ETV Bharat / entertainment

মুক্তি পাচ্ছে 'চাঁদের পাহাড়', পুজোর আগে বড় চমক দেবের - Dev Movie Chander Pahar Release

Chander Pahar Back to Big Screen: ফের বড় পর্দায় ফিরছেন শঙ্কর রায় চৌধুরী ৷ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্য়ায়ের 'চাঁদের পাহাড়' উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবি মুক্তি পায় 2013 সালে ৷ ক্যাপ্টেন অফ দ্য শিপ ছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায় ৷

Chander Pahar Back to Big Screen
ফের মুক্তি পাচ্ছে 'চাঁদের পাহাড়' (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 6, 2024, 1:44 PM IST

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষদের জন্য সুখবর ৷ শঙ্করের সঙ্গে আফ্রিকার ঘন জঙ্গলে আবার শুরু হতে চলেছে সফরনামা ৷ 20 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত চাঁদের পাহাড় ৷ ফের বড় পর্দায় সকলের মন জয় করতে আসছেন শঙ্কর ওরফে দেব ৷

শনিবার খুশির এই খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা দেব ৷ তিনি জানান, আবার দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে ৷ হ্যাশট্যাগ চাঁদের পাহাড় ৷ অভিনেতার এই ঘোষণায় উচ্ছ্বসিত অনুরাগী তথা সিনেপ্রেমীরা ৷ ইটিভি ভারতের তরফে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, 2013 সালে ক্রিসমাসে মুক্তি পাওয়া ব্লকব্লাস্টার হিট ছবি আরও একবার আসছে সিলভার স্ক্রিনে ৷ লেখক বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের 130তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুনরায় ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসভিএফ ৷ মাল্টিপ্লেক্স -সহ বিভিন্ন সিঙ্গল স্ক্রিনেও মুক্তি পাচ্ছে এই ছবি৷

এসভিএফের তরফে সোশাল মিডিয়াতেও পোস্টার শেয়ার করা হয় ৷ সেখানে লেখা হয়, "আরও একবার, বড়পর্দায়। 20 সেপ্টেম্বর'। ক্যাপশনে লেখা হয়, 'চাঁদের পাহাড় তোমায় ডাকছে..., শঙ্করের অ্যাডভেঞ্চার আবারও ফিরছে বড়পর্দায়! 'চাঁদের পাহাড়' পুনরায় মুক্তি পাচ্ছে 20 সেপ্টেম্বর।" 2013 সালের 20 ডিসেম্বর বাংলায় মুক্তি পেয়েছিল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'চাঁদের পাহাড়' ৷ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এটা ছিল তাঁর স্বপ্নের প্রোজেক্ট ৷ এক বাঙালি ছেলের দুঃসাহসিক সফরনামার গল্প ছবির পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক ৷ অভিনেতা দেবকে নতুন করে আবিষ্কার করেন দর্শকরা ৷ এই 11 বছরে দেবের কেরিয়ারগ্রাফ অনেকটাই বদলে গিয়েছে ৷ তবে চাঁদের পাহাড় যেন দেবের কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট বলা যায় ৷

পুজোর আগে তাই দেব ও প্রযোজনা সংস্থা এসভিএফের বড় চমক দর্শকদের জন্য বলাই যায় ৷ অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দেব-রুক্মিনী অভিনীত 'টেক্কা' মুক্তি পাচ্ছে পুজোর আবহে ৷

হায়দরাবাদ, 6 সেপ্টেম্বর: অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষদের জন্য সুখবর ৷ শঙ্করের সঙ্গে আফ্রিকার ঘন জঙ্গলে আবার শুরু হতে চলেছে সফরনামা ৷ 20 সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত চাঁদের পাহাড় ৷ ফের বড় পর্দায় সকলের মন জয় করতে আসছেন শঙ্কর ওরফে দেব ৷

শনিবার খুশির এই খবর সোশাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেতা দেব ৷ তিনি জানান, আবার দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে ৷ হ্যাশট্যাগ চাঁদের পাহাড় ৷ অভিনেতার এই ঘোষণায় উচ্ছ্বসিত অনুরাগী তথা সিনেপ্রেমীরা ৷ ইটিভি ভারতের তরফে প্রযোজনা সংস্থা এসভিএফ-এর সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, 2013 সালে ক্রিসমাসে মুক্তি পাওয়া ব্লকব্লাস্টার হিট ছবি আরও একবার আসছে সিলভার স্ক্রিনে ৷ লেখক বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায়ের 130তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে পুনরায় ছবি মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসভিএফ ৷ মাল্টিপ্লেক্স -সহ বিভিন্ন সিঙ্গল স্ক্রিনেও মুক্তি পাচ্ছে এই ছবি৷

এসভিএফের তরফে সোশাল মিডিয়াতেও পোস্টার শেয়ার করা হয় ৷ সেখানে লেখা হয়, "আরও একবার, বড়পর্দায়। 20 সেপ্টেম্বর'। ক্যাপশনে লেখা হয়, 'চাঁদের পাহাড় তোমায় ডাকছে..., শঙ্করের অ্যাডভেঞ্চার আবারও ফিরছে বড়পর্দায়! 'চাঁদের পাহাড়' পুনরায় মুক্তি পাচ্ছে 20 সেপ্টেম্বর।" 2013 সালের 20 ডিসেম্বর বাংলায় মুক্তি পেয়েছিল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের 'চাঁদের পাহাড়' ৷ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন এটা ছিল তাঁর স্বপ্নের প্রোজেক্ট ৷ এক বাঙালি ছেলের দুঃসাহসিক সফরনামার গল্প ছবির পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক ৷ অভিনেতা দেবকে নতুন করে আবিষ্কার করেন দর্শকরা ৷ এই 11 বছরে দেবের কেরিয়ারগ্রাফ অনেকটাই বদলে গিয়েছে ৷ তবে চাঁদের পাহাড় যেন দেবের কেরিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট বলা যায় ৷

পুজোর আগে তাই দেব ও প্রযোজনা সংস্থা এসভিএফের বড় চমক দর্শকদের জন্য বলাই যায় ৷ অন্যদিকে, সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত দেব-রুক্মিনী অভিনীত 'টেক্কা' মুক্তি পাচ্ছে পুজোর আবহে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.