাদের সাপোর্ট করে এসেছি। আর আজ কী রূপ তুমি দেখাচ্ছ! বিশ্বাস করো,আজও তোমায় ভালোবাসি। স্নেহ-ভালোবাসা আজও আছে তোমার প্রতি। বহু কু-কথা,অসম্মান চুপ করে সহ্য করি, নিজের ভাতৃত্ববোধের কথা ভেবে।তুমি তো আমাদেরই অঙ্গ। কিন্তু আজ কী করলে তুমি ৷... "
এরপর জীতু লেখেন, "এ পতাকা, এ দেশ তোমায় কোনদিন কোনো সাহায্য করেনি? কোনদিন তোমার বিপদে পাশে দাঁড়াই নি? তোমার দেশের কোন শিল্পী,কোন সভ্যকে কোনদিন অসম্মান করেছে? ঈশ্বর বা আল্লাহ যাই মানো না কেন, কসম খেয়ে বলো দেখি।.... 150 কোটি তোমায় হুমকি দিচ্ছে না । সাবধান করছে। এরপর মারপিট হবে না,শুধু মারই হবে একটা সময়। কারণ, এ দেশ আমার দেশ। এ ভারতবর্ষ আমার ভারতবর্ষ। আমি একে যে, তোমার থেকে একটু হলেও বেশি ভালোবাসি।"
এমন পোস্ট সামনে আসার পর কমেন্ট সেকশনে অনেকে প্রশ্ন তোলেন ৷ তার মধ্যে এক নেটিজেন লেখেন, "আচ্ছা জীতু কামাল আমার দেশের পতাকাকে যে অবমাননা করা হয়েছে কোথায় ছিলেন আপনি? আপনাদের তো কোন প্রতিবেশীরই সম্পর্ক ভালো না। ...খুব সাধু না আপনারা। আমাদের দেশে আপনাদের কোন হস্তক্ষেপ আমরা মানবো না মনে রাখবেন।"
এই মন্তব্যের উত্তরও দেন জীতু ৷ তিনি শান্তভাবে লেখেন, "কেন মানবেন?? আপনার দেশ আপনার! প্রতিবাদ করুন। তবে দেশের পতাকা মারিয়ে নয়। দেখান আপনাদের দেশের পতাকা অসম্মান করা হচ্ছে! নিশ্চয় প্রতিবাদ করবো ৷"
সোশাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ দুঃখজনক বলে মন্তব্য করেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ৷