ETV Bharat / entertainment

চলতে হবে ডায়ালিসিসের মধ্যে দিয়েই, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রভাত রায় - Tollywood News

Director Prabhat Roy: ফ্লু এবং শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হন পরিচালক প্রভাত রায় ৷ 2 সপ্তাহ পর বুধবার বাড়ি ফিরলেন তিনি ৷

Etv Bharat
পরিচালক প্রভাত রায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 4:48 PM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: দু'সপ্তাহ টানা চিকিৎসকদের অধীনে থাকার পর বুধবার বাড়ি ফিরলেন প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক প্রভাত রায় । তাঁর কন্যাসম একতা ভট্টাচার্য বুধবার নিজেই সোশাল মিডিয়ায় এই স্বস্তির খবর দেন । স্বাভাবিকভাবেই এই খবরে খুশি পরিচালকের হিতাকাঙ্খীরা । একতা লিখেছেন, "দু'সপ্তাহের কঠিন লড়াইয়ের পর আজ আমার বাবি প্রভাত রায়কে বাড়িতে নিয়ে আসতে পেরেছি ।" যে সকল চিকিৎসকের অধীনে পরিচালক ভর্তি ছিলেন তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন একতা ।

উল্লেখ্য, প্রভাত রায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ডাঃ সুরেশ ছোরারিয়া (ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ডাঃ জয়ন্ত বসু (নেফ্রোলজিস্ট), ডাঃ সুস্মিতা দেবনাথ, (ক্রিটিক্যাল কেয়ার), ডাঃ প্রসূন মিত্র (জেনারেল মেডিসিন)র অধীনে ভর্তি ছিলেন । পরিচালকের কন্যাসম একতা আরও জানিয়েছেন যে, সারাজীবন ডায়ালিসিস প্রক্রিয়ার মধ্যে দিয়েই চলতে হবে তাঁকে । এই মুহূর্তে, বাবির একমাত্র ইচ্ছা হল তাঁর মেয়ের সঙ্গে আরও বেশি সময় কাটানো । আমিও সেই সব দিনের জন্যই অপেক্ষা করে আছি ।

ফ্লু এবং শ্বাসকষ্টজনিত কারণে 21 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হতে হয় পরিচালক প্রভাত রায়কে । তাঁকে হাসপাতালে দেখতে এসেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, অভিষেক সাহা, সুদেষ্ণা রায়, প্রেমেন্দু বিকাশ চাকী-সহ আরও অনেকে ।

আপাতত নিজের পুরনো ফ্ল্যাটেই থাকবেন পরিচালক। এরপরে তাঁকে নিয়ে যাওয়া হবে নতুন কোনও ঠিকানায় । পরিচালক যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে লিফট না-থাকাতেই এহেন সিদ্ধান্ত একতার। এই বিষয়ে একতা বললেন, "বাবা ডেকেছি । সব দায়িত্ব আমাকে নিতেই হবে এবং আমি নেব । বাবি আমার সন্তানের মতো । সব কথা শোনে আমার মুখের দিকে তাকিয়ে ।"

আরও পড়ুন :

  1. গুরুতর অসুস্থ প্রভাত রায়, ফ্লু-শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভরতি হাসপাতালে
  2. ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রভাত রায়, কেমন আছেন প্রবীণ পরিচালক?

কলকাতা, 28 ফেব্রুয়ারি: দু'সপ্তাহ টানা চিকিৎসকদের অধীনে থাকার পর বুধবার বাড়ি ফিরলেন প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক প্রভাত রায় । তাঁর কন্যাসম একতা ভট্টাচার্য বুধবার নিজেই সোশাল মিডিয়ায় এই স্বস্তির খবর দেন । স্বাভাবিকভাবেই এই খবরে খুশি পরিচালকের হিতাকাঙ্খীরা । একতা লিখেছেন, "দু'সপ্তাহের কঠিন লড়াইয়ের পর আজ আমার বাবি প্রভাত রায়কে বাড়িতে নিয়ে আসতে পেরেছি ।" যে সকল চিকিৎসকের অধীনে পরিচালক ভর্তি ছিলেন তাঁদের সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন একতা ।

উল্লেখ্য, প্রভাত রায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ডাঃ সুরেশ ছোরারিয়া (ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ডাঃ জয়ন্ত বসু (নেফ্রোলজিস্ট), ডাঃ সুস্মিতা দেবনাথ, (ক্রিটিক্যাল কেয়ার), ডাঃ প্রসূন মিত্র (জেনারেল মেডিসিন)র অধীনে ভর্তি ছিলেন । পরিচালকের কন্যাসম একতা আরও জানিয়েছেন যে, সারাজীবন ডায়ালিসিস প্রক্রিয়ার মধ্যে দিয়েই চলতে হবে তাঁকে । এই মুহূর্তে, বাবির একমাত্র ইচ্ছা হল তাঁর মেয়ের সঙ্গে আরও বেশি সময় কাটানো । আমিও সেই সব দিনের জন্যই অপেক্ষা করে আছি ।

ফ্লু এবং শ্বাসকষ্টজনিত কারণে 21 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হতে হয় পরিচালক প্রভাত রায়কে । তাঁকে হাসপাতালে দেখতে এসেছিলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, হরনাথ চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, অভিষেক সাহা, সুদেষ্ণা রায়, প্রেমেন্দু বিকাশ চাকী-সহ আরও অনেকে ।

আপাতত নিজের পুরনো ফ্ল্যাটেই থাকবেন পরিচালক। এরপরে তাঁকে নিয়ে যাওয়া হবে নতুন কোনও ঠিকানায় । পরিচালক যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানে লিফট না-থাকাতেই এহেন সিদ্ধান্ত একতার। এই বিষয়ে একতা বললেন, "বাবা ডেকেছি । সব দায়িত্ব আমাকে নিতেই হবে এবং আমি নেব । বাবি আমার সন্তানের মতো । সব কথা শোনে আমার মুখের দিকে তাকিয়ে ।"

আরও পড়ুন :

  1. গুরুতর অসুস্থ প্রভাত রায়, ফ্লু-শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভরতি হাসপাতালে
  2. ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রভাত রায়, কেমন আছেন প্রবীণ পরিচালক?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.