ETV Bharat / entertainment

'গোমাংস খাই না, আমি গর্বিত হিন্দু', কংগ্রেস নেতার অভিযোগ ওড়ালেন কঙ্গনা - KANGANA RANAUT - KANGANA RANAUT

Kangana Ranaut: গরুর মাংস খাওয়া নিয়ে কংগ্রেস নেতার মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করে এই অভিযোগকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

Kangana Ranaut
'বিফ খাইনা, আমি গর্বিত হিন্দু', কংগ্রেস নেতার অভিযোগ ওড়ালেন কঙ্গনা৷
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 4:41 PM IST

হায়দরাবাদ, 8 এপ্রিল: বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়াত গরুর মাংস খেতে পছন্দ করেন বলে কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার অভিযোগের পরেই এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা তার সোশাল মিডিয়া হ্যান্ডেলে কংগ্রেস নেতার এই অভিযোগকে 'ভিত্তিহীন গুজব' বলে উল্লেখ করেছেন। হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনাকে বিজেপির টিকিট দেওয়ার পরে অভিনেত্রী গোমাংস খান দাবি করেন কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার৷ এই দাবির পরই বিজেপি প্রার্থীর সোজাসাপ্টা প্রতিক্রিয়া মিলল।

অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে কঙ্গনা তাঁর বিরুদ্ধে তোলা কংগ্রেস নেতার 'গোমাংস খাওয়া'র দাবির পর তৈরি হওয়া জল্পনায় ইতি টানতে চেয়েছেন। হিন্দু সংস্কৃতির একজন প্রবক্তা, অভিনেত্রী লিখেছেন, "আমি গোমাংস বা অন্য কোনও ধরনের রেড মিট খাই না৷ এটা লজ্জাজনক যে আমাকে নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে ৷ আমি কয়েক দশক ধরে যোগ ব্যায়াম ও আয়ুর্বেদিক শাস্ত্র নির্ভর জীবনযাত্রার পক্ষে এবং এ নিয়ে প্রচারও করছি ৷ তাই আমার ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের কৌশল কাজ করবে না। আমার কাছের মানুষরা আমাকে চেনে এবং তারা জানেন যে আমি একজন গর্বিত হিন্দু এবং এমন কিছুই তাদের কখনও বিভ্রান্ত করতে পারবে না ৷ জয় শ্রী রাম।"

শুক্রবার মহারাষ্ট্রের এক সমাবেশে কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার দাবি করেন, কঙ্গনা আগে গরুর মাংস খাওয়ার কথা স্বীকার করেছিলেন। কংগ্রেস নেতার জানান, হিমাচল প্রদেশের মান্ডি আসনের জন্য বিজেপির লোকসভার প্রার্থী, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আগে নিজের মাইক্রো-ব্লগিং সাইট এক্স (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) স্বীকার করেছিলেন যে তিনি গোমাংস খেয়েছেন। বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় ওয়াডেত্তিওয়ারের মন্তব্যের জবাবে বলেন, "এটি কংগ্রেসের নোংরা সংস্কৃতির পরিচয়।"

আরও পড়ুন:

  1. ' নেহেরু নন, নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী', কেন এমন বললেন কঙ্গনা, দিলেন 'প্রমাণও'
  2. 'ভগবান রাম-বিষ্ণুর অংশ নরেন্দ্র মোদি', মান্ডির প্রচারে মন্তব্য কঙ্গনা'র
  3. লোকসভায় প্রার্থী হয়ে রাজনীতিতে পা 'ঝাঁসির রানি' কঙ্গনার, প্রার্থী তালিকায় রিলের রামচন্দ্রও

হায়দরাবাদ, 8 এপ্রিল: বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়াত গরুর মাংস খেতে পছন্দ করেন বলে কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার অভিযোগের পরেই এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। কঙ্গনা তার সোশাল মিডিয়া হ্যান্ডেলে কংগ্রেস নেতার এই অভিযোগকে 'ভিত্তিহীন গুজব' বলে উল্লেখ করেছেন। হিমাচল প্রদেশের মান্ডি থেকে কঙ্গনাকে বিজেপির টিকিট দেওয়ার পরে অভিনেত্রী গোমাংস খান দাবি করেন কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার৷ এই দাবির পরই বিজেপি প্রার্থীর সোজাসাপ্টা প্রতিক্রিয়া মিলল।

অফিসিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডেলে কঙ্গনা তাঁর বিরুদ্ধে তোলা কংগ্রেস নেতার 'গোমাংস খাওয়া'র দাবির পর তৈরি হওয়া জল্পনায় ইতি টানতে চেয়েছেন। হিন্দু সংস্কৃতির একজন প্রবক্তা, অভিনেত্রী লিখেছেন, "আমি গোমাংস বা অন্য কোনও ধরনের রেড মিট খাই না৷ এটা লজ্জাজনক যে আমাকে নিয়ে সম্পূর্ণ ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে ৷ আমি কয়েক দশক ধরে যোগ ব্যায়াম ও আয়ুর্বেদিক শাস্ত্র নির্ভর জীবনযাত্রার পক্ষে এবং এ নিয়ে প্রচারও করছি ৷ তাই আমার ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের কৌশল কাজ করবে না। আমার কাছের মানুষরা আমাকে চেনে এবং তারা জানেন যে আমি একজন গর্বিত হিন্দু এবং এমন কিছুই তাদের কখনও বিভ্রান্ত করতে পারবে না ৷ জয় শ্রী রাম।"

শুক্রবার মহারাষ্ট্রের এক সমাবেশে কংগ্রেস নেতা বিজয় ওয়াডেত্তিওয়ার দাবি করেন, কঙ্গনা আগে গরুর মাংস খাওয়ার কথা স্বীকার করেছিলেন। কংগ্রেস নেতার জানান, হিমাচল প্রদেশের মান্ডি আসনের জন্য বিজেপির লোকসভার প্রার্থী, অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আগে নিজের মাইক্রো-ব্লগিং সাইট এক্স (যা আগে টুইটার নামে পরিচিত ছিল) স্বীকার করেছিলেন যে তিনি গোমাংস খেয়েছেন। বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায় ওয়াডেত্তিওয়ারের মন্তব্যের জবাবে বলেন, "এটি কংগ্রেসের নোংরা সংস্কৃতির পরিচয়।"

আরও পড়ুন:

  1. ' নেহেরু নন, নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী', কেন এমন বললেন কঙ্গনা, দিলেন 'প্রমাণও'
  2. 'ভগবান রাম-বিষ্ণুর অংশ নরেন্দ্র মোদি', মান্ডির প্রচারে মন্তব্য কঙ্গনা'র
  3. লোকসভায় প্রার্থী হয়ে রাজনীতিতে পা 'ঝাঁসির রানি' কঙ্গনার, প্রার্থী তালিকায় রিলের রামচন্দ্রও
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.