ETV Bharat / entertainment

'কুইন অফ বোর্ডরুম'! সৃজিতের 'টেক্কা'য় গেমচেঞ্জার দেব না স্বস্তিকা? - Tekka Movie - TEKKA MOVIE

Tekka Movie Update: পুজোয় মুক্তির অপেক্ষায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা' ৷ বিগত কয়েকদিন ধরেই চরিত্রদের লুক প্রকাশ্যে আনছেন অভিনেতা দেব ৷ গণেশ চতুর্থীতে সামনে আনলেন গেমচেঞ্জার স্বস্তিকা মুখোপাধ্যায়ের লুক ৷

Tekka Movie Update
সৃজিতের 'টেক্কা'য় গেমচেঞ্জার দেব না স্বস্তিকা? (সোশাল মিডিয়া)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Sep 7, 2024, 12:26 PM IST

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: লোকসভা ভোটপর্ব মিটতেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা' ছবির কাজে মন দেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ৷ শুরু থেকেই এই ছবি রয়েছে চর্চায় ৷ ছবিতে ফের একবার জুটি বেঁধেছেন দেব ও রুক্মিণী মৈত্র ৷ সঙ্গে রয়েছেন আরও এক তারকা ৷ গণেশ চতুর্থীতে দেব পরিচয় করালেন 'টেক্কা'র স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন নতুন পোস্টার ৷

এদিন দেব সোশাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক... এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কা-র সঙ্গে!" দেবের পোস্ট দেখে স্পষ্ট ছবিতে স্বস্তিকার চরিত্রের নাম ইন্দিরা ৷ যিনি কিনা, 'কুইন অফ বোর্ডরুম' ৷ জানা গিয়েছে, অভিনেত্রীকে দেখা যাবে কর্পোরেট সংস্থার সিইও-র চরিত্রে ৷

অনেক আগেই দেব ছবিতে নিজের লুক প্রকাশ্যে এনেছে ৷ সেখানে তাঁকে দেখাযায় সাদামাটা পোশাকে ৷ ছাপোষা শার্ট-প্যান্ট পরা দেবের হাতে ধরা একটা বন্দুক ৷ এর আগে প্রকাশ্যে এসেছে রুক্মিণীর লুক ৷ যেখানে বলা হয়েছে, পাওয়ার, অথরিটি, জাস্টিস! সাক্ষাৎ করুন মায়ার সঙ্গে ৷ ছবিতে অভিনেত্রীর এই লুক চমকে দিয়েছে সকলকে ৷ চোখে চশমা, হাতে বন্দুক, চুল ছোট করে কাটা রুক্মিণীকে এই অবতারে আগে কখনই দেখা যায়নি সিনেপর্দায় ৷ গতবছর পুজোতে সৃজিতের তুরুপের তাস ছিল '22 শ্রাবণ'-এর প্রিকুয়েল 'দশম অবতার' ৷ এই বছর তিনি আনছেন 'টেক্কা' ৷ 8 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেব-রুক্মিণীর 'টেক্কা' ৷

হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: লোকসভা ভোটপর্ব মিটতেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'টেক্কা' ছবির কাজে মন দেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ৷ শুরু থেকেই এই ছবি রয়েছে চর্চায় ৷ ছবিতে ফের একবার জুটি বেঁধেছেন দেব ও রুক্মিণী মৈত্র ৷ সঙ্গে রয়েছেন আরও এক তারকা ৷ গণেশ চতুর্থীতে দেব পরিচয় করালেন 'টেক্কা'র স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন নতুন পোস্টার ৷

এদিন দেব সোশাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেন ৷ ক্যাপশনে লেখেন, "সাহেব বিবি গোলামের দেশে, আস্তিনে থাক... এবার পুজোয় দেখা হচ্ছে টেক্কা-র সঙ্গে!" দেবের পোস্ট দেখে স্পষ্ট ছবিতে স্বস্তিকার চরিত্রের নাম ইন্দিরা ৷ যিনি কিনা, 'কুইন অফ বোর্ডরুম' ৷ জানা গিয়েছে, অভিনেত্রীকে দেখা যাবে কর্পোরেট সংস্থার সিইও-র চরিত্রে ৷

অনেক আগেই দেব ছবিতে নিজের লুক প্রকাশ্যে এনেছে ৷ সেখানে তাঁকে দেখাযায় সাদামাটা পোশাকে ৷ ছাপোষা শার্ট-প্যান্ট পরা দেবের হাতে ধরা একটা বন্দুক ৷ এর আগে প্রকাশ্যে এসেছে রুক্মিণীর লুক ৷ যেখানে বলা হয়েছে, পাওয়ার, অথরিটি, জাস্টিস! সাক্ষাৎ করুন মায়ার সঙ্গে ৷ ছবিতে অভিনেত্রীর এই লুক চমকে দিয়েছে সকলকে ৷ চোখে চশমা, হাতে বন্দুক, চুল ছোট করে কাটা রুক্মিণীকে এই অবতারে আগে কখনই দেখা যায়নি সিনেপর্দায় ৷ গতবছর পুজোতে সৃজিতের তুরুপের তাস ছিল '22 শ্রাবণ'-এর প্রিকুয়েল 'দশম অবতার' ৷ এই বছর তিনি আনছেন 'টেক্কা' ৷ 8 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেব-রুক্মিণীর 'টেক্কা' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.