হায়দরাবাদ, 3 অক্টোবর: একদিকে এপার বাংলার টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী অন্যদিকে ওপার বাংলার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ৷ সঙ্গে বলিউড অভিনেতা শান্তনু মাহেশ্বরী ৷ একটা ছবিতে যখন এমন টিম থাকে তখন সেই ছবি যে পর্দায় আগুন ঝড়াবে তা অনুমান করা যায় ৷ প্রতীম ডি গুপ্তের পরিচালনায় মুক্তির অপেক্ষায় 'চালচিত্র' ৷ প্রকাশ্যে এল ছবির টিজার ৷ আরজি কর আবহে এই ছবির টিজার গায়ে কাঁটা দেবে আপনারও ৷
'সিরিয়াল কিলিং' যে 'চালচিত্র' জুড়ে থাকছে তা এর ঝলকেই স্পষ্ট। ঝলকের আনাচেকানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আলো-আঁধারি, রক্তপাত এবং নৃশংসতা। গল্প শুরু হয় কলকাতার বুকে হয়ে চলা একের পর এক ধারাবাহিক নৃশংস খুন দিয়ে। সেইসব খুনের তদন্তে জড়িয়ে পড়ে চার পুলিশ অফিসার। সেই চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে। কলকাতা পুলিশের এক মাড়োয়ারি অফিসারের চরিত্রে পর্দায় হাজির হবেন শান্তনু।
পুজোর আগে শহরে একের পর এক মেয়ের খুন করছে কে? কেনই বা করছে? তাকে কি আদৌ থামানো যাবে? এই নিয়েই এগোবে 'চালচিত্র'র গল্প। অপূর্ব অভিনীত চরিত্রটি যে বেশ ধূসর তার স্পষ্ট ইঙ্গিত ঝলকেই দিয়ে রাখলেন পরিচালক। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু। রাইমা সেনকে দেখা যাবে টোটা রায়চৌধুরীর স্ত্রীর ভূমিকায়।
চার পুলিশেকে কেন্দ্র করে তৈরি জমাটি রহস্য-রোমাঞ্চের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল পুজোয়। কিন্তু তা রদবদল হয়ে মুক্তি পেতে চলেছে ক্রিসমাসের আবহে 20 ডিসেম্বর। ঝলকের ভিডিয়ো শেষে সে ঘোষণাও সেরে রাখলেন পরিচালক প্রতীম ডি গুপ্ত।