কলকাতা, 25 সেপ্টেম্বর: টেলিভিশনের ক্ষেত্রে যেমন ন্যুনতম সময়সীমা 14 ঘণ্টা তেমনি সিনেমার ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দিতে চায় ফেডারেশন। এরকমই কিছু সিদ্ধান্তের কথা জানাতে বুধবার ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন-এর (ইমপা) সঙ্গে একজোটে একটি সাংবাদিক সম্মেলনে সামিল হয় ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস-সহ আরও অনেকে ৷
ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস তুলে ধরেন চারটি মূল বিষয়। তিনি জানান, প্রথমত, 30 লক্ষ টাকা একটি চলচ্চিত্রের বাজেট হলে প্রযুক্তিবিদদের সংখ্যা, সরঞ্জাম ইত্যাদির বিষয়ে যথাযথ বিবেচনা করা হবে।
দ্বিতীয়ত, দৈনিক ভিত্তিতে ফিল্মের শুটিংয়ের সময়কাল এখন সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ মেগা সিরিয়ালের ক্ষেত্রে যেমন 24 ঘণ্টার জায়গায় শুটিংয়ের সময়সীমা 14 ঘণ্টা করে দেওয়া হয়েছে ৷ তেমনি সিনেমার ক্ষেত্রেও সময়সীমা বেঁধে দেওয়া হবে। টানা 28-29 ঘণ্টা শুটিং করা যাবে না।
তৃতীয়ত, একটি চলচ্চিত্রের একজন প্রযোজককে এখন শ্যুট শুরুর আগে ইমপাকে 5 লাখ টাকা আগেই জামানত দিতে হবে। কেন না অনেক প্রযোজকের টাকা এখনও দেওয়া বাকি। বছরের পর বছর কেটে গেলেও সেই টাকা প্রযোজকরা না দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান ফেডারেশন সভাপতি ৷
চতুর্থত, কেউ ইউটিউবে ভিডিয়ো, রিলস, শর্ট ফিল্ম বানাতে চাইলে সরাসরি কথা বলতে পারেন। প্রয়োজন অনুযায়ী সেখানে কলাকুশলী দেওয়া হবে এবং সেই মতো বাজেট ঠিক হবে। ফেডারেশন সভাপতির এই ঘোষণার কথা জানার পরেই প্রযোজক রানা সরকার লিখেছেন, "বক্সঅফিসে 5 লাখ টাকার টিকিট বিক্রির গ্যারান্টি নেই। 5 লাখ ডিপোজিট করে সিনেমা বানাবো না।" এখন ফেডারেশনের এই সিদ্ধান্ত নিয়ে পরিচালক-প্রযোজকরা কী বলেন, সেটাই দেখার ৷