হায়দরাবাদ, 23 ফেব্রুয়ারি: দিদি নম্বর 1 রিয়েলিটি শোয়ে উপস্থিত হয়েই মঞ্চ মাতালেন বাংলার 'দিদি' তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ টেলিভিশনের পর্দায় প্রথমবার এই রকম শোয়ে মুখ্যমন্ত্রী দেখতে মুখিয়ে রয়েছেন বাংলার মানুষ ৷ অপেক্ষার অবসান ৷ সামনে এসেছে অনুষ্ঠানের বিশেষ টিজার ৷ জি বাংলার তরফে শুক্রবার সোশাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে মুখ্যমন্ত্রী নিয়ে বিশেষ শোয়ের প্রোমো ৷
ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে বলা হয়েছে, "এই প্রথমবার দিদি নম্বর.1-এর অনুষ্ঠানে বাংলার দিদি নম্বর 1 মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়! দেখুন হ্যাশট্যাগ দিদি নম্বর 1 ৷" এই প্রোমো প্রকাশ্যে আসার পরেই সাড়া পরে গিয়েছে নেটপাড়ায় ৷ ভিডিয়োতে দেখা যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চে প্রবেশ করতেই তাঁকে দিদি নম্বর ওয়ানের উত্তরীয় পরিয়ে দিতে যান সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায় ৷
কিন্তু সেই উত্তরীয় উলটে রচনাকেই পরিয়ে দেন বাংলার দিদি ৷ বলেন, " প্রকৃতপক্ষে এটা তোমাকেই শোভা পায় দিদি নম্বর ওয়ান হিসাবে ৷" এরপর মুখ্যমন্ত্রীকে দেখা যায় ধামসা,মাদলের তালে মঞ্চে পা দোলাতে ৷ তার সঙ্গে দেখা যায় ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়েক স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে ৷
ঐতিহাসিক পর্ব কবে আসবে জি বাংলার পর্দায় তা এখনও জানানো হয়নি ৷ তবে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় অনুরাগীদের মন্তব্য বেশ নজরকাড়া ৷ কেউ লিখেছেন, "দিদি নম্বর ওয়ান ও বাংলার দিদি একসঙ্গে একই মঞ্চে ৷" আবার কেউ লিখেছেন, "এই অনুষ্ঠানের নামটা দিদির আগমনের পর প্রকৃতরূপে সার্থকতা পেল ৷" কেউ আবার বলেছেন, দিদিকে হেডফোন রাউন্ড খেলানো হলে ভালো হয় ৷
বরবরাই, বাংলা সিরিয়ালের বিষয়ে যথেষ্টই খোঁজ খবর রাখেন মমতা। ব্যস্ত সময়ের মধ্যেও দিদি নম্বর-1 অনুষ্ঠানের আপডেট রাখেন। গত মাসে প্রাথমিক আলাপচারিতায় রচনা বন্দ্যোপাধ্যায় নবান্নে এসেছিলেন। সেই সময় কানাঘুষো শোনা যাচ্ছিল যে রচনা তৃণমূলে নাকি যোগ দিচ্ছেন ৷ যদিও পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হয় যে, প্রথমবার রিয়্যালিটি শো'য়ে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আদতে খেলার মঞ্চে দিদি নম্বর ওয়ান ট্রফি জিতলেন কে? তা জানতে অপেক্ষা করতেই হবে ৷
আরও পড়ুন:
1. 'এক পরদেশী মেরা দিল লে গয়া..' প্রেম নিয়ে ভাঙা-গড়ার জীবন ছিল মধুবালার
2. অম্বানি পুত্রের বিয়েতে বড় চমক, নিমন্ত্রিত বিশ্বের অন্যতম ধনীরা
3. জনপ্রিয় রিয়্যালিটি শো'য়ের শুটিং সারলেন মমতা, 'বাংলার দিদি'ই কি নং 1?