ETV Bharat / entertainment

ছবির পর্দায় মিউজিক মায়েস্ত্রো ইলাইয়ারাজার জীবনী, নাম ভূমিকায় ধনুশ - Dhanush as Ilaiyaraaja - DHANUSH AS ILAIYARAAJA

Greatest music composer: স্বনামধন্য সঙ্গীতশিল্পী ইলাইয়ারাজার জীবনী উঠে আসবে ছবির পর্দায় ৷ নাম চরিত্রে দেখা যাবে ধনুশকে ৷ প্রকাশ্যে এল ছবির পোস্টার ৷ গুরুত্বপূর্ণ চরিত্র পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছেন অভিনেতা ৷

Greatest music composer
ইলাইয়ারাজার জীবনী ছবির পর্দায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 21, 2024, 2:24 PM IST

হায়দরাবাদ, 21 মার্চ: মিউজিক মায়েস্ত্রো ইলাইয়ারাজার জীবনী বড়পর্দায় ৷ চরিত্রাভিনয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ধনুশ ৷ প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার ৷ সিনেমার নাম রাখা হয়েছে ইলায়ারাজা, যা পরিচালনা করবেন অরুণ মহেশ্বরম ৷ এর আগে পরিচালককে দেখা গিয়েছে ক্যাপ্টেন মিলার ছবির নেপথ্যে ৷ সেই ছবিতেও প্রধান চরিত্রে দেখা গিয়েছিল ধনুশকে ৷ সোশাল হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা ৷

তিনি ক্যাপশনে সম্মানিত বলে উল্লেখ করেছেন ৷ পোস্টারে দেখা গিয়েছে, কাঁধে হারমোনিয়াম নিয়ে শহরের মাঝখানে দাঁড়িয়ে একজন যুবক ৷ নীচে ছোট্ট করে লেখা দ্য কিং অফ মিউজিক ৷ নির্মাতারা জানিয়েছেন, স্বনামধন্য সঙ্গীতশিল্পী ইলাইরাজার জীবনকালের পাশাপাশি সেই সময়ের সঙ্গীত জগতকে তুলে ধরা হবে পর্দায় ৷ পাঁচ দশক ধরে ইলাইরাজা সঙ্গীত জগতে রাজত্ব করে গিয়েছেন ৷ প্রায় 1 হাজারের বেশি ছবিতে তিনি সুর দিয়েছেন 7 হাজার বেশি গানে ৷ পাশাপাশি দেশ-বিদেশে 20 হাজারের বেশি লাইভ কনসার্টে অংশ নিয়েছেন ইলাইরাজা ৷

সঙ্গীত দুনিয়ায় তাঁর অবদানের জন্য 2010 সালে সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ এর আগে 2018 সালে তিনি সম্মানিত হয়েছেন পদ্মবিভূষণ সম্মানে ৷ ইলাইয়ারাজা পর্দায় মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ও হিন্দিতে ৷ ছবির প্রযোজনা করছে কানেক্ট মিডিয়া, পিকে প্রাইম প্রোডাকশন ও মারকিউরি মুভিজ ৷ ডিরেক্টর অফ ফটোগ্রাফির দায়িত্ব সামলাবেন নীরব শাহ ৷ ইলাইয়ারাজার পাশাপাশি ধনুশের হাতে রয়েছে রায়ন ৷ যার চিত্রনাট্য লেখা থেকে পরিচালনা করবেন ধনুশ স্বয়ং ৷ এছাড়াও হাতে রয়েছে, শেখর কাম্মুলা কুবেরা ছবিতে দেখা যাবে তাঁকে ৷ ধনুশের বিপরীতে দেখা যাবে নাগার্জুনা, রশ্মিকা মন্দানা ও জিম শর্ভকে ৷

আরও পড়ুন

1. অন্ধ্রের ইয়াগন্তি মন্দিরে শুরু শুটিং, পুষ্পা 2 নিয়ে কী বললেন রশ্মিকা ?

2. বিজয় দেবেরাকোন্ডাকে চুম্বন শাহিদ কাপুরের, ব্রোম্যান্সের ভিডিয়ো ভাইরাল

3. কোলে মেয়ে মালতি, প্রথমবার রামলালার দর্শনে প্রিয়াঙ্কা-নিক

হায়দরাবাদ, 21 মার্চ: মিউজিক মায়েস্ত্রো ইলাইয়ারাজার জীবনী বড়পর্দায় ৷ চরিত্রাভিনয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ধনুশ ৷ প্রকাশ্যে এসেছে ছবির প্রথম পোস্টার ৷ সিনেমার নাম রাখা হয়েছে ইলায়ারাজা, যা পরিচালনা করবেন অরুণ মহেশ্বরম ৷ এর আগে পরিচালককে দেখা গিয়েছে ক্যাপ্টেন মিলার ছবির নেপথ্যে ৷ সেই ছবিতেও প্রধান চরিত্রে দেখা গিয়েছিল ধনুশকে ৷ সোশাল হ্যান্ডেলে ছবির পোস্টার শেয়ার করেছেন অভিনেতা ৷

তিনি ক্যাপশনে সম্মানিত বলে উল্লেখ করেছেন ৷ পোস্টারে দেখা গিয়েছে, কাঁধে হারমোনিয়াম নিয়ে শহরের মাঝখানে দাঁড়িয়ে একজন যুবক ৷ নীচে ছোট্ট করে লেখা দ্য কিং অফ মিউজিক ৷ নির্মাতারা জানিয়েছেন, স্বনামধন্য সঙ্গীতশিল্পী ইলাইরাজার জীবনকালের পাশাপাশি সেই সময়ের সঙ্গীত জগতকে তুলে ধরা হবে পর্দায় ৷ পাঁচ দশক ধরে ইলাইরাজা সঙ্গীত জগতে রাজত্ব করে গিয়েছেন ৷ প্রায় 1 হাজারের বেশি ছবিতে তিনি সুর দিয়েছেন 7 হাজার বেশি গানে ৷ পাশাপাশি দেশ-বিদেশে 20 হাজারের বেশি লাইভ কনসার্টে অংশ নিয়েছেন ইলাইরাজা ৷

সঙ্গীত দুনিয়ায় তাঁর অবদানের জন্য 2010 সালে সম্মানিত হয়েছেন পদ্মভূষণ সম্মানে ৷ এর আগে 2018 সালে তিনি সম্মানিত হয়েছেন পদ্মবিভূষণ সম্মানে ৷ ইলাইয়ারাজা পর্দায় মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ও হিন্দিতে ৷ ছবির প্রযোজনা করছে কানেক্ট মিডিয়া, পিকে প্রাইম প্রোডাকশন ও মারকিউরি মুভিজ ৷ ডিরেক্টর অফ ফটোগ্রাফির দায়িত্ব সামলাবেন নীরব শাহ ৷ ইলাইয়ারাজার পাশাপাশি ধনুশের হাতে রয়েছে রায়ন ৷ যার চিত্রনাট্য লেখা থেকে পরিচালনা করবেন ধনুশ স্বয়ং ৷ এছাড়াও হাতে রয়েছে, শেখর কাম্মুলা কুবেরা ছবিতে দেখা যাবে তাঁকে ৷ ধনুশের বিপরীতে দেখা যাবে নাগার্জুনা, রশ্মিকা মন্দানা ও জিম শর্ভকে ৷

আরও পড়ুন

1. অন্ধ্রের ইয়াগন্তি মন্দিরে শুরু শুটিং, পুষ্পা 2 নিয়ে কী বললেন রশ্মিকা ?

2. বিজয় দেবেরাকোন্ডাকে চুম্বন শাহিদ কাপুরের, ব্রোম্যান্সের ভিডিয়ো ভাইরাল

3. কোলে মেয়ে মালতি, প্রথমবার রামলালার দর্শনে প্রিয়াঙ্কা-নিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.