ETV Bharat / entertainment

অ্যাডভান্স বুকিংয়ে সুনামি, মুক্তির আগেই ভালো আয় 'গোট' বিজয়ের - Vijay GOAT Advance Booking - VIJAY GOAT ADVANCE BOOKING

The Greatest of All Time (GOAT): মুক্তির অপেক্ষায় দক্ষিণী তারকা বিজয় অভিনীত 'গোট' (দ্য গ্রেটেস্ট অলটাইম) ৷ শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং ৷ প্রথমদিনেই ভারতে কেমন হল বিজয়ের ছবির টিকিট বিক্রি ?

The Greatest of All Time (GOAT)
দক্ষিণী তারকা বিজয় অভিনীত 'গোট' (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 2, 2024, 4:02 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: চলতি সপ্তাহে মুক্তির অপেক্ষায় আরও একটি বিগ বাজেটের দক্ষিণী ছবি ৷ 5 তারিখ মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত থালাপথি বিজয় অভিনীত 'গোট' (দ্য গ্রেটেস্ট অলটাইম) ৷ শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং৷ প্রথম দিনেই অ্যাডভান্স বুকিংয়ে ভালোই ব্যবসা করছে এই ছবি ৷

তামিল ছবি 'গোট'-এর ইতিমধ্যেই টিকিট বিক্রি হয়ে গিয়েছে 1লাখ 90 হাজার 894টি ৷ ফলে ইতিমধ্যেই ছবি আয় করে নিয়েছে 4কোটি 14 লাখ 2 হাজার 897 টাকা ৷ এই আয় শুধুমাত্র হয়েছে 2ডি স্ক্রিনিংয়ে টিকিট বিক্রি থেকে ৷ আইম্যাক্স 2ডি ফরম্যাটে টিকিট বিক্রি হয়েছে 1 হাজার 137টি ৷ আয় হয়েছে 1 লাখ 41 হাজার 120 টাকা ৷ তেলুগু ভাষায় ছবির টিকিট বিক্রি হয়েছে 1 হাজার 902টি ৷ আয়ের পরিমাণ 2 লাখ 19 হাজার 887 টাকা ৷ অর্থাৎ এই ছবি মোট শো পেয়েছে 3 হাজার 825টি ৷

ভেঙ্কট প্রভু পরিচালিত এবং এজিএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, 'গোট' ছবিতে বিজয়কে একজন ফিল্ড এজেন্ট হিসেবে দ্বৈত ভূমিকায় দেখা যাবে ৷ অর্থাৎ বাবা-ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিজয়কে ৷ ছবির ট্রেলার ইতিমধ্যএই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে ৷ অ্যাকশন ও ইমোশনের সঠিক মিশেলে ছবির ট্রেলার দর্শকদের হলে টানতে বাধ্য ৷ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রভুদেবা, প্রশান্ত ছাড়াও আরও অনেককে ৷

এজিএস এন্টারটেইনমেন্টের সিইও অর্চনা কালপথি বলেন, "এই ছবি ঘিরে আমরা ভীষণ উচ্ছ্বসিত ৷ থালাপথি বিজয়, ভেঙ্কট প্রভু, যুবান শঙ্কর রাজা ও পুরো ছবির টিম যেভাবে কাজ করেছে তা দর্শকদের মনোরঞ্জন জোগাবে আশা রাখছি ৷" 5 সেপ্টেম্বর সারাভারতে মুক্তি পাচ্ছে গোট ৷ হিন্দিতেও মুক্তি পাচ্ছে এই ছবি ৷ তবে মাল্টিপ্লেক্সের বদলে 'গোট' দেখা যাবে সিঙ্গল স্ক্রিনে ৷

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: চলতি সপ্তাহে মুক্তির অপেক্ষায় আরও একটি বিগ বাজেটের দক্ষিণী ছবি ৷ 5 তারিখ মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত থালাপথি বিজয় অভিনীত 'গোট' (দ্য গ্রেটেস্ট অলটাইম) ৷ শুরু হয়ে গিয়েছে অ্যাডভান্স বুকিং৷ প্রথম দিনেই অ্যাডভান্স বুকিংয়ে ভালোই ব্যবসা করছে এই ছবি ৷

তামিল ছবি 'গোট'-এর ইতিমধ্যেই টিকিট বিক্রি হয়ে গিয়েছে 1লাখ 90 হাজার 894টি ৷ ফলে ইতিমধ্যেই ছবি আয় করে নিয়েছে 4কোটি 14 লাখ 2 হাজার 897 টাকা ৷ এই আয় শুধুমাত্র হয়েছে 2ডি স্ক্রিনিংয়ে টিকিট বিক্রি থেকে ৷ আইম্যাক্স 2ডি ফরম্যাটে টিকিট বিক্রি হয়েছে 1 হাজার 137টি ৷ আয় হয়েছে 1 লাখ 41 হাজার 120 টাকা ৷ তেলুগু ভাষায় ছবির টিকিট বিক্রি হয়েছে 1 হাজার 902টি ৷ আয়ের পরিমাণ 2 লাখ 19 হাজার 887 টাকা ৷ অর্থাৎ এই ছবি মোট শো পেয়েছে 3 হাজার 825টি ৷

ভেঙ্কট প্রভু পরিচালিত এবং এজিএস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, 'গোট' ছবিতে বিজয়কে একজন ফিল্ড এজেন্ট হিসেবে দ্বৈত ভূমিকায় দেখা যাবে ৷ অর্থাৎ বাবা-ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিজয়কে ৷ ছবির ট্রেলার ইতিমধ্যএই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে ৷ অ্যাকশন ও ইমোশনের সঠিক মিশেলে ছবির ট্রেলার দর্শকদের হলে টানতে বাধ্য ৷ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে প্রভুদেবা, প্রশান্ত ছাড়াও আরও অনেককে ৷

এজিএস এন্টারটেইনমেন্টের সিইও অর্চনা কালপথি বলেন, "এই ছবি ঘিরে আমরা ভীষণ উচ্ছ্বসিত ৷ থালাপথি বিজয়, ভেঙ্কট প্রভু, যুবান শঙ্কর রাজা ও পুরো ছবির টিম যেভাবে কাজ করেছে তা দর্শকদের মনোরঞ্জন জোগাবে আশা রাখছি ৷" 5 সেপ্টেম্বর সারাভারতে মুক্তি পাচ্ছে গোট ৷ হিন্দিতেও মুক্তি পাচ্ছে এই ছবি ৷ তবে মাল্টিপ্লেক্সের বদলে 'গোট' দেখা যাবে সিঙ্গল স্ক্রিনে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.