ETV Bharat / entertainment

হৃতিক-দীপিকার চুম্বন দৃশ্যে আপত্তি বায়ুসেনার! টিম 'ফাইটার'কে আইনি নোটিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 6:04 PM IST

Updated : Feb 6, 2024, 9:43 PM IST

Fighter Team: বক্সঅফিসে বেশ ভালোই এগোচ্ছিল সিদ্ধার্থ আনন্দের ফাইটার ৷ তবে ক্লাইম্যাক্স হৃতিক-দীপিকার ঘনিষ্ঠ দৃশ্যের জন্য আইনি বিপাকে পড়লেন ছবির কলাকুশলীরা ৷

Etv Bharat
আইনি বিপাকে 'ফাইটার' টিম

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: বিতর্কের মুখে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার' ৷ হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন অভিনীত এরিয়াল অ্যাকশনার ছবির শেষ দৃশ্য নিয়ে ভারতীয়ে বায়ুসেনার কোপে পড়তে হল ছবিকে ৷ বায়ুসেনার পোশাকে হৃতিক-দীপিকার চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক ৷ এমনকী সেই অফিসার ছবির নির্মাতাদের বিরুদ্ধে জারি করেছেন আইনি নোটিশ ৷

ছবিতে দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছে স্কোয়াড্রন লিডার মিনি রাঠোরের চরিত্রে ৷ হৃতিককে দেখা গিয়েছে স্কোয়াড্রন লিডার শ্যামসের পাঠানিয়া অর্থাৎ প্যাটির চরিত্রে ৷ পুরো ছবিটিতে দেশপ্রেমের পাশাপাশি তুলে ধরা হয়েছে মিনি ও প্যাটির ব্যক্তিগত জীবন ও পেশাগত নানা জটিলতা ৷ ছবির শেষে দেশের শত্রুদের কুপোকাত করে যখন সকলের মুখে যুদ্ধ জয়ের হাসি, সেই সময়ে প্যাটি-মিনিকে দেখা যায় অন্তরঙ্গ দৃশ্যে ৷ সেখানে তাঁদের দেখা যায় একে অপরকে চুম্বন করতে ৷ তাঁরা যে 'কিস' করেছেন, সেটা আদৌ সমস্যার বিষয় নয় ৷ বায়ুসেনার আধিকারিক আইনি নোটিস দিয়েছেন মূলত এয়ারফোর্সের পোশাক পড়ে এই দৃশ্য শুট করায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ছবি 'ফাইটার' ৷ সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পায় এই ছবি ৷ ভারতীয় বায়ুসেনার চরিত্রে দেখা যায় হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে ৷ অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়কে ৷ 12 দিনে বক্সঅফিসে এই ছবি আয় করেছে 178 কোটি টাকা ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ আনন্দ ও রামন চিব ৷ প্রযোজনায় ভায়াকম 18 স্টুডিয়োজ ও মারফ্লিক্স পিকচার্স ৷ প্রথমবার ছবিতে জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন ৷ মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ছবির সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করবে প্রযোজনা সংস্থা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: বিতর্কের মুখে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'ফাইটার' ৷ হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন অভিনীত এরিয়াল অ্যাকশনার ছবির শেষ দৃশ্য নিয়ে ভারতীয়ে বায়ুসেনার কোপে পড়তে হল ছবিকে ৷ বায়ুসেনার পোশাকে হৃতিক-দীপিকার চুম্বন দৃশ্য নিয়ে আপত্তি তুলেছেন ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক ৷ এমনকী সেই অফিসার ছবির নির্মাতাদের বিরুদ্ধে জারি করেছেন আইনি নোটিশ ৷

ছবিতে দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছে স্কোয়াড্রন লিডার মিনি রাঠোরের চরিত্রে ৷ হৃতিককে দেখা গিয়েছে স্কোয়াড্রন লিডার শ্যামসের পাঠানিয়া অর্থাৎ প্যাটির চরিত্রে ৷ পুরো ছবিটিতে দেশপ্রেমের পাশাপাশি তুলে ধরা হয়েছে মিনি ও প্যাটির ব্যক্তিগত জীবন ও পেশাগত নানা জটিলতা ৷ ছবির শেষে দেশের শত্রুদের কুপোকাত করে যখন সকলের মুখে যুদ্ধ জয়ের হাসি, সেই সময়ে প্যাটি-মিনিকে দেখা যায় অন্তরঙ্গ দৃশ্যে ৷ সেখানে তাঁদের দেখা যায় একে অপরকে চুম্বন করতে ৷ তাঁরা যে 'কিস' করেছেন, সেটা আদৌ সমস্যার বিষয় নয় ৷ বায়ুসেনার আধিকারিক আইনি নোটিস দিয়েছেন মূলত এয়ারফোর্সের পোশাক পড়ে এই দৃশ্য শুট করায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন ছবি 'ফাইটার' ৷ সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে মুক্তি পায় এই ছবি ৷ ভারতীয় বায়ুসেনার চরিত্রে দেখা যায় হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে ৷ অনান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় অনিল কাপুর, করণ সিং গ্রোভার ও অক্ষয় ওবেরয়কে ৷ 12 দিনে বক্সঅফিসে এই ছবি আয় করেছে 178 কোটি টাকা ৷ ছবির চিত্রনাট্য লিখেছেন সিদ্ধার্থ আনন্দ ও রামন চিব ৷ প্রযোজনায় ভায়াকম 18 স্টুডিয়োজ ও মারফ্লিক্স পিকচার্স ৷ প্রথমবার ছবিতে জুটি বেঁধেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন ৷ মনে করা হচ্ছে, খুব শীঘ্রই ছবির সিক্যুয়েল নিয়ে কাজ শুরু করবে প্রযোজনা সংস্থা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন:

1. পর্দায় আসছে জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির নয়া কিস্তি, প্রেক্ষাগৃহে মুক্তি কবে ?

2. সিনেমার প্রস্তাব দিতেই 'অ্যানিম্যাল' পরিচালকের ওপর চোটলেন কঙ্গনা

3. বিয়ের পিঁড়িতে সুস্মিতা সেন! প্রেমিক রহমানকে নিয়ে বড় ঘোষণা অভিনেত্রীর

Last Updated : Feb 6, 2024, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.