হায়দরাবাদ, 30 জুলাই: নিজের নামের সঙ্গে স্বামীর নাম জুড়তেই ক্ষেপে গেলেন অভিনেত্রী তথা রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন ৷ সোমবার একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জয়া বচ্চনের নামের সঙ্গে অমিতাভের নাম যুক্ত করে সম্বোধন করেন ৷ এমন হতেই, জয়া বচ্চন অসন্তোষ প্রকাশ করে জানান, স্বামীর নামেই কেন মেয়েদের পরিচিত হবে? যেন মেয়েদের কোনও অস্তিত্ব নেই ৷
सांसद जया बच्चन राज्यसभा में भड़क गईं। दरअसल जब उन्हें 'जया अमिताभ बच्चन' नाम से पुकारा गया तो उन्होंने इस मुद्दे पर जमकर एतराज जताया। #parliament2024 #jayabachchan pic.twitter.com/69GbzAncN8
— Alka Awasthi (@alkaawasthi01) July 29, 2024
পুরো ঘটনাটি ঘটেছে সোমবার পার্লামেন্ট সেশন চলাকালীন ৷ সেখানে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং জয়াকে বলেন, "শ্রীমতী জয়া অমিতাভ বচ্চন জি, প্লিজ ৷" এরপরেই অভিনেত্রী জয়া বচ্চন প্রত্যুত্তরে বলেন, "শুধু জয়া বচ্চন বললেই হতো ৷" এরপরেই ডেপুটি চেয়ারম্যান সঙ্গে সঙ্গে জানান, ফাইলে তাঁর নাম যেভাবে লেখা রয়েছে সেটাই তিনি বলেছেন ৷
এই ক্লারিফিকেশন আসার পরও থামেন না জয়া ৷ রাজ্যসভায় দাঁড়িয়ে তিনি বলেন, "এটা কোনও নতুন নিয়ম বোধ হয়, যেখানে মহিলারা তাঁদের স্বামীর নামে পরিচিত হচ্ছেন ৷ যেন মহিলাদের কোনও অস্তিত্ব নেই ৷ ওদের যেন কোনও অনুভূতিই নেই ৷" নেটপাড়ায় জয়া বচ্চনের এই মন্তব্যের ভিডিয়ো ছড়িয়ে পড়ে ৷ অনেক নেটিজেন এই বিষয়কে সমর্থনও জানিয়েছেন ৷
উল্লেখ্য, 1973 সালে লেজেন্ডারি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন জয়া বচ্চন ৷ তাঁদের দুটি সন্তান রয়েছে ৷ অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা ৷ অমিতাভ-জয়া একাধিক ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন ৷ তার মধ্যে উল্লেখ্যযোগ্য 'কভি খুশি কভি গম', 'শোলে', 'শিলশিলা', 'চুপকে চুপকে', 'অভিমান', 'জঞ্জির', 'মিলি' ৷