হায়দরাবাদ, 7 সেপ্টেম্বর: প্রায় একমাস হতে চলল আরজি কর কাণ্ড ঘটে গিয়েছে ৷ প্রতিবাদ-বিক্ষোভ, আন্দোলনে সরব রাজ্য তথা শহর ৷ চিকিৎসা ক্ষেত্রে বিচার চেয়ে সরব জুনিয়র ডাক্তাররাও ৷ ফলে কিছুটা হলেও স্বাস্থ্যব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছিল সুপ্রিম কোর্টও ৷ এই অবস্থায় সোশাল মিডিয়ায় মনের কথা খুলে বললেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব ৷
এদিন ইন্সটাগ্রাম স্টোরিতে দেব লেখেন, "একজন নারীর বিচার চাইতে গিয়ে আর একজনের সঙ্গে অন্যায় ঠিক নয় ৷ একজন যিনি প্রাণ হারিয়েছেন তাঁর বিচার চাইতে গিয়ে আর একজনের প্রাণ যাওয়া ঠিক নয় ৷ আমরা এর থেকে আরও ভালো হতে পারি ৷ প্রত্যেকটা জীবনের মূল্য রয়েছে ৷ প্রত্যেকটা ক্ষতির মূল্য রয়েছে ৷ একটা ভুল ঠিক করতে গিয়ে আরও বড় ভুল করা উচিত নয় ৷" এরপরে তিনি একদিকে যেমন ধর্ষকদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তেমনই প্রত্যেক রোগী যাতে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পায় সেই দিকেও জোর দিয়েছেন অভিনেতা দেব ৷
উল্লেখ্য, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডে প্রতিবাদে কর্মবিরতিতে সামিল জুনিয়র চিকিৎসকেরা ৷ তারই মাঝে বিনা চিকিৎসায় এক রোগীর মৃত্যুর খবর সামনে আসে ৷ তৃণমূল নেতা কুণাল ঘোষও এই বিষয়টা এক্স হ্যান্ডেলে তুলে ধরেন ৷ জানা গিয়েছে, মৃত যুবক দুর্ঘটনার শিকার হন ৷ শুক্রবার ভোরে তাঁর দুই পায়ের উপর দিয়ে লরি চলে যায় ৷ আশঙ্কাজনক অবস্থায় যুবককে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ কুণাল ঘোষের দাবি অনুযায়ী, সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত রোগীকে ভর্তি নেওয়া হয়নি ৷ এরপরেই ওই যুবক মৃত্যুর কোলে ঢোলে পড়েন ৷
সংবাদমাধ্যম সূত্রে:
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 6, 2024
RGKarএ বিনা চিকিৎসায় মৃত ২৮ বছর বয়সী যুবক। অভিযোগ, 9am থেকে বেলা 12 পর্যন্ত পেশেন্ট পড়েছিল। তারপরও তাকে ভর্তি নেওয়া হয়নি। কোন্ননগরে এক্সিডেন্ট হয় ওই যুবকের। দুই পায়ের উপর থেকে লরি চলে যায়। শ্রীরামপুর থেকে রেফার করা হয় কলকাতায়। কিন্তু চিকিৎসা হয়নি।