মুম্বই, 20 অগস্ট: ধোনি-সচিনের পর এবার বড়পর্দায় আসছে যুবরাজ সিংয়ের বায়োপিক ৷ মঙ্গলবার এমন খবর সামনে আসায় উচ্ছ্বসিত অনুরাগীরা ৷ ভূষণ কুমার এবং রবি ভাগচাঁদকা ছবিটি প্রযোজনা করছেন বলে জানা গিয়েছে ৷ ক্রিকেট সেনসেশন যুবরাজ সিং-এর জীবন ও তাঁর কেরিয়ার ছবির মূল বিষয় হবে বলে জানিয়েছেন নির্মাতারা । প্রধান চরিত্রে কে রণবীর সিং না রণবীর কাপুর, নেটপাড়ায় জোর আলোচনা শুরু হয়েছে ৷
Relive the legend's journey from the pitch to the heart of millions—Yuvraj Singh's story of grit and glory is coming soon on the big screen! 🎬#SixSixes@yuvstrong12 @ravi0404#BhushanKumar #KrishanKumar @shivchanana @neerajkalyan_24 #200NotOutCinema @TSeries pic.twitter.com/53MsfVH476
— T-Series (@TSeries) August 20, 2024
লেজেন্ডারি প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, এই জীবনী মূলক ছবি অনেককে অনুপ্রাণিত করবে , এমন আশা করা যায় ৷ তিনি বলেন, "আমি সত্যিই গর্বিত এটা ভেবে যে, আমার গল্প কোটি কোটি দর্শক ও অনুরাগীদের কাছে পৌঁছে যাবে ৷ এর জন্য ভূষণ কুমার ও রবি স্যারের কাছে আমি কৃতজ্ঞ তাঁদের এই প্রয়াসের জন্য ৷ আমার জীবনের চড়াই-উতরাইয়ে ক্রিকেট আমাকে শক্তি জুগিয়েছে ৷ আমার একমাত্র ভালোবাসা ৷ আমি আশা রাখব এই ছবির মধ্য দিয়ে অনেকে চ্যালেঞ্জ কীভাবে সামলাতে হয় এবং জীবনে স্বপ্ন কীভাবে পূরণ করতে হয় তা বুঝতে পারবেন ৷ অনুপ্রাণিত হতে পারবেন ৷"
এর আগে ভূষণ কুমার 'অ্যানিম্যাল', 'শ্রীকান্ত', 'দৃশ্যম 2', 'ভুল ভুলাইয়া 2'-এর মতো ছবি প্রযোজনা করেছেন ৷ তালিকায় রয়েছে আরও অনেক ব্লকব্লাস্টার ছবি ৷ ফলে যুবরাজের বায়োপিকের হাত ধরে অনুরাগীরা আরও একবার ক্রিকেটের সেরা কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন ৷ 2007 সালে টি20 ওয়ার্ল্ড কাপে 6টা ছক্কা হাঁকানো হোক অথবা ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে যুদ্ধ হোক, সবই ফুটে উঠবে পর্দায় ৷
প্রযোজক ভূষণ কুমার বলেন, "যুবরাজ সিংয়ের জীবনে স্থিতিস্থাপকতা, জয় এবং আবেগের মিশেলে দারুণ একটা চিত্রনাট্য তৈরি হয়েছে ৷ ক্রিকেটের দুনিয়ায় তাঁর জার্নি শুরু করা, ক্রিকেটের নায়ক হওয়ার কাহিনী অনবদ্য ৷ পাশাপাশি, ব্যক্তিগত জীবনে তিনি আসল হিরোগিরির পরিচয় দিয়েছে ৷ তাও দর্শকদের জানা উচিত ৷ এটা সত্যিই অনুপ্রেরণা দেবে সকলকে ৷ আমি এই ধরনের কাহিনী বড় পর্দায় আনতে পারছি ৷ এটা ভেবেই রোমাঞ্চিত হচ্ছি ৷"
অন্যদিকে, রবি ভাগচাঁদকা এর আগে প্রযোজনা করেছেন 'সচিন: আ বিলিয়ন ড্রিমস' ও 'সিতারে জমিন পর' ৷ তিনি যুবরাজের সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে বলেন, "অনেক বছর ধরেই যুবরাজ আমার কাছের বন্ধু ৷ আমি কৃতজ্ঞ যে তিনি আমার উপর বিশ্বাস রেখেছেন ৷ তাঁর জার্নি যে আমরা সুন্দর করে তুলে ধরতে পারব পর্দায় এই বিশ্বাস রাখার জন্য তাঁর প্রতি ধন্যবাদ জানাতে চাই ৷ যুবি শুধুমাত্র ওযার্ল্ড চ্যাম্পিয়ন নন তিনি সবদিক থেকে লেজেন্ড ৷"
তবে যুবরাজের চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও পর্যন্ত সামনে আসেনি ৷ নেটিজেনরা সামনে এনেছেন বেশ কয়েকটি নাম ৷ রণবীর কাপুর, রণবীর সিং, সিদ্ধান্ত চতুর্বেদী, আয়ুষ্মান খুরানা, বরুণ ধাওয়ান এই তারকাদের মধ্যে কোনও একজনকে যুবরাজের চরিত্রে দেখতে চাইছেন নেটিজেনরা ৷ তবে এই সবকিছুর মধ্যে রণবীর সিং ও রণবীর কাপুর খানিকটা এগিয়ে বলা যায় ৷ এর আগে রণবীর সিংকে '83' ছবিতে দেখেছেন দর্শকরা ৷ সেখানে কপিল দেবের ভূমিকা দিব্য মানিয়েছে তাঁকে ৷ তবে যুবরাজের চরিত্রে ফাইনালি কাকে দেখা যাবে তা খুব শীঘ্রই প্রকাশ করা হবে ৷
প্রথমে পাঞ্জাব অনূর্ধ্ব-16 ক্রিকেট দলে খেলা শুরু করেন যুবরাজ ৷ যুবরাজ 2000-2017 সাল পর্যন্ত 402টি আন্তর্জাতিক খেলায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ৷ 17টি সেঞ্চুরি এবং 71 অর্ধ শতরান-সহ 35.05 গড়ে 11,178 রান করেছেন। তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2002 (শ্রীলঙ্কার সঙ্গে যৌথ বিজয়ী), আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ 2007 এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2011-তে ভারতের জার্সিতে খেলেছেন ৷