ETV Bharat / entertainment

শুরু ফরাসি ফিল্ম ফেস্টিভ্যাল, মঞ্চে মিলেমিশে একাকার টলিউড থেকে বলিউড - Anurag Kashyap

Anil Kapoor in French Film Festival Inauguration: শুরু হল ফরাসি ফিল্ম ফেস্টিভ্যাল ৷ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রের পাশাপাশি এবার ফরাসি সিনেমা দর্শক দরবারে ৷ অনুষ্ঠান উদ্বোধনে উপস্থিত ছিলেন অনিল কাপুর, অনুরাগ কাশ্যপ ৷

Etv Bharat
ফরাসি চলচ্চিত্র উৎসবs অনিল কাপুর-অনুরাগ কাশ্যপ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 12:17 PM IST

ফরাসি ফিল্ম ফেস্টিভ্যাল

কলকাতা, 17 ফেব্রুয়ারি: শহরে এই প্রথম 'ফরাসি চলচ্চিত্র উৎসব'। নন্দনে শুক্রবার থেকে শুরু হল 'ফরাসি চলচ্চিত্র উৎসব'। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা অনিল কাপুর, পরিচালক অনুরাগ কাশ্যপ, টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। প্রদীপ জ্বালিয়ে ফরাসি চলচ্চিত্র উৎসবের সূচণা করেন আগত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বসিত অভিনেতা অনিল কাপুর ৷ তিনি বলেন, "আমাকে সম্মানজনক এই অনুষ্ঠানে স্বাগত জানানো জন্য ধন্যবাদ ৷ বিনোদন জগতে ফরাসি পরিচালকদের যেমন অবদান রয়েছে তেমনই বাংলায় মৃণাল সেন, সত্যজিৎ রায়ের অবদান অনস্বীকার্য ৷" ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "ফ্রান্স হল আমার খুব প্রিয় জায়গা। আর প্যারিস আমার প্রিয় ডেস্টিনেশন। আমরা ইমোশনালি জড়িয়ে আছি একে অপরের সঙ্গে।" পরিচালক অনুরাগ কাশ্যপ বলেন, "কলকাতার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আর আজকের দিনটা খুব ইমোশনাল। অনেকগুলি ফরাসি ছবি দেখানো হবে কলকাতায়। একইসঙ্গে আগামিকাল আমার ছবিও দেখানো হবে। তার সঙ্গে মিলে যাচ্ছে বাংলা ছবি। খুব ভালোলাগার মুহূর্ত আজ ।"

French Film Festival
ছবির তালিকা

কলকাতায় ফরাসী চলচ্চিত্র উৎসবের প্রধান উদ্যোক্তা আলিয়াঁজ় ফ্রঁসে। নন্দনে এই চলচ্চিত্র উৎসব চলবে 16 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে ভারতীয় এবং ফরাসি সিনেমার মেলবন্ধন ঘটবে বলে জানানো হয়েছে। মালয়ালম চলচ্চিত্র নির্মাতা কারুণের তৈরি ছবি ‘পিরাভি’ কান এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। সেই দুটির পাশাপাশি অনুরাগের কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত ‘কেনেডি’ ছবিটিরও স্পেশাল স্ক্রিনিং হবে। এছাড়াও বাংলা ছবির তালিকায় রয়েছে 'অন্তর্জলি যাত্রা', 'পদাতিক', ' তাহাদের কথা', 'পদ্মানদীর মাঝি', 'আগন্তুক', 'উত্তরণ'। এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় ‘থ্রি মাস্কেটিয়ার্স’।

French Film Festival
ছবির তালিকা 2

আরও পড়ুন

1. প্রবীর...দ্য আদার ল্যান্ড, সহজিয়া থিয়েটারের কারিগরকে নিয়ে শঙ্খ ঘোষের তথ্যচিত্র প্রশংসিত নন্দনে

2. বন্যপ্রাণ শিকারের সত্য ঘটনা নিয়ে আসছে 'পোচার', ট্রেলার লঞ্চে নজর কাড়লেন প্রযোজক আলিয়া

3. ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে নন্দনে জায়গা পেল না 'পারিয়া', আশাহত পরিচালক

ফরাসি ফিল্ম ফেস্টিভ্যাল

কলকাতা, 17 ফেব্রুয়ারি: শহরে এই প্রথম 'ফরাসি চলচ্চিত্র উৎসব'। নন্দনে শুক্রবার থেকে শুরু হল 'ফরাসি চলচ্চিত্র উৎসব'। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড তারকা অনিল কাপুর, পরিচালক অনুরাগ কাশ্যপ, টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। প্রদীপ জ্বালিয়ে ফরাসি চলচ্চিত্র উৎসবের সূচণা করেন আগত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বসিত অভিনেতা অনিল কাপুর ৷ তিনি বলেন, "আমাকে সম্মানজনক এই অনুষ্ঠানে স্বাগত জানানো জন্য ধন্যবাদ ৷ বিনোদন জগতে ফরাসি পরিচালকদের যেমন অবদান রয়েছে তেমনই বাংলায় মৃণাল সেন, সত্যজিৎ রায়ের অবদান অনস্বীকার্য ৷" ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "ফ্রান্স হল আমার খুব প্রিয় জায়গা। আর প্যারিস আমার প্রিয় ডেস্টিনেশন। আমরা ইমোশনালি জড়িয়ে আছি একে অপরের সঙ্গে।" পরিচালক অনুরাগ কাশ্যপ বলেন, "কলকাতার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আর আজকের দিনটা খুব ইমোশনাল। অনেকগুলি ফরাসি ছবি দেখানো হবে কলকাতায়। একইসঙ্গে আগামিকাল আমার ছবিও দেখানো হবে। তার সঙ্গে মিলে যাচ্ছে বাংলা ছবি। খুব ভালোলাগার মুহূর্ত আজ ।"

French Film Festival
ছবির তালিকা

কলকাতায় ফরাসী চলচ্চিত্র উৎসবের প্রধান উদ্যোক্তা আলিয়াঁজ় ফ্রঁসে। নন্দনে এই চলচ্চিত্র উৎসব চলবে 16 থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। এই উৎসবে ভারতীয় এবং ফরাসি সিনেমার মেলবন্ধন ঘটবে বলে জানানো হয়েছে। মালয়ালম চলচ্চিত্র নির্মাতা কারুণের তৈরি ছবি ‘পিরাভি’ কান এবং ভেনিস চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। সেই দুটির পাশাপাশি অনুরাগের কান চলচ্চিত্র উৎসবে পুরস্কারপ্রাপ্ত ‘কেনেডি’ ছবিটিরও স্পেশাল স্ক্রিনিং হবে। এছাড়াও বাংলা ছবির তালিকায় রয়েছে 'অন্তর্জলি যাত্রা', 'পদাতিক', ' তাহাদের কথা', 'পদ্মানদীর মাঝি', 'আগন্তুক', 'উত্তরণ'। এদিন উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় ‘থ্রি মাস্কেটিয়ার্স’।

French Film Festival
ছবির তালিকা 2

আরও পড়ুন

1. প্রবীর...দ্য আদার ল্যান্ড, সহজিয়া থিয়েটারের কারিগরকে নিয়ে শঙ্খ ঘোষের তথ্যচিত্র প্রশংসিত নন্দনে

2. বন্যপ্রাণ শিকারের সত্য ঘটনা নিয়ে আসছে 'পোচার', ট্রেলার লঞ্চে নজর কাড়লেন প্রযোজক আলিয়া

3. ফ্রেঞ্চ ফেস্টিভ্যালের কারণে নন্দনে জায়গা পেল না 'পারিয়া', আশাহত পরিচালক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.