ETV Bharat / entertainment

পারিশ্রমিক ছাড়াই আমেরিকার কনসার্টে ডান্স করানোর অভিযোগ দিলজিৎ'য়ের বিরুদ্ধে - Diljit Dosanjh - DILJIT DOSANJH

Diljit Dosanjh Controversy: উত্তর আমেরিকায় হওয়া দিল-লুমেত্রি টুরে ডান্সারদের পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠল দিলজিৎ দোসাঞ্জির বিরুদ্ধে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন গায়কের ম্যানেজার ৷

Diljit Dosanjh Controversy
দিলজিৎ দোসাঞ্জ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 7:37 PM IST

হায়দরাবাদ, 20 জুলাই: বিগত বেশ কয়েকদিন ধরেই আমেরিকায় গানের ট্যুর নিয়ে ব্যস্ত ছিলেন পঞ্জাবের রকস্টার দিলজিৎ দোসাঞ্জ ৷ সেই ছবি ও ভিডিয়োও ভাইরাল হয় নেটপাড়ায় ৷ তবে এবার শিল্পীর বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন লস অ্যাঞ্জেলসের কোরিয়োগ্রাফার কোম্পানির কর্ণধার ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে দিলজিতের সঙ্গে থাকা ডান্টার টিম ৷ এমনকী, দোসাঞ্জের ম্যানেজার সোনালি সিং-ও পুরো বিষয়টিতে আলোকপাত করেছেন ৷

ইনস্টাগ্রামে সোনালি একটি বিবৃতি দিয়ে বলেন, "এই ট্রুপে অফিসিয়ালি অংশগ্রহণ করেননি রজত বাট্টা কিংবা মনপ্রীত তুর ৷ তাঁরা সোশাল মিডিয়ায় মিথ্যা গুজব রটাচ্ছেন ৷ দিল-লুমিনাতি ট্যুরের কোনও অনুষ্ঠানে এই দু'জন অংশগ্রহণ করেননি ৷" তিনি আরও লেখেন, "পরিষ্কারভাবে জানাতে চাই রজত বাট্টা ও মনপ্রীত তুর ও অন্যান্য কোরিয়োগ্রাফার যাঁরা গুজব ছড়াচ্ছেন, তাঁরা এই গ্রুপের অংশ ছিলেন না ৷"

তিনি আরও লেখেন, "আমাদের অফিসিয়াল টিম কখনই এদের সঙ্গে যোগাযোগ করেনি ৷ রজত বাট্টা ও মনপ্রীত তুর সোশাল মিডিয়ায় মিথ্যা অভিযোগ করেছেন ৷ তাঁরা কোনওভাবেই দিল-লুমিনাতি ট্যুরের অংশ ছিলেন না ৷" এরপর তিনি প্রকাশ্যে আনেন এই ট্যুরে অফিসিয়াল কোরিয়োগ্রাফার কারা ছিলেন তাঁদের নাম ৷ তিনি জানান, ভ্যাঙ্কুভার থেকে বলবিন্দর সিং, প্রীত চাহাল, দিব্যা এবং পার্থ এই ট্যুরের অংশীদার ছিলেন ৷

এদিকে, লস অ্যাঞ্জেলসের ‘আরআরবি ডান্স কোম্পানি’র কর্ণধার কোরিয়োগ্রাফার রজত রকি বাট্টা সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি লেখেন, "ভারতীয় শিল্পী হিসাবে যখন দেখি আমেরিকায় শোয়ের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে তখন গর্ব হয় ৷ কিন্তু দেশি ডান্সারদের সেই সম্মান দেওয়া হয় না ৷ দিলজিৎয়ের দিল-লুমিনাতি ট্যুরে দেশি ডান্সাররা কোনও রকম পারিশ্রমিক পাননি ৷ দিলজিৎ, আমরা আপনার সাফল্যে খুশি ৷ কিন্তু নৃত্যশিল্পীদের আপনার পারিশ্রমিক দেওয়া উচিত ৷ মনে রাখা দরকার, সেটা বাজেটেরই অংশ ।" এই নিয়ে বিতর্ক বাড়লেও শিল্পী দিলজিৎ সোশাল মিডিয়ায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি ৷

হায়দরাবাদ, 20 জুলাই: বিগত বেশ কয়েকদিন ধরেই আমেরিকায় গানের ট্যুর নিয়ে ব্যস্ত ছিলেন পঞ্জাবের রকস্টার দিলজিৎ দোসাঞ্জ ৷ সেই ছবি ও ভিডিয়োও ভাইরাল হয় নেটপাড়ায় ৷ তবে এবার শিল্পীর বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন লস অ্যাঞ্জেলসের কোরিয়োগ্রাফার কোম্পানির কর্ণধার ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে দিলজিতের সঙ্গে থাকা ডান্টার টিম ৷ এমনকী, দোসাঞ্জের ম্যানেজার সোনালি সিং-ও পুরো বিষয়টিতে আলোকপাত করেছেন ৷

ইনস্টাগ্রামে সোনালি একটি বিবৃতি দিয়ে বলেন, "এই ট্রুপে অফিসিয়ালি অংশগ্রহণ করেননি রজত বাট্টা কিংবা মনপ্রীত তুর ৷ তাঁরা সোশাল মিডিয়ায় মিথ্যা গুজব রটাচ্ছেন ৷ দিল-লুমিনাতি ট্যুরের কোনও অনুষ্ঠানে এই দু'জন অংশগ্রহণ করেননি ৷" তিনি আরও লেখেন, "পরিষ্কারভাবে জানাতে চাই রজত বাট্টা ও মনপ্রীত তুর ও অন্যান্য কোরিয়োগ্রাফার যাঁরা গুজব ছড়াচ্ছেন, তাঁরা এই গ্রুপের অংশ ছিলেন না ৷"

তিনি আরও লেখেন, "আমাদের অফিসিয়াল টিম কখনই এদের সঙ্গে যোগাযোগ করেনি ৷ রজত বাট্টা ও মনপ্রীত তুর সোশাল মিডিয়ায় মিথ্যা অভিযোগ করেছেন ৷ তাঁরা কোনওভাবেই দিল-লুমিনাতি ট্যুরের অংশ ছিলেন না ৷" এরপর তিনি প্রকাশ্যে আনেন এই ট্যুরে অফিসিয়াল কোরিয়োগ্রাফার কারা ছিলেন তাঁদের নাম ৷ তিনি জানান, ভ্যাঙ্কুভার থেকে বলবিন্দর সিং, প্রীত চাহাল, দিব্যা এবং পার্থ এই ট্যুরের অংশীদার ছিলেন ৷

এদিকে, লস অ্যাঞ্জেলসের ‘আরআরবি ডান্স কোম্পানি’র কর্ণধার কোরিয়োগ্রাফার রজত রকি বাট্টা সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন ৷ তিনি লেখেন, "ভারতীয় শিল্পী হিসাবে যখন দেখি আমেরিকায় শোয়ের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে তখন গর্ব হয় ৷ কিন্তু দেশি ডান্সারদের সেই সম্মান দেওয়া হয় না ৷ দিলজিৎয়ের দিল-লুমিনাতি ট্যুরে দেশি ডান্সাররা কোনও রকম পারিশ্রমিক পাননি ৷ দিলজিৎ, আমরা আপনার সাফল্যে খুশি ৷ কিন্তু নৃত্যশিল্পীদের আপনার পারিশ্রমিক দেওয়া উচিত ৷ মনে রাখা দরকার, সেটা বাজেটেরই অংশ ।" এই নিয়ে বিতর্ক বাড়লেও শিল্পী দিলজিৎ সোশাল মিডিয়ায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.